রিজিয়া পারভীন
রিজিয়া পারভীন (জন্ম: আগস্ট ২০, ১৯৬৬) একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি বাংলা চলচ্চিত্রে অসংখ্য গান গেয়েছেন, এবং তিনি ১৩০০ প্লেব্যাক গানের উপর কাজ করেছেন।[১] তার জনপ্রিয় প্লেব্যাক গানগুলি 'তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো', 'প্রেমের নামে মিথ্যা বোলো না', আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে', 'সবার জীবনে প্রেম আসে' এবং 'ও হিরো ও হিরো আই লাভ ইউ' ইত্যাদি।
রিজিয়া পারভীন | |
---|---|
জন্ম | কিশোরগঞ্জ, বাংলাদেশ | ২০ আগস্ট ১৯৬৬
পেশা | সংগীত শিল্পী |
কার্যকাল | বর্তমান |
প্রাথমিক জীবন
সম্পাদনারিজিয়া পারভীন কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন কিন্তু বাংলাদেশে রাজশাহী জেলাতে বড় হয়েছিলেন। তার বাবা আবদুল হাসিদ ছিলেন একজন ব্যবসায়ী। তার চার ভাই এবং দুই বোন রয়েছে।[২] ছোট বেলা থেকেই তিনি হরমোনিয়াম বাজাতেন। পারভীন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করেন।
ক্যারিয়ার
সম্পাদনারিজিয়া পারভিনের বাজারে ২৪টি একক সংগীত অ্যালবাম রয়েছে।[৩] তার ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম একক অ্যালবাম "মুক্তি" মুক্তি পায়।[৩] পারভিন প্রথমে আজহারুল ইসলাম খান এর চলচ্চিত্র ‘তালাক'-এ প্লে ব্যাকের জন্য তার কণ্ঠ দিয়েছেন।[৪]
এ্যালবাম
সম্পাদনা- এ দেহের প্রাণ
- ১২ কন্যা
- তারা ভরা রাত (একক )
- সবাই তো সুখী হতে চায় ( ডুয়েট )
- চোখের মায়ায় ( একক )
- মুখে মুখে রোটে যাবে ( ডুয়েট )
- বৃষ্টি ( ডুয়েট )
- চুপি চুপি বলো ( ডুয়েট )
- ছোট্ট একটা ভালবাসা ( ডুয়েট )
- একটি স্বপ্ন (অ্যালবাম)
- এই বুকে তোমাকে পেতে চাই (অ্যালবাম)
- প্রদীপ জ্বলে ( ডুয়েট )
- প্রেম কখনো কাঁদায় (অ্যালবাম)
- হাসন রাজা ও লালন শাহের গান (অ্যালবাম)
- পাশা (অ্যালবাম)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Rizia Parveen to release 24th solo album soon" (ইংরেজি ভাষায়)। দ্যা ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭।
- ↑ "২৪তম একক অ্যালবাম নিয়ে আসছেন রিজিয়া পারভীন"। দৈনিক ইনকিলাব। ২৪ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭।
- ↑ ক খ "Rizia Parveen with a new surprise" (ইংরেজি ভাষায়)। দ্যা ডেইলি স্টার। ২৬ অক্টোবর ২০১৬। ৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭।
- ↑ "ভালোবাসা দিবসে রিজিয়া পারভীন"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭।