মেরিনা জাহান কবিতা
মেরিনা জাহান কবিতা বাংলাদেশের শিক্ষাবিদ ও রাজনীতিবিদ যিনি সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২]
প্রফেসর মেরিনা জাহান কবিতা | |
---|---|
সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২ নভেম্বর ২০২১ | |
পূর্বসূরী | হাসিবুর রহমান স্বপন |
ব্যক্তিগত বিবরণ | |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
সম্পর্ক | চয়ন ইসলাম (ভাই) আবদুল খালেক (চাচা) |
পিতামাতা | মযহারুল ইসলাম |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
প্রাথমিক ও পারিবারিক জীবন
সম্পাদনামেরিনা জাহান কবিতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মযহারুল ইসলামের কন্যা। তার চাচা আব্দুল খালেক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। তার ভাই চয়ন ইসলাম তৎকালীন সিরাজগঞ্জ-৭ ও সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
কর্মজীবন
সম্পাদনামেরিনা জাহান কবিতা ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করেন। তিনি ফেব্রুয়ারি ২০০৯ থেকে ডিসেম্বর ২০১২ পর্যন্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনামেরিনা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। ২ সেপ্টেম্বর ২০২১ সালে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন মৃত্যুবরণ করলে শূন্য আসনের উপনির্বাচনে ২ নভেম্বর ২০২১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "সিরাজগঞ্জ-৬ আসনে নৌকা ১১০৫৮১, লাঙল ৫৩৫!"। দৈনিক কালের কণ্ঠ। ২ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২১।
- ↑ ক খ "শপথ নিলেন সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা"। এনটিভি। ১১ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২১।