মোহাম্মাদ আসিফ

পাকিস্তানী ক্রিকেটার
(মোহাম্মদ আসিফ থেকে পুনর্নির্দেশিত)

মোহাম্মাদ আসিফ (Urdu: محمد آصف, জন্ম: ২০ ডিসেম্বর ১৯৮২) হলেন একজন পাকিস্তানি ক্রিকেটার; যিনি মূলত ডানহাতিট ফাস্ট মিডিয়াম বোলার হিসেবে পরিচিত। আসিফ শিখুপুরায় জন্মগ্রহণ করেন এবং প্রথম শ্রেণীর ক্রিকেট খান রিসার্চ ল্যাব, দ্যা ন্যাশনাল ব্যাংক, কোয়েটা, শিখুপুরা, শিয়ালকোট এবং লিসেস্টারসেয়ার দলের হয়ে খেলে থাকেন। তিনি ২০০৫ সালের জানুয়ারীতে পাকিস্তান ক্রিকেট দল হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অাগমন করেন।

মোহাম্মাদ আসিফ
محمد آصف
আসিফ ২০০৬ সালে পাকিস্তানের হয়ে খেলছেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মাদ আসিফ
জন্ম (1982-12-21) ২১ ডিসেম্বর ১৯৮২ (বয়স ৪১)
শিখুপুরা, পাঞ্জাব, পাকিস্তান
উচ্চতা১.৯৩ মিটার (৬ ফুট ৪ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনবাহাতি
বোলিংয়ের ধরনডানা ফাস্ট মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৮৪)
৩ জানুয়ারী ২০০৫ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট২৬ আগস্ট August ২০১০ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৫৪)
২১ ডিসেম্বর ২০০৫ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই২১ জুন ২০১০ বনাম বাংলাদেশ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওয়ানডে টি২০আই
ম্যাচ সংখ্যা ২২ ৩৮ ১১
রানের সংখ্যা ১৪০ ৩৪
ব্যাটিং গড় ৬.৫৫ ৩.৭৭ ৭.৩৮
১০০/৫০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ২৯ ৫*
বল করেছে ৪,৯৯৭ ১,৯৪১ ২৫৭
উইকেট ১০৫ ৪৬ ১৩
বোলিং গড় ২৩.১৮ ৩৩.১৩ ২৬.৩৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/৪১ ৩/২৮ ৪/১৮
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/– ৫/– ৩/–
উৎস: Cricinfo, 21 August 2010

২০১০ সালের ২০ জুলাই, আসিফ টেস্ট বোলার হিসেবে ডেল স্টেইন এর পরে টেস্ট র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।[১]

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

ঘরোয়া ক্রিকেটে অসাধারণ নৌপূন্যের সুবাদে আসিফ ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত হন। উক্ত টেস্টে তিনি ১৮ ওভার বল করে কোন উইকেট লাভ করতে পারেননি এবং অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়লাভ করে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Asif moves to second place in ICC Test rankings"। Dawn। ২২ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১০ 

বহিঃসংযোগ সম্পাদনা