আড়াইসিধা ইউনিয়ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আশুগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন
আড়াইসিধা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আশুগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
আড়াইসিধা | |
---|---|
ইউনিয়ন | |
৫নং আড়াইসিধা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে আড়াইসিধা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°০′১৭″ উত্তর ৯১°০′৪৭″ পূর্ব / ২৪.০০৪৭২° উত্তর ৯১.০১৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | আশুগঞ্জ উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪০২ |
আয়তন
সম্পাদনাআড়াইসিধা ইউনিয়নের মোট আয়তন ১৪৬৯ একর।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনালোকসংখ্যা – ২০৩৬৬ জন (প্রায়) (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)
ইতিহাস
সম্পাদনাজেলার পশ্চিমে মেঘনার পাড়ে আশুগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো আড়াইসিধা ইউনিয়ন। এই ইউনিয়নে মুসলমান এবং হিন্দু মিলে মিশে বসবাস করে। এখানে বেশীর ভাগ কৃষিজীবি ও ব্যবসায়ী। আড়াইসিধা ইউনিয়নে শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে স্বকীয়তা রয়েছে।[১]
দর্শনীয় স্থান
সম্পাদনাবদর খাল, ছিড়া খাল ও মেঘনা নদীর নাল হয়ে বড় আকারে এক নদী। বাজার চারতলা নদীর পাড়,বাজার চারতলা বট তলা, বাজার চারতলা কাচারি পুকুর
বাজার চারতলা ঈদগাহ,
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ araishidhaup.brahmanbaria.gov.bd http://araishidhaup.brahmanbaria.gov.bd/bn/site/page/qISz-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%87। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৮।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)