রূপসীপাড়া ইউনিয়ন

বান্দরবান জেলার অন্তর্গত লামা উপজেলার একটি ইউনিয়ন

রূপসীপাড়া বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত লামা উপজেলার একটি ইউনিয়ন

রূপসীপাড়া
ইউনিয়ন
৬নং রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ
রূপসীপাড়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
রূপসীপাড়া
রূপসীপাড়া
রূপসীপাড়া বাংলাদেশ-এ অবস্থিত
রূপসীপাড়া
রূপসীপাড়া
বাংলাদেশে রূপসীপাড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪৯′৫৫″ উত্তর ৯২°১৯′৫২″ পূর্ব / ২১.৮৩১৯৪° উত্তর ৯২.৩৩১১১° পূর্ব / 21.83194; 92.33111 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
উপজেলালামা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানছাচিং প্রু মার্মা
আয়তন
 • মোট৯০.৬৫ বর্গকিমি (৩৫.০০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১১,৫৬৫
 • জনঘনত্ব১৩০/বর্গকিমি (৩৩০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট২৫.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৬৪১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

রূপসীপাড়া ইউনিয়নের আয়তন ২২,৪০০ একর (৯০.৬৫ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রূপসীপাড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ১১,৫৬৫ জন। এর মধ্যে পুরুষ ৫,৮৭৪ জন এবং মহিলা ৫,৫৯১ জন। মোট পরিবার ২,৪৫৭টি।[১]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

লামা উপজেলার সর্ব-উত্তরে রূপসীপাড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে লামা সদর ইউনিয়ন, পশ্চিমে লামা পৌরসভাফাঁসিয়াখালী ইউনিয়ন, দক্ষিণে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন এবং পূর্বে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নথানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

রূপসীপাড়া ইউনিয়ন লামা উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লামা থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • কলারঝিরি
  • চিংকুমপাড়া
  • দরদরী
  • নয়াপাড়া
  • রূপসীপাড়া
  • শীলের তুয়া
  • নাইক্ষ্যংমুখ

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রূপসীপাড়া ইউনিয়নের সাক্ষরতার হার ২৫.৮%।[১] এ ইউনিয়নে ১ টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[২]
  • রূপসীপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • লামা স্বপ্নকানন বিদ্যাপীঠ
প্রাথমিক বিদ্যালয়
  • কলারঝিরি মংপ্রুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চিংকুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দরদরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দরদরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাতামুহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রূপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শীলের তুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

রূপসীপাড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল লামা-রূপসীপাড়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম জীপগাড়ি।

খাল ও নদী

সম্পাদনা

রূপসীপাড়া ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী

হাট-বাজার

সম্পাদনা

রূপসীপাড়া ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল শীলের তুয়া বাজার, দরদরী আবু মিয়া বাজার, রূপসীপাড়া বাজার এবং নাইক্ষ্যংমুখ বাজার।[৩]

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: ছাচিং প্রু মার্মা[৪]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৯ 
  2. "Schools/Colleges in LAMA - Bangladesh School, College Directory"edu.review.net.bd। ২৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "হাটবাজার - লামা উপজেলা - লামা উপজেলা"lama.bandarban.gov.bd। ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা