১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন
১. ফুসবলক্লাব ইউনিয়ন বার্লিন ইভি (সাধারণত ১. ফুসবলক্লাব ইউনিয়ন বার্লিন (জার্মান উচ্চারণ: [ʔɛf tseː ʊnɪˈoːn bɛɐ̯ˈliːn]) অথবা শুধুমাত্র ১. এফসি ইউনিয়ন বার্লিন নামে পরিচিত) হচ্ছে বার্লিন ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯৬৬ সালের ২০শে জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ১. এফসি ইউনিয়ন বার্লিন তাদের সকল হোম ম্যাচ বার্লিনের স্টাডিওন আন ডার আল্টেন ফরস্টেআয়ে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২২,০১২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন উর্স ফিশার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ডির্ক জিংলার। অস্ট্রীয় আক্রমণভাগের খেলোয়াড় ক্রিস্টোফার ট্রিমেল এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | ১. ফুসবলক্লাব ইউনিয়ন বার্লিন ইভি | |||
---|---|---|---|---|
ডাকনাম | ডি ইসারনেন (লৌহ)[১] | |||
প্রতিষ্ঠিত | ২০ জানুয়ারি ১৯৬৬ | |||
মাঠ | স্টাডিওন আন ডার আল্টেন ফরস্টেআয় | |||
ধারণক্ষমতা | ২২,০১২ | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | বুন্দেসলিগা | |||
২০১৯–২০ | ১১তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, ১. এফসি ইউনিয়ন বার্লিন এপর্যন্ত ১১টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি ডিডিআর-লিগা নর্ড, ৫টি ডিডিআর-লিগা বি, ২টি ডিডিআর-লিগা এ, ১টি ৩. লিগা এবং ১টি এফডিজিবি-পোকাল শিরোপা রয়েছে।
অর্জনসম্পাদনা
ঘরোয়াসম্পাদনা
- জার্মান চ্যাম্পিয়ন
- রানার-আপ: ১৯২৩
- ডিডিআর-লিগা নর্ড (২য়)
- চ্যাম্পিয়ন: ১৯৬৬, ১৯৭০,
- ডিডিআর-লিগা বি (২য়)
- চ্যাম্পিয়ন: ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৬, ১৯৮১, ১৯৮২
- ডিডিআর-লিগা এ (২য়)
- চ্যাম্পিয়ন: ১৯৮৫, ১৯৯১
- রানার-আপ: ১৯৯০
- ৩. লিগা (৩য়)
- চ্যাম্পিয়ন: ২০০৯
- ডিএফবি-পোকাল
- রানার-আপ: ২০০১
- এফডিজিবি-পোকাল:
- চ্যাম্পিয়ন: ১৯৬৮
- রানার-আপ: ১৯৮৬
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Bundesliga and beyond – Union Berlin. Retrieved 5 March 2016.
বহিঃসংযোগসম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (জার্মান)