রিজিয়া পারভীন

বাংলাদেশী সঙ্গীতশিল্পী

রিজিয়া পারভীন (জন্ম: আগস্ট ২০, ১৯৬৬) একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি বাংলা চলচ্চিত্রে অসংখ্য গান গেয়েছেন, এবং তিনি ১৩০০ প্লেব্যাক গানের উপর কাজ করেছেন।[] তার জনপ্রিয় প্লেব্যাক গানগুলি 'তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো', 'প্রেমের নামে মিথ্যা বোলো না', আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে', 'সবার জীবনে প্রেম আসে' এবং 'ও হিরো ও হিরো আই লাভ ইউ' ইত্যাদি।

রিজিয়া পারভীন
জন্ম (1966-08-20) ২০ আগস্ট ১৯৬৬ (বয়স ৫৮)
কিশোরগঞ্জ, বাংলাদেশ
পেশাসংগীত শিল্পী
কার্যকালবর্তমান

প্রাথমিক জীবন

সম্পাদনা

রিজিয়া পারভীন কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন কিন্তু বাংলাদেশে রাজশাহী জেলাতে বড় হয়েছিলেন। তার বাবা আবদুল হাসিদ ছিলেন একজন ব্যবসায়ী। তার চার ভাই এবং দুই বোন রয়েছে।[] ছোট বেলা থেকেই তিনি হরমোনিয়াম বাজাতেন। পারভীন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করেন।

ক্যারিয়ার

সম্পাদনা

রিজিয়া পারভিনের বাজারে ২৪টি একক সংগীত অ্যালবাম রয়েছে।[] তার ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম একক অ্যালবাম "মুক্তি" মুক্তি পায়।[] পারভিন প্রথমে আজহারুল ইসলাম খান এর চলচ্চিত্র ‘তালাক'-এ প্লে ব্যাকের জন্য তার কণ্ঠ দিয়েছেন।[]

এ্যালবাম

সম্পাদনা
  1. এ দেহের প্রাণ
  2. ১২ কন্যা
  3. তারা ভরা রাত (একক )
  4. সবাই তো সুখী হতে চায় ( ডুয়েট )
  5. চোখের মায়ায় ( একক )
  6. মুখে মুখে রোটে যাবে ( ডুয়েট )
  7. বৃষ্টি ( ডুয়েট )
  8. চুপি চুপি বলো ( ডুয়েট )
  9. ছোট্ট একটা ভালবাসা ( ডুয়েট )
  10. একটি স্বপ্ন (অ্যালবাম)
  11. এই বুকে তোমাকে পেতে চাই (অ্যালবাম)
  12. প্রদীপ জ্বলে ( ডুয়েট )
  13. প্রেম কখনো কাঁদায় (অ্যালবাম)
  14. হাসন রাজা ও লালন শাহের গান (অ্যালবাম)
  15. পাশা (অ্যালবাম)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Rizia Parveen to release 24th solo album soon" (ইংরেজি ভাষায়)। দ্যা ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭ 
  2. "২৪তম একক অ্যালবাম নিয়ে আসছেন রিজিয়া পারভীন"দৈনিক ইনকিলাব। ২৪ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭ 
  3. "Rizia Parveen with a new surprise" (ইংরেজি ভাষায়)। দ্যা ডেইলি স্টার। ২৬ অক্টোবর ২০১৬। ৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭ 
  4. "ভালোবাসা দিবসে রিজিয়া পারভীন"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা