রাজ্য সড়ক ৯ (পশ্চিমবঙ্গ)

পশ্চিমবঙ্গের সড়ক

৯ নং রাজ্য সড়ক হল ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের একটি রাজ্য সড়ক।এই রাজ্য সড়কটির দ্বারা দুর্গাপুর শহর রাজ্যের ওড়িশা সীমান্তের শহর নয়াগ্রাম-এর সঙ্গে যুক্ত হয়েছে।

পথের তথ্য
দৈর্ঘ্য২৫১ কিমি (১৫৬ মা)
প্রধান সংযোগস্থল
উত্তর প্রান্ত:দুর্গাপুর
প্রধান সংযোগস্থলSH 8 from Beliatore to Bankura
NH 14 from Bikna to Gobindapur
SH 4 from Raipur Bazar to Pirolgari morh
SH 2 at Baralaksmanpur
SH 5 from Silda to Narayanpur
এন.এইচ ৪৯ চিচরা থেকে ফেকুহাট
দক্ষিণ প্রান্ত:নয়াগ্রাম
অবস্থান
জেলাসমূহপশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলা
মহাসড়ক ব্যবস্থা
পশ্চিমবঙ্গের রাজ্য সড়ক

রুট সম্পাদনা

রাজ্য সড়ক ৯ দুর্গাপুর থেকে শুরু হয়েছে।এপর এটি গেছে বড়জোরা, বেলিয়াটোরি, বিকনা, বাঁকুড়া, টালডাঙা, শিমলাপাল, রাইপুর বাজার, ফুলকুষ্মা, সিলদা, গিধনি, চিলকিগড়, গোপিবল্লভপুর, ছাতিনাশোল হয়ে নয়াগ্রাম পর্যন্ত।[১]

৯ নং রাজ্য সড়কের মোট দৈর্ঘ্য হল -২৫১ কিমি।.[২]

জেলা গুলিতের রাজ্য সড়ক ৯ -এর দৈর্ঘ্য:[৩]
পশ্চিম বর্ধমান জেলা: ০- ৭ কিমি।
বাঁকুড়া জেলা: ৭- ৮৯ কিমি
পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা: ৮৯- ২৫১ কিমি

সড়কের বিভাগসমূহ সম্পাদনা

সড়কের বিভাগসমূহ নীচে ছক আকারে প্রকাশ করা হল:.[২][৪][৫][৬]

সড়ক খন্ড জেলা ব্লক দৈর্ঘ্য (কিমি)
মুচিপাড়া এনএইচ ১৯-দুর্গাপুর ব্যারাজ পশ্চিম বর্ধমান জেলা
দূর্গাপুর ব্যারাজ -বাঁকুড়া বাঁকুড়া জেলা বড়জোড়া, বাঁকুড়া ২ ৪২
বাঁকুড়া-তালডাংরা-সিমলাপাল বাঁকুড়া জেলা বাঁকুড়া ১, ওন্দা, তালডাংরা, সিমলাপাল ৪০
সিমলাপাল-কৃষ্ণপুর-রাইপুর-ফুলকুষ্মা-বেনগরিয়া বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলা সারেঙ্গা, রাইপুর ৩৭
বেনগরিয়া-সিলদা ঝাড়গ্রাম জেলা বিনপুর ২
সিলদা-নারায়ণপুর (পথটি এসএইচ ৫ এর সাথে ভাগ করে ব্যবহৃত হয়) ঝাড়গ্রাম জেলা বিনপুর ২
নারায়ণপুর-ধরসা-ফেকোহাট ঝাড়গ্রাম জেলা জামবনি ৩৪
ফেকোহাট-নয়াগ্রাম ঝাড়গ্রাম জেলা গোপীবল্লভপুর ১, গোপীবল্লভপুর ২, নয়াগ্রাম ৫৪

তথ্যসূত্র সম্পাদনা

  1. Google maps
  2. "List of State Highways in West Bengal"। West Bengal Traffic Police। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬ 
  3. "Road - Highway"। Public Works Department, Government of West Bengal। ১২ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৬ 
  4. "Bardhaman Tehsil/ CD Block Map"। Maps of India। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬ 
  5. "Bankura Tehsil/ CD Block Map"। Maps of India। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬ 
  6. "Paschim Medinipur Tehsil/ CD Block"। Maps of India। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬