রিজেন্ট এয়ারওয়েজ
রিজেন্ট এয়ারওয়েজ ছিল বাংলাদেশের একটি বেসরকারি যাত্রীবাহী বিমান সংস্থা। এই এয়ারলাইন্সের মালিক ছিল এইচজি এভিয়েশন লিঃ, যা হাবিব গ্রুপের একটি অধীনস্থ প্রতিষ্ঠান।[৩] রিজেন্ট এয়ারওয়েজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান পরিচালনা করত।[১][৪] সংস্থাটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় এবং একই বছর ১০ নভেম্বর যাত্রা শুরু করে।[২] এই বিমান সংস্থাটি দুটি বোয়িং ৭৩৭-৭০০ বিমানের মাধ্যমে দেশী এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে থাকত। ২০১৯/২০ সালের দিকে খারাপ আর্থিক অবস্থার কারণে সংস্থাটি তহবিল সংগ্রহ এবং কার্যক্রম পুনরায় শুরু করার জন্য বিনিয়োগকারীদের সন্ধান করে। ২০২০ সালের মার্চে, কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণ দেখিয়ে বিমান সংস্থাটি তার কার্যক্রম স্থগিত করে এবং তারপর থেকে এটি এখন পর্যন্ত কার্যক্রম পুনরায় শুরু করেনি।[৫]
| |||||||
প্রতিষ্ঠাকাল | ২০১০[১] | ||||||
---|---|---|---|---|---|---|---|
কার্যক্রম শুরু | ১০ নভেম্বর ২০১০[২] | ||||||
কার্যক্রম শেষ | মার্চ ২০২০ | ||||||
হাব | শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর[১] | ||||||
বিমানবহরের আকার | ৪ | ||||||
গন্তব্য | ৬ | ||||||
প্রধান কোম্পানি | হাবিব গ্রুপ | ||||||
প্রধান কার্যালয় | সিয়াম টাওয়ার, ১৫ ঢাকা ময়মনশিংহ হাইওয়ে, সেক্টর ৩, উত্তরা, ঢাকা-১২৩০ | ||||||
গুরুত্বপূর্ণ ব্যক্তি | মাশরুফ হাবিব (এমডি) | ||||||
ওয়েবসাইট | www.flyregent.com |
গন্তব্যসমূহ
সম্পাদনারিজেন্ট এয়ারওয়েজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট পাঁচটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক ফ্লাইটের সূচনা হয় ২০১৩ সালের ১৫ জুলাই কুয়ালালামপুর ফ্লাইটের মাধ্যমে।[৬] ৯ অক্টোবর থেকে ব্যাংককে ফ্লাইট পরিচালনার কাজ চলছে।[৭] এছাড়াও ভবিষ্যতে সিঙ্গাপুর এবং হংকংয়ে পরিসেবা চালুরও পরিকল্পনা রয়েছে।[৮] ১৫ জুলাই ২০১৩ পর্যন্ত রিজেন্ট এয়ারওয়েজ নিম্নোক্ত গন্তব্যে যাত্রা করছে-[৪]
সেবা এবং সুযোগসুবিধা সমূহ
সম্পাদনাআসন বিন্যাস
সম্পাদনাবমবার্ডলার ড্যাশ-৮-কিউ৩০০ বিমানটি ৫০টি আসন রয়েছে যার প্রত্যেকটি সুলভ শ্রেণীর ও ২-২ বিন্যাসে সাজানো আছে। প্রত্যেকটি আসনের পিচ ৩২" করে।[৯]
বোয়িং ৭৩৭-৭০০ বিমানটিতে মোট ১২৬ জন যাত্রী ভ্রমণ করতে পারে যার মধ্যে ১২ টি আসন বিজনেস ক্লাসের এবং বাকীগুলি সুলভ শ্রেণীর। বিজনেস ক্লাসের আসনগুলি ২-২ বিন্যাসে সাজানো ও প্রতিটি আসনের পিচ ৪৫" এবং সুলভ শ্রেণীর আসনগুলির বিন্যাস ৩-৩ ও এই আনগুলির পিচ ৩৩"।[৯]
পথিমধ্যে প্রদেয় সুযোগ-সুবিধা
সম্পাদনাঅভ্যন্তরীণ পরিসেবায় সাধারণত যাত্রীদের স্যান্ডউইচ, ভাজা বাদাম, ম্যাংগো বার এবং পানীয় সরবরাহ করা হয়।[১০] দুটি বমবার্ডলার ড্যাশ-৮-কিউ৩০০ বিমানে এধরনের সেবা দেওয়া হলেও যাত্রীদের বিনোদনের কোন ব্যবস্থা নেই।[১০]
আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের সরবরাহকৃত খাবার পরিবেশন করা হয় যার মধ্যে দেশীয় এবং আন্তর্জাতিক স্বাদের খাবার থাকে।[১০]
বিমান বহর
সম্পাদনাআগস্ট ২০১৩ পর্যন্ত নিম্নোক্ত বিমানগুলো বহরে যুক্ত আছে-
বিমান | সেবায় নিযুক্ত | অর্ডার | যাত্রী | নোট | ||
---|---|---|---|---|---|---|
বি | সু | Total | ||||
বম্বার্ডিয়ার ড্যাশ-৮-কিউ৩০০ | ২ | — | — | ৫০ | ৫০ | |
বোয়িং ৭৩৭-৮০০ | ২ | — | ১২ | ১১৪ | ১২৬ | দুটি বিমানই ৬ বছরের লিজ নেওয়া[১১] |
মোট | ৪ | ০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "Regent Airways Fleet Details and History"। Planespotters.net। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১২।
- ↑ ক খ "Regent Airways hits skies"। The Daily Star। ৭ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১২।
- ↑ "About Us"। Regent Airways। ৯ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৩।
- ↑ ক খ "Regent Airways Route Map"। Regent Airways। ৭ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৩।
- ↑ "ফ্লাইট অপারেশন স্থগিতের ব্যাখ্যা দিল রিজেন্ট এয়ারওয়েজ"। দৈনিক যুগান্তর। ২৩ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "Bangladesh's Regent Airways starts flights from KLIA"। The Sun। ১৫ জুলাই ২০১৩। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৩।
- ↑ "Launching Bangkok Flights"। Regent Airways। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Regent Airways to connect Malaysia"। The Daily Star। ৫ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৩।
- ↑ ক খ "In-flight Seating"। Regent Airways। ২৬ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৩।
- ↑ ক খ গ "In-flight Service"। Regent Airways। ২৬ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৩।
- ↑ "Regent looks overseas with two Boeing aircraft"। The Daily Star। ৮ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৩।