লাঠি (১৯৯৯-এর চলচ্চিত্র)
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র
(লাঠি (১৯৯৯-এর বাংলাদেশী চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)
লাঠি ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্ট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।[১] শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, শাহনাজ, মিজু আহমেদ সহ আরও অনেকে।[২][৩][৪] চলচ্চিত্রটি ১৯৯৯ সালে বাংলাদেশে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি ব্যাবসায়িক সফল এবং জনপ্রিয় হয়।
লাঠি | |
---|---|
পরিচালক | মনতাজুর রহমান আকবর |
প্রযোজক | মাসোমা চলচ্চিত্র |
চিত্রনাট্যকার | মনতাজুর রহমান আকবর |
কাহিনিকার | আবদুল্লাহ জহির বাবু |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শওকত আলী ইমন |
চিত্রগ্রাহক | লাল মোহাম্মাদ |
সম্পাদক | আমজাদ হোসেন |
পরিবেশক | মাসোমা চলচ্চিত্র |
মুক্তি | ১০ সেপ্টেম্বর, ১৯৯৯ |
স্থিতিকাল | ২ ঘণ্টা ৩০ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনি সংক্ষেপ
সম্পাদনানিকটাত্মীয়ের দ্বারা প্রতারিত হয়ে পৈতৃক সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে গ্রামে আশ্রয় নেওয়া এক যুবতী তার প্রতিশোধের লাঠি হিসেবে ব্যবহার করে গ্রামের এক প্রতিবাদী যুবককে।
অভিনয়ে
সম্পাদনা- মান্না
- শাহনাজ
- অন্তরা
- তানজিদ আহমেদ
- মিজু আহমেদ
- আলী আমজাদ
- কায়েশ
- জামিলুর রহমান শাখা
- আনিসুর রহমান আনিস
- সুরুজ বাঙ্গালী
- নবী আলম
সঙ্গীত
সম্পাদনালাঠি চলচ্চিত্রের গান রচনা করেছেন এনায়েত করিম ও কবির বকুল। আবাহ সঙ্গীত দিয়েছেন এম আর হাসান নিলু, সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন এবং গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, কনকচাঁপা, খালিদ হাসান মিলু, আগুন, রিজিয়া পারভীন, ডলী সয়ন্তনী।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফিল্ম ম্যানেজমেন্ট সিস্টেম এ লাঠি চলচ্চিত্র"। ofc.bfa.gov.bd। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আজকের ছবি"। www.prothom-alo.com। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চলচ্চিত্র"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০।
- ↑ "চলচ্চিত্র | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে লাঠি (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে লাঠি