রূপসী বিমানবন্দর
রূপসী বিমানবন্দর (আইএটিএ: রুপ, আইসিএও: ভেরু) ভারতের আসাম রাজ্যের ধুবড়ী শহর থেকে প্রায় ১৫ কিমি (৮.১ মাইল) দূরে অবস্থিত। ১৯৮০-এর দশক থেকে বিমানবন্দরটি বন্ধ হয়ে গেছে। ভারতীয় বিমান সংস্থার (এএআই) এবং ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) এয়ারফিল্ডকে পুনরুজ্জীবিত করার জন্য কাজ শুরু করেছে। বিমানবন্দরে বেসামরিক উরান শুরু হবে সরকারের আঞ্চলিক যোগাযোগের প্রকল্পের অধীনে। [৪]
রূপসী বিমানবন্দর | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | পাবলিক | ||||||||||
পরিচালক | ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ | ||||||||||
অবস্থান | কোকরাঝাড়, BTAD, , আসাম, ভারত | ||||||||||
এএমএসএল উচ্চতা | ৪০ মিটার / ১৩১ ফু | ||||||||||
স্থানাঙ্ক | ২৬°০৮′২৮″ উত্তর ০৮৯°৫৪′২৪″ পূর্ব / ২৬.১৪১১১° উত্তর ৮৯.৯০৬৬৭° পূর্ব | ||||||||||
মানচিত্র | |||||||||||
রানওয়ে | |||||||||||
| |||||||||||
ইতিহাস
সম্পাদনাদ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী কর্তৃক অস্ত্রশস্ত্র, জনশক্তি ও গোলাবারুদ সরবরাহের জন্য রূপালী এয়ারফিল্ড নির্মিত হয়েছিল। এটি চীন বার্মা ভারত থিয়েটার মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অন্তর্গত এয়ার ফোর্সের দশম বিমান বাহিনীর দ্বারা ব্যবহৃত হয়। আঞ্চলিক বিমানসংস্থা বায়ুদুত ১৯৮০-এর দশকে বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা চালায় কিন্তু পরিষেবাগুলি প্রত্যাহার করে নেয় এবং ১৯৮৪ সালে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়, যার ফলে রাজ্য সরকার ও কেন্দ্রের বেসামরিক বিমান চলাচল এবং উত্তর পূর্ব পরিষদ (এনইসি)-এর সাথে যুগ্ম উদ্যোগের বিমানবন্দরকে পুনরুজ্জীবিত করতে প্রচেষ্টা করে, কিন্তু তা অসফল হয়। [৫]
বিমানবন্দরটি সমুদ্র পৃষ্ঠ থেকে ১৩১ ফুট (৪০ মিটার) উঁচুতে ৫৫৭ একর (১৮১ হেক্টর) এলাকা জুড়ে গড়ে উঠেছে। এটি একটি প্রশস্ত রানওয়ে যা ০৫/২৩ ভিত্তিতে ৬,০০০ ফুট × ১৫০ ফুট (১,৮২৯ মি × ৪৬ মি) পরিমাপের। [১]
এটিআর ৭২ ধরনের বিমান পরিচালনার জন্য বিমানবন্দরটিকে উপযুক্ত করার জন্য আনুমানিক ৭০ কোটি টাকা খরচ হবে, যার মধ্যে ৩,৫০০ বর্গমিটার টার্মিনাল ভবন রয়েছে। এএআই এবং আইএএফ যৌথভাবে বেসামরিক এবং সামরিক অপারেশন উভয় জন্য বিমানবন্দরের উন্নয়ন ঘটানো হবে। আইএএফ যোদ্ধ বিমানেরপরিচালনা করার জন্য রানওয়েটিকে সম্প্রসারণ করে ১০,০০০ ফুট করার সম্ভাব্যতার মূল্যায়ন করছে। [৪]
বিমান সংস্থা ও গন্তব্য
সম্পাদনাবিমান সংস্থা | গন্তব্যস্থল |
---|---|
ফ্লাইবিগ | গুয়াহাটি, কলকাতা[৬] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Rupsi Airport ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জুলাই ২০১৮ তারিখে at Airports Authority of India
- ↑ গ্রেট সার্কেল ম্যাপার-এ Rupsi, India (ICAO: VERU) সম্পর্কিত বিমানবন্দর তথ্যাদি।
- ↑ টেমপ্লেট:STV
- ↑ ক খ "Work to revive Rupsi airport begins"। The Assam Tribune। ২৩ মে ২০১৮। ৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৮।
- ↑ "Centre nod to reopen Rupshi Airport"। The Telegraph (Calcutta)। ২৭ জানুয়ারি ২০১২। ৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৮।
- ↑ "Air connectivity boost under UDAN! Rupsi Airport in Assam to start operations from Saturday"। www.financialexpress.com। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১।