রাজ্য সড়ক ৮ (পশ্চিমবঙ্গ)

৮ নং রাজ্য সড়ক হল ভারতের পশ্চিমবঙ্গের একটি রাজ্য সড়ক। এই রাজ্য সড়কটির দ্বারা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমাননদিয়ার বিভিন্ন শহর যুক্ত হয়েছে।

৮ নং রাজ্য সড়ক
রাজ্য সড়ক ৮
পথের তথ্য
দৈর্ঘ্য২৯২ কিমি (১৮১ মা)
প্রধান সংযোগস্থল
থেকে:সাঁওতালডিহি
প্রধান সংযোগস্থলরাজ্য সড়ক ৫ - রঘুনাথপুর
রাজ্য সড়ক ৯ বাঁকুড়া থেকে বেলিয়াতোড়
রাজ্য সড়ক ৭ চক পুরোহিত থেকে মির্জাপুর
রাজ্য সড়ক ৬ নাদনঘাট মোড় থেকে হেমাতপুর মোড়
জাতীয় সড়ক ১২ কৃষ্ণনগর
রাজ্য সড়ক ৩ কৃষ্ণনগর
পর্যন্ত:মাঝদিয়া
অবস্থান
জেলাসমূহপুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া
মহাসড়ক ব্যবস্থা
পশ্চিমবঙ্গের রাজ্য সড়ক

সড়কপথ সম্পাদনা

৮ নং রাজ্য সড়ক সাঁওতালডিহি থেকে শুরু হয়ে চেলিয়ামা, রঘুনাথপুর, শান্তিপুর, শালতোড়া, ছাতনা, বাঁকুড়া, বেলিয়াতোড়, সোনামুখী, পাত্রসায়ের, খণ্ডঘোষ, মির্জাপুর, কুড়মুন, কুসুমগ্রাম, নাদনগ্রাম, কৃষ্ণনগর, কৃষ্ণগঞ্জ হয়ে মাঝদিয়া পর্যন্ত সংযুক্ত। ৮ নং রাজ্য সড়কের মত দৈর্ঘ্য ২৯২ কিমি।[১]

রাজ্য সড়কটির বিভিন্ন জেলার মধ্যে দিয়ে অতিক্রান্ত পথ:[২] পুরুলিয়া জেলা (০ – ৫৮ কিমি)
বাঁকুড়া জেলা (৫৮ – ১৭০ কিমি)
পূর্ব বর্ধমান জেলা (১৭০ – ১৯৬ কিমি)
নদিয়া জেলা (১৯৬ – ২৯২ কিমি)

সড়কের বিভাগ সম্পাদনা

নিম্নলিখিত তথ্যছকে সড়কটির বিভিন্ন অংশকে বিভিন্ন বিভাগে বিভক্ত করে দেখানো হলো।[৩][৪][৫][৬]

সড়কের অংশ জেলা সমষ্টি উন্নয়ন ব্লক দৈর্ঘ্য (কিমি)
সাঁওতালডিহি-রঘুনাথপুর পুরুলিয়া পারা, রঘুনাথপুর ১, রঘুনাথপুর ২ ২৮
রঘুনাথপুর-শালতোড়া পুরুলিয়া, বাঁকুড়া সানতুরি, শালতোড়া ৩০
শালতোড়া-বাঁকুড়া বাঁকুড়া ছাতনা, বাঁকুড়া ২ ৪৬
বাঁকুড়া-বেলিয়াতোড় বাঁকুড়া বড়জোড়া ২২
বেলিয়াতোড়-সোনামুখী-পাত্রসায়ের-রসুলপুর বাঁকুড়া সোনামুখী, পাত্রসায়ের ৪৪
রসুলপুর-খণ্ডঘোষ-চক পুরোহিত বাঁকুড়া, পূর্ব বর্ধমান ইন্দাস, খণ্ডঘোষ ২৬
চক পুরোহিত-মির্জাপুর (৭ নং রাজ্য সড়ক হয়ে) পূর্ব বর্ধমান বর্ধমান ১, বর্ধমান ২
মির্জাপুর-কুসুমগ্রাম সমুদ্রগড় পূর্ব বর্ধমান, নদিয়া মন্তেশ্বর, কালনা ১
গৌরাঙ্গ সেতু নদিয়া নবদ্বীপ ৬০
গৌরাঙ্গ সেতু-কৃষ্ণনগর নদিয়া কৃষ্ণনগর ১
কৃষ্ণনগর-মাঝদিয়া নদিয়া কৃষ্ণগঞ্জ ২৮

তথ্যসূত্র সম্পাদনা

  1. "List of State Highways in West Bengal"। West Bengal Traffic Police। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬ 
  2. "Road - Highway"। Public Works Department, Government of West Bengal। ১২ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৬ 
  3. "Purulia Tehsil/ CD Block map"। Maps of India। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬ 
  4. "Bankura Tehsil/ CD Block Map"। Maps of India। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬ 
  5. "Bardhaman Tehsil/ CD Block Map"। Maps of India। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬ 
  6. "Nadia Tehsil/ CD Block"। Maps of India। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬