যুগান্তর দল
ভারতীয় স্বাধীনতা জন্য বাংলায় গোপন বিপ্লবী গোষ্ঠী
যুগান্তর দল ছিল একটি গুপ্ত বিপ্লববাদী সংস্থা। চরম পন্থার মাধ্যমে ইংরেজদের থেকে দেশের স্বাধীনতা অর্জন করাই ছিল এই সংগঠনের প্রধান লক্ষ্য। অনুশীলন সমিতির সাথে মতভেদের কারণে ১৯০৬ খ্রিস্টাব্দে 'যুগান্তর' এর জন্ম। এর নেতৃত্বে ছিলেন অরবিন্দ ঘোষ, বারীন্দ্রকুমার ঘোষ, উল্লাসকর দত্ত প্রমুখ। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী এই দলের সদস্য ছিলেন।
উল্লেখযোগ্য সদস্যবৃন্দ
সম্পাদনা- অরবিন্দ ঘোষ (১৮৭২-১৯৫০)
- বারীন্দ্রকুমার ঘোষ
- সুবোধ চন্দ্র মল্লিক
- ক্ষুদিরাম বসু
- প্রফুল্ল চাকী
- মোহিতমোহন মৈত্র
- বাঘা যতীন ওরফে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (১৮৭৯-১৯১৫)
- অমরেন্দ্র চ্যাটার্জি (১৮৮০-১৯৫৭)
- অম্বিকা চক্রবর্তী (১৮৯১-১৯৬২)
- অরুণ চন্দ্র গুহ (জন্ম ১৮৯২)
- বসন্তকুমার বিশ্বাস (১৮৯৫-১৯১৫)
- বিপিনবিহারী গঙ্গোপাধ্যায় (১৮৮৭-১৯৫৪)
- ভূপেন্দ্র কুমার দত্ত (১৮৯৪-১৯৭৯)
- সুশীল দাশগুপ্ত (১৯০৬-১৯৪৭)
- দীনেশচন্দ্র মজুমদার (১৯০৭-১৯৩৪)
- সত্যেন্দ্র নাথ ঘোষাল (১৯০৮ - ১৯৮০)
- গণেশ ঘোষ (জন্ম ১৯০০)
- যাদুগোপাল মুখোপাধ্যায় (১৮৬৬-১৯৮৬)
- জীবনলাল চট্টোপাধ্যায় (১৮৮৯-১৯৭০)
- যতীশ চন্দ্র ঘোষ (১৮৮৭-১৯৭০)
- নরেন্দ্র চন্দ্র ঘোষ (১৪ এপ্রিল, ১৯১২ - ৪ আগস্ট ১৯৯৪)
- কল্পনা দত্ত যোশী (১৯১৩-১৯৯৫)
- মনোরঞ্জন গুপ্ত (জন্ম ১৮৯০)
- প্রীতিলতা ওয়াদ্দেদার (১৯১১-১৯৩২)
- তারকনাথ দাস (১৮৮৪-১৯৫৮)
- তারকেশ্বর দস্তিদার
- পূর্ণচন্দ্র দাস (১৮৯৯-১৯৫৬)
- সন্তোষ কুমার মিত্র (১৯০১-১৯৩১)
- সত্যেন্দ্র চন্দ্র মিত্র (১৮৮৮-১৯৪২)
- বিনোদবিহারী চৌধুরী (১৯১১-২০১৩)
- শান্তি ঘোষ দাশ (জন্ম ১৯১৬)
- সুনীতি চৌধুরী ঘোষ (জন্ম ১৯১৭)
- সুরেন্দ্রমোহন ঘোষ ওরফে মধু ঘোষ (১৮৯৩-১৯৭৬)
- উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (১৮৭৯-১৯৫০)
- উল্লাসকর দত্ত
- দেবব্রত বসু, পরবর্তীতে স্বামী প্রজ্ঞানন্দ
- সতীশচন্দ্র মুখোপাধ্যায় স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |