রহনপুর কমিউটার

বাংলাদেশের রেলওয়ে পরিসেবা

রহনপুর কমিউটার (ট্রেন নাম্বার-৫৭/৭৭) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি কমিউটার ট্রেন। ট্রেনটি যাত্রাপথে পাবনা জেলা, নাটোর জেলা, রাজশাহী জেলাচাঁপাইনবাবগঞ্জ জেলাকে সংযুক্ত করেছে। রহনপুর কমিউটার ট্রেনটি রাজশাহী কমিউটার ট্রেনের সাথে এক‌ই রেক বিনিময় করে চলাচল করে।

রহনপুর কমিউটার
রাজশাহী রেলওয়ে স্টেশনে রহনপুর কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার ট্রেন
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরু
শেষ
পরিষেবার হার৬ দিন (মঙ্গলবার বন্ধ)
রেল নং৫৭/৭৭
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
রেক ভাগকরণরাজশাহী কমিউটার

নামকরণ

সম্পাদনা

৫৭/৫৮/৭৭/৭৮ নং ট্রেন ১০ই জানুয়ারি ২০২০ সালের পূর্বে রাজশাহী কমিউটার নামে চলাচল করতো। এরপর ট্রেনটিকে তিনটি ভিন্ন নাম দেওয়া হয়।

ট্রেনের রেকটি প্রথমে ৫৭ নং রহনপুর কমিউটার নামে ঈশ্বরদী থেকে রহনপুর যায়, ৭৮ নং রাজশাহী কমিউটার নামে আবার রহনপুর থেকে রাজশাহী আসে এবং ৭৭ নং কোডে আবার রহনপুর কমিউটার নামে রাজশাহী থেকে রহনপুর যায়, আবার ৫৮ নং ঈশ্বরদী কমিউটার নামে রহনপুর থেকে ঈশ্বরদী রুটে চলাচল করে রেকটি পুনরায় ঈশ্বরদীতে ফিরে আসে।

স্টেশন তালিকা

সম্পাদনা

রহনপুর কমিউটার (৫৭/৭৭) যাত্রাপথে যেসকল রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে নিম্নে তা উল্লেখ করা হলো:

৫৭ নং (ঈশ্বরদী-রহনপুর) -

  1. আজিমনগর রেলওয়ে স্টেশন
  2. আব্দুলপুর রেলওয়ে স্টেশন
  3. লোকমানপুর রেলওয়ে স্টেশন
  4. আড়ানী রেলওয়ে স্টেশন
  5. সরদহ রেলওয়ে স্টেশন
  6. রাজশাহী রেলওয়ে স্টেশন
  7. রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশন
  8. কাকনহাট রেলওয়ে স্টেশন
  9. ললিতনগর রেলওয়ে স্টেশন
  10. আমনুরা জংশন রেলওয়ে স্টেশন
  11. নাচোল রেলওয়ে স্টেশন


এবং, ৭৭ নং (রাজশাহী-রহনপুর) -

  1. কাকনহাট রেলওয়ে স্টেশন
  2. ললিতনগর রেলওয়ে স্টেশন
  3. আমনুরা জংশন রেলওয়ে স্টেশন
  4. নাচোল রেলওয়ে স্টেশন

সময়সূচি

সম্পাদনা

রহনপুর কমিউটার ট্রেনের সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো: (বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচি অনুযায়ী)

  • ৫৭ নং রহনপুর কমিউটার = ঈশ্বরদী থেকে ছাড়ে সকাল ৭টায়, রহনপুর পৌঁছায় সকাল ১১টা ১০ মিনিটে।
  • ৭৭ নং রহনপুর কমিউটার = রাজশাহী থেকে ছাড়ে বিকাল ৩টায়, রহনপুর পৌঁছায় বিকাল ৪টা ৩০ মিনিটে।
  • ৫৮/৭৮ নং ট্রেন হচ্ছে রাজশাহী/ঈশ্বরদী কমিউটার[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রাজশাহী-ট্রেনের-সময়সূচী"www.railway.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৪