লালমনি এক্সপ্রেস
লালমনি এক্সপ্রেস (ট্রেন নং ৭৫১/৭৫২) হচ্ছে বাংলাদেশের ঢাকা ও লালমনিরহাট জেলার মধ্যে একটি আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন পরিষেবা। এটি ২০০৪ সালের ৭ই মার্চ চালু হয়।[১]
লালমনি এক্সপ্রেস | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | আন্তঃনগর |
অবস্থা | পরিচালনা হয় |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | কমলাপুর রেলওয়ে স্টেশন |
শেষ | লালমনিরহাট রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ৪০৫ কিলোমিটার (২৫২ মাইল) |
পরিষেবার হার | সপ্তাহে ৬ দিন |
রেল নং | ৭৫১/৭৫২ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | এসি, নন-এসি, শোভন চেয়ার |
আসন বিন্যাস | হ্যাঁ |
ঘুমানোর ব্যবস্থা | হ্যাঁ |
খাদ্য সুবিধা | হ্যাঁ |
কারিগরি | |
গাড়িসম্ভার |
|
সময়সূচী
সম্পাদনা(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।)
ট্রেন
নং |
উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক
ছুটি |
---|---|---|---|---|---|
৭৫১ | কমলাপুর | ২১:৪৫ | লালমনিরহাট | ০৭:৩০ | শুক্রবার |
৭৫২ | লালমনিরহাট | ১০:০০ | কমলাপুর | ১৯:৪০ |
যাত্রাবিরতি
সম্পাদনা(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)
রোলিং স্টক
সম্পাদনালালমনি এক্সপ্রেস সাধারণত বাংলাদেশ রেলওয়ের ক্লাস ৩০০০ ইঞ্জিনটি দ্বারা চালানো হয়। ট্রেনটিতে ১৪টি ভ্যাকুয়াম ব্রেকযুক্ত কোচ ছিলো। পূর্বে ট্রেনটিতে আসন সংখ্যা ছিল ৬৭২। পরবর্তীতে ইরান হতে আমদানিকৃত এয়ার ব্রেকযুক্ত কোচসমূহের মধ্যে ১৪টি মেরামত করে ২০১৮ সালের ৬ই জুন ট্রেনটির পুরনো কোচসমূহকে প্রতিস্থাপন করা হয় (আরও দেখুন: বাংলাদেশের কোচ ও ওয়াগন#ইরান)।[২] ২০১৯ সালের ১৬ই অক্টোবর লালমনি এক্সপ্রেসের বিদ্যমান ইরানি কোচ ইন্দোনেশিয়া হতে আমদানিকৃত নতুন কোচ দ্বারা প্রতিস্থাপন করা হয়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Lalmoni Express starts rolling"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৪-০৩-০৮। ২০২১-০২-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৪।
- ↑ "নতুন সাজে 'লালমনি এক্সপ্রেস', ৬ জুন থেকে চলাচল শুরু"। ঢাকা ট্রিবিউন। ২০১৮-০৬-০৪। ২০২১-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৪।
- ↑ "রেলকে লাভজনক করতে বললেন প্রধানমন্ত্রী"। দ্য ডেইলি স্টার। ২০১৯-১০-১৬। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৪।