চয়ন ইসলাম
চয়ন ইসলাম (জন্ম: ১৬ নভেম্বর ১৯৬১) বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রাজনীতিবিদ যিনি সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য।[২][২][৩] তিনি ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মাধ্যমে জাতীয় সংসদ বিলুপ্তের মাধ্যমে সংসদ সদস্য পদ হারান।[১]
চয়ন ইসলাম | |
---|---|
সিরাজগঞ্জ-৭ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৯৮ – ২০০১ | |
সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৯ ডিসেম্বর ২০০৮ – ৫ জানুয়ারি ২০১৪ | |
কাজের মেয়াদ ৭ জানুয়ারী ২০২৪ – ৬ আগস্ট ২০২৪[১] | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৬ নভেম্বর ১৯৬১ নবীপুর গ্রাম, শাহজাদপুর, সিরাজগঞ্জ, পূর্ব পাকিস্তান। (বর্তমান বাংলাদেশ) |
নাগরিকত্ব | পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | লিলি ইসলাম, জোছনা খানম |
সম্পর্ক | মেরিনা জাহান কবিতা (বোন) আবদুল খালেক (চাচা) |
পিতামাতা | মযহারুল ইসলাম |
শিক্ষা | সংগীতে ডিপ্লোমা |
প্রাক্তন শিক্ষার্থী | রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় |
জীবিকা | শিল্পপতি ও রাজনীতিবিদ |
প্রাথমিক জীবন
সম্পাদনাচয়ন ইসলাম ১৬ নভেম্বর ১৯৬১ সালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[৪] তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়াকরেছেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনাচয়ন ইসলাম ১৯৭৭ সালে শাহজাদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হন।[৫][৬] ১৯৯৮ সালে হাসিবুর রহমান স্বপন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করায় সিরাজগঞ্জ-৭ আসনটি শূন্য হয় তখন তিনি ১৯৯৮ সালের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।[৭]
এরপর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[৮][৯]
তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[১০][১১][১২]
পারিবারিক জীবন
সম্পাদনাচয়ন ইসলামের পিতা মযহারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মযহারুল আওয়ামী লীগের রাজনীতি করতেন। তার চাচা আব্দুল খালেক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। বোন মেরিনা জাহান কবিতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য যিনি সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।
তার প্রথম স্ত্রী লিলি ইসলাম সংগীতশিল্পী। লিলি শান্তি নিকেতনের শিক্ষার্থী ছিলেন। রবীন্দ্র সংগীতে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেছেন লিলি।[১৩] শান্ত মারিয়ম ইউনিভারসিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক লিলি ইসলাম। দ্বিতীয় স্ত্রী জোছনা খানম।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির"। দৈনিক কালের কণ্ঠ। ২০২৪-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৪।
- ↑ ক খ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৪।
- ↑ "Constituency 67"। www.parliament.gov.bd। ২০১৯-১০-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৪।
- ↑ "যুবলীগের কাউন্সিলের আহ্বায়ক চয়ন ইসলাম"। ঢাকা ট্রিবিউন Bangla। ২০১৯-১০-২০। ২০১৯-১১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৪।
- ↑ "সিরাজগঞ্জে আলোচনায় চয়ন ইসলাম | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৪।
- ↑ "সিরাজগঞ্জ-৬ আসন : ধরে রাখতে চায় আ.লীগ , উদ্ধারে মরিয়া বিএনপি"। www.bhorerkagoj.com। ২০২১-০১-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৪।
- ↑ "চয়ন ইসলাম"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৪।
- ↑ "যুবলীগ কংগ্রেস কমিটির আহ্বায়ক কে এই চয়ন ইসলাম? | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৪।
- ↑ "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"। বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "জাতীয় সংসদ বিলুপ্ত"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪।
- ↑ "শেখ মারুফ কেন গণভবনে যেতে পারে না? | Purboposhchimbd"। Purboposchim। ২০১৯-১১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৪।