লাকসাম পূর্ব ইউনিয়ন
লাকসাম পূর্ব বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম উপজেলার একটি ইউনিয়ন। এটি নরপাটি ইউনিয়ন নামেও পরিচিত।
লাকসাম পূর্ব | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে লাকসাম পূর্ব ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৪′১৫″ উত্তর ৯১°৯′৩৮″ পূর্ব / ২৩.২৩৭৫০° উত্তর ৯১.১৬০৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | লাকসাম উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৭০ |
ওয়েবসাইট | laksampurbaup |
লাকসাম পূর্ব ইউনিয়ন এর আওতাধীন গ্রাম সমূহ
সম্পাদনা- ফুলগাঁও[১]
- ডোমবাড়িয়া
- নরপাটি
- এলাইচ
- পৈশাগী
- পেঁচরা
- গাইনেরডহরা
ইতিহাস
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনালাকসাম উপজেলার পূর্বাংশে লাকসাম পূর্ব ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে লাকসাম পৌরসভা, দক্ষিণে আজগরা ইউনিয়ন, পূর্বে নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়ন ও লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়ন এবং উত্তরে লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন ও পেরুল দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনালাকসাম পূর্ব ইউনিয়ন লাকসাম উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লাকসাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৭নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাশিক্ষা ব্যবস্থাগত দিক থেকে লাকসাম পূর্ব ইউনিয়ন তথা নরপাটি ইউনিয়ন বেশ সমৃদ্ধ। এখানে কয়েক ধরনের তথা মিশ্র শিক্ষা ব্যবস্থার উপস্থিতি দেখা যায়। এই ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, বেশ কয়েকটি দাখিল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেমন: মক্তব, হাফেজিয়া খানা ইত্যাদি রয়েছে। তবে এই ইউনিয়নে কোন ইংরেজী মাধ্যম স্কুল, কিন্ডারগার্টেন (কেজি স্কুল) নেই। এছাড়াও নেই কোন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান বা ভোকেশনাল ইন্সটিটিউট। মেয়ে বা নারীদের জন্য নেই কোন পৃথক বালিকা বিদ্যালয়।
ছেলে-মেয়ে উভয়ই শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। নারী শিক্ষার জন্য এখানে তেমন কোন সাংস্কৃতিক প্রতিবন্ধকতা নেই। সার্বিক শিক্ষার হারের মধ্যে নারী শিক্ষা এখনও আনুপাতিক হারে কম। তবে অভিভাবকবৃন্দের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ার কারণে এখন সবাই তাদের পরিবারের শিশুদের স্কুলে পাঠাচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা১. ফুলগাঁও ফাজিল মাদ্রাসা, ফুলগাঁও
২. ফুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলগাঁও
৩. নরপাটি উচ্চ বিদ্যালয়, নরপাটি
৪. পেঁচরা দাখিল মাদ্রাসা, পেঁচরা
৫. তাহফিজুল কুরআন একাডেমী, পেঁচরা
৬. এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়,এলাইচ
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনানরপাটি ইউনিয়ন যোগাযোগ ব্যবস্থা আর বিগত 2 বছর আগে খারাপ ছিলো কিন্তু বতর্মান সরকার মাননীয় সংসদ সদস্য জনাব তাজুল ইসলাম যোগাযোগ ব্যবস্থাকে অনেক উন্নয়ন করেছেন। যেমন ইউনিয়ন চেয়ারম্যান জনাব আলী আহম্মেদ সাহেব হাত দরে প্রতিটি বাড়ি যে রাস্তা গাট এবং পুকুর বাধ সব কাজ করে যাচ্ছেন।
খাল ও নদী
সম্পাদনাহাট-বাজার
সম্পাদনা১. ফুলগাঁও বাজার (ইউনিয়নের প্রথম ও সর্ববৃহৎ হাট-বাজার)
২. নরপাটি বাজার
৩. এলাইচ বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনানরপাটি ইউনিয়নের কয়েকজন প্রখ্যাত ব্যক্তির নাম নিচে দেওয়া হল।
১। জনাব আলহ্বাজ আলী আহম্মেদ সাহেব , চেয়ারম্যান ৮নং পূর্ব লাকসাম ইউনিয়ন।
২। জনাব আলহ্বাজ আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান, ৭নং লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদ।
৩। জনাব আলহ্বাজ সায়েদুর রহমান খান সাচ্ছু, সাবেক চেয়ারম্যান, ৭নঙ লাকসাম পূর্ব।
৪। জনাব মরহূম আশরাফ উদ্দিন ভূঁইয়া (বড় ভূঁইয়া), বিশিষ্ট সমাজসেবক ও দানবীর
৫। জনাব মরহূম ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল ভূঁঞা, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক।
৬। ডাক্তার প্রফেসর বদরুল আলম, শিশু বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।
৭। জনাব জাকির হোসেন পন্ডিত, বিশিষ্ট সমাজ সেবক
০৮। মৃত: আবদুল মজিদ মাষ্টার
০৯। জনাব তাজুল ইসলাম সাবেক সভাপতি , এবং বর্তমান লাকসাম উপজেলা সভাপতি কৃষক লীগ
১০। জনাব এনায়েত উল্লাহ (দুবাই প্রবাসী), বিশিষ্ট সমাজ সেবক, ৮নং লাকসাম পূর্ব ইউনিয়ন, ৭নং ওয়ার্ড
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |