পেরুল দক্ষিণ ইউনিয়ন

কুমিল্লা জেলার লালমাই উপজেলার একটি ইউনিয়ন

পেরুল দক্ষিণ বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত লালমাই উপজেলার একটি ইউনিয়ন

পেরুল দক্ষিণ
ইউনিয়ন
৬নং পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ
পেরুল দক্ষিণ চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
পেরুল দক্ষিণ
পেরুল দক্ষিণ
পেরুল দক্ষিণ বাংলাদেশ-এ অবস্থিত
পেরুল দক্ষিণ
পেরুল দক্ষিণ
বাংলাদেশে পেরুল দক্ষিণ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৬′২৬″ উত্তর ৯১°৭′৪৯″ পূর্ব / ২৩.২৭৩৮৯° উত্তর ৯১.১৩০২৮° পূর্ব / 23.27389; 91.13028 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলালালমাই উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটperulsouthup.comilla.gov.bd
মানচিত্র
মানচিত্র

৬ নং পেরুল দক্ষিণ ইউনিয়নের মোট আয়তন প্রায় ২০.০০ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

সম্পাদনা

লোকসংখ্যা – ৩৫,০০০ জন (প্রায়) (২০১৮ সালের আদম শুমারি অনুযায়ী)

★পুরুষঃ ১৭,৪০০ ★মহিলাঃ ১৭,৬০০ ★মোট পরিবারঃ ৩৫০০ ★করদাতাঃ ৩২০০ জন

অবস্থান ও সীমানা

সম্পাদনা

লালমাই উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে পেরুল দক্ষিণ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে পেরুল উত্তর ইউনিয়ন, পূর্বে বেলঘর উত্তর ইউনিয়ন, দক্ষিণে লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে লাকসাম পৌরসভা এবং পশ্চিমে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নবাকই ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

পেরুল দক্ষিণ ইউনিয়ন লালমাই উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লালমাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

এই ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো। অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে। শতকরা ৯০% লোক শিক্ষিত।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

পেরুল দক্ষিণ ইউনিয়ন এর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হলো।

১.পূর্ব পেরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়

২.ফয়েজগঞ্জ ইসলামিয়া আলীম মদ্রাসা

৩. পূর্ব পেরুল উচ্চ বিদ্যালয়

৪.পেরুল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫.দৌশারি চোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়

৬.শাসনপাড় উচ্চ বিদ্যালয়

৭. গজারিয়া ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসা

৮. ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

৯. শাকেরা আর.এ. উচ্চ বিদ্যালয়

১০. কনকশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১১. কনকশ্রী উচ্চ বিদ্যালয়

১২. কনকশ্রী হুজুরের মাদ্রাসা

১৩. জাপরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪. আটিটি বাজার দাখিল মাদ্রাসা

১৫.গজারিয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসা।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

সড়ক পথঃ

নোয়াখালী, লক্ষিপুর সহ আরো কয়েকটি এলাকার এসি/নন এসি বাস যাতায়াত করে। এই ইউনিয়নের মধ্যে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক আছে। এ ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক রয়েছে।

যেমনঃ হরিশ্চর আটিটি সংযোগ সড়ক।

ফয়েজগঞ্জ বরইগাও সংযোগ সড়ক।

ফয়েজগঞ্জ গজারিয়া সংযোগ সড়ক

হরিশ্চর নুরপুর সংযোগ সড়ক। সহ আরো কয়েকটি সংযোগ সড়ক আছে এই ইউনিয়নে।

খাল ও নদী

সম্পাদনা

পেরুল দক্ষিণ ইউনিয়ন এর পাশ দিয়ে ডাকাতিয়া নদী বয়ে গেছে। আরো অনেক খাল দিঘি আছে। এর মাধ্যে একটি হলো পেরুল গ্রাম আর গজারিয়া গ্রামের মাঝে একটি দিঘি। আমরা ওই এলাকা দিঘিরপাড় নামে জানি।

হাট-বাজার

সম্পাদনা

এই ইউনিয়নে কয়েকটি বাজার রয়েছে। যেখানে সকল ধরনের পণ্য পাওয়া যায়। কয়েকটি বাজার হল

  • হরিশ্চর বাজার
  • ফয়েজগঞ্জ বাজার
  • উৎসব পদুয়া বাজার
  • কামারকুয়া বাজার
  • আটিটি বাজার
  • ভুশ্চি বাজার, ইত্যাদি

খেলাধুলা

সম্পাদনা

ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, কাবাডি, সহ অনেক ধরনের খেলা হয় এই ইউনিয়নে

এই ইউনিয়নে কয়েকটি ক্লাব আছে তার মধ্যে কয়েকটি ক্লাব হল

•পেরুল অলষ্টার ক্লাব

  • দোলনচাঁপা ক্লাব
  • পেরুল সবুজ ক্লাব
  • পেরুল শাপলা একাদশ ক্লাব
  • জাপরপুর মৈত্রি সংঘ ক্লাব

জনপ্রতিনিধি

সম্পাদনা
নাম পদবী মোবাইল
খন্দকার সাইফুল্লাহ চেয়ারম্যান ০১৮৩৭০৭৪৮২২
মহিন উদ্দিন সদস্য ১নং ওয়ার্ড ০১৬৩১৩৪৩৫৭২
ফজলুল কবির সদস্য ২নং ওয়ার্ড ০১৮১৯০৮৪২৭৮
জাহাঙ্গীর আলম মজুমদার সদস্য ৩নং ওয়ার্ড ০১৮১৯০৮৪২৭৮
গোলাম মোস্তফা সদস্য ৪নং ওয়ার্ড ০১৭০৫৭৫৫৮৬৬
কামাল উদ্দিন সদস্য ৫নং ওয়ার্ড ০১৭৪৮৯০৩২৩৮
মো হাবিবুর রহমান সদস্য ৬নং ওয়ার্ড ০১৭১৫৯০৬৯৭৩
ছায়েদুর রহমান তিতু সদস্য ৭নং ওয়ার্ড ০১৭২৭২৫৫০৪৮
আব্দুল কাদের সদস্য ৮নং ওয়ার্ড ০১৮৯২৬৫৯৮০০
সাহেব উল্লাহ সদস্য ৯নং ওয়ার্ড ০১৭৩২৮১২০৭৫
উম্মে ছালমা জলি নারী সদস্য ১ ২ ৩ ০১৭৩০৯৪২৭৮২
নুর জাহান নারী সদস্য ৪ ৫ ৬ ০১৭৯৮৬৫৯০২৬
নিলুপা বেগম নারী সদস্য ৭ ৮ ৯ ০১৭৩২৩৮৯৬৮২

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা