লাঠি (১৯৯৯-এর চলচ্চিত্র)

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র

লাঠি ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্ট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর[] শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, শাহনাজ, মিজু আহমেদ সহ আরও অনেকে।[][][] চলচ্চিত্রটি ১৯৯৯ সালে বাংলাদেশে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি ব্যাবসায়িক সফল এবং জনপ্রিয় হয়।

লাঠি
পরিচালকমনতাজুর রহমান আকবর
প্রযোজকমাসোমা চলচ্চিত্র
চিত্রনাট্যকারমনতাজুর রহমান আকবর
কাহিনিকারআবদুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশে
সুরকারশওকত আলী ইমন
চিত্রগ্রাহকলাল মোহাম্মাদ
সম্পাদকআমজাদ হোসেন
পরিবেশকমাসোমা চলচ্চিত্র
মুক্তি১০ সেপ্টেম্বর, ১৯৯৯
স্থিতিকাল২ ঘণ্টা ৩০ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনি সংক্ষেপ

সম্পাদনা

নিকটাত্মীয়ের দ্বারা প্রতারিত হয়ে পৈতৃক সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে গ্রামে আশ্রয় নেওয়া এক যুবতী তার প্রতিশোধের লাঠি হিসেবে ব্যবহার করে গ্রামের এক প্রতিবাদী যুবককে।

অভিনয়ে

সম্পাদনা

সঙ্গীত

সম্পাদনা

লাঠি চলচ্চিত্রের গান রচনা করেছেন এনায়েত করিম ও কবির বকুল। আবাহ সঙ্গীত দিয়েছেন এম আর হাসান নিলু, সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন এবং গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, কনকচাঁপা, খালিদ হাসান মিলু, আগুন, রিজিয়া পারভীন, ডলী সয়ন্তনী।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ফিল্ম ম্যানেজমেন্ট সিস্টেম এ লাঠি চলচ্চিত্র"ofc.bfa.gov.bd। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "আজকের ছবি"www.prothom-alo.com। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "চলচ্চিত্র"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০ 
  4. "চলচ্চিত্র | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা