লালপুর ইউনিয়ন, আশুগঞ্জ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

লালপুর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আশুগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

লালপুর
ইউনিয়ন
৭নং লালপুর ইউনিয়ন পরিষদ
লালপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
লালপুর
লালপুর
লালপুর বাংলাদেশ-এ অবস্থিত
লালপুর
লালপুর
বাংলাদেশে লালপুর ইউনিয়ন, আশুগঞ্জের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৯′৩০″ উত্তর ৯০°৫৯′২৯″ পূর্ব / ২৩.৯৯১৬৭° উত্তর ৯০.৯৯১৩৯° পূর্ব / 23.99167; 90.99139 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলাআশুগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪০২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

লালপুর ইউনিয়ন পূর্বে শরীফপুর পশ্চিম ইউনিয়ন নামে পরিচিত ছিল।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

লালপুর ইউনিয়নটি প্রবাহমান স্রোতসিনী নদী মেঘনার কুলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বশেষের পশ্চিমাংশে অবস্থিত৷ দক্ষিণ-পশ্চিমাংশে লালপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে চর চারতলা ইউনিয়ন; উত্তরে আড়াইসিধা ইউনিয়ন; পূর্বে আড়াইসিধা ইউনিয়নশরীফপুর ইউনিয়ন; দক্ষিণে শরীফপুর ইউনিয়ন, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবীরগাঁও ইউনিয়ন এবং পশ্চিমে মেঘনা নদীনরসিংদী জেলার রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়ন অবস্থিত।

লালপুর ইউনিয়নের মধ্যে কতগুলো গ্রাম রয়েছে৷ লামাবায়েক, বায়েক, হোসেনপুর, চরলালপুর, লালপুর, নোয়াগাওঁ।

লালপুর ইউনিয়নের আয়তন ১,৮১৮ একর (৭.৩৬ বর্গ কিলোমিটার)।[]

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

লালপুর ইউনিয়ন আশুগঞ্জ উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আশুগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৪নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লালপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,৬৭৫ জন। এর মধ্যে পুরুষ ৮,৯৭৩ জন এবং মহিলা ৯,৭০২ জন। মোট পরিবার ৩,৪৬৭টি।[] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২,৫৩৮ জন।[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লালপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৪%।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

লালপুর ইউনিয়নে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে৷ তন্মধ্যে প্রাথমিক বিদ্যালয়,উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসাও রয়েছে৷ মুসলিম ছোট বাচ্চাদের আরবি পড়ানোর জন্য মসজিদে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়৷ লালপুর ইউনিয়নে একমাত্র উচ্চ বিদ্যালয় লালপুর এস কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়৷ যার প্রথমে নাম ছিল লালপুর হাই স্কুল৷

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া থেকে সিএনজিতে আসা যায় লালপুরে।ভৈরব উপজেলা থেকে লঞ্চ এবং নবীনগর উপজেলা থেকে লঞ্চ যোগে আসা যায়।এছাড়া আশুগঞ্জ টু নবিনগর রোড এর কাজ প্রক্রিয়াধীন।

খাল ও নদী

সম্পাদনা
  1. পাকনদিয়া খাল। যা লালপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই খাল পূর্বে কালিদাস সাগরের অংশ ছিল।

হাট-বাজার

সম্পাদনা

লালপুর বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটি অন্যতম হাট-বাজার৷

দর্শনীয় স্থান

সম্পাদনা
  1. পাগলা নদীর ব্রিজ
  2. লালপুর মেঘনা নদীরপাড়
  3. শুটকি পল্লী

জনপ্রতিনিধি

সম্পাদনা

সাবেক চেয়ারম্যান জনাব আবুল খায়ের সাহেব। বর্তমান চেয়ারম্যান জনাব মোর্শেদ মিয়া মাস্টার সাহেব।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯ 
  2. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা