রাজশাহী-১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
(রাজশাহী-১ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা) থেকে পুনর্নির্দেশিত)
রাজশাহী-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি রাজশাহী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৫২নং আসন।
রাজশাহী-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | রাজশাহী জেলা |
বিভাগ | রাজশাহী বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← নওগাঁ-৬ |
সীমানা
সম্পাদনারাজশাহী-১ আসনটি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা ও তানোর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে ওমর ফারুক চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: রাজশাহী-১[৮][৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | ওমর ফারুক চৌধুরী | ১,৪৬,৭৮৬ | ৫৩.১ | +১৫.০ | ||
বিএনপি | আমিনুল হক | ১,২৯,৪৫০ | ৪৬.৮ | -১২.৩ | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | সালাউদ্দিন বিশ্বাস | ৩৬৬ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৭,৩৩৬ | ৬.৩ | -১৪.৭ | |||
ভোটার উপস্থিতি | ২,৭৬,৬০২ | ৯৩.০ | +৪.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: রাজশাহী-১[১০] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | আমিনুল হক | ১,৩০,৬৩১ | ৫৯.১ | +১১.৪ | |
আওয়ামী লীগ | ওমর ফারুক চৌধুরী | ৮৪,১৮৫ | ৩৮.১ | +৬.৯ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মো: জালাল উদ্দিন | ৫,০২২ | ২.৩ | প্র/না | |
ওয়ার্কার্স পার্টি | রফিকুল ইসলাম | ৯১৫ | ০.৪ | প্র/না | |
স্বতন্ত্র | আমিনুল ইসলাম | ২৯৮ | ০.১ | প্র/না | |
জাতীয় পার্টি | আনোয়ার ইকবাল বাদল | ৮৮ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪৬,৪৪৬ | ২১.০ | +৪.৫ | ||
ভোটার উপস্থিতি | ২,২১,১৩৯ | ৮৮.৬ | +১.৫ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: রাজশাহী-১[১০] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | আমিনুল হক | ৮৩,৯৯৪ | ৪৭.৭ | +৪.৮ | |
আওয়ামী লীগ | মো: আলাল উদ্দিন | ৫৫,০০৩ | ৩১.২ | +১.৫ | |
জামায়াতে ইসলামী | মুজিবুর রহমান | ২৮,৪৫৩ | ১৬.২ | -৮.৮ | |
জাতীয় পার্টি | রাবেয়া ভুইয়া | ৬,৯১৫ | ৩.৯ | +২.৪ | |
জাসদ (রব) | মজিবুর | ৬৩১ | ০.৪ | প্র/না | |
স্বতন্ত্র | এম এম সাজেদুল নবী | ৪৪৮ | ০.৩ | প্র/না | |
গণফোরাম | ভোলানাথ মাঝি | ২৭৬ | ০.২ | প্র/না | |
জাসদ | আব্দুল ওহাব | ২৭০ | ০.২ | প্র/না | |
ঐক্য প্রক্রিয়া | মো: আব্দুস সালাম | ১১২ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৮,৯৯১ | ১৬.৫ | +৩.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৭৬,১০২ | ৮৭.১ | +১২.৮ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ১৯৯১: রাজশাহী-১[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আমিনুল হক | ৬১,৯৭৫ | ৪২.৯ | |||
আওয়ামী লীগ | মো: মহসিন | ৪২,৮৯৭ | ২৯.৭ | |||
জামায়াতে ইসলামী | মুজিবুর রহমান | ৩৬,০৫৮ | ২৫.০ | |||
জাতীয় পার্টি | দুরুল হুদা | ২,১০৮ | ১.৫ | |||
স্বতন্ত্র | মো: লূৎফর রহমান | ১,৩৪৪ | ০.৯ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৯,০৭৮ | ১৩.২ | ||||
ভোটার উপস্থিতি | ১,৪৪,৩৮২ | ৭৪.৩ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রাজশাহী-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে রাজশাহী-১