মাহবুবুর রহমান সুফিল

বাংলাদেশী ফুটবল খেলোয়াড়

মাহবুবুর রহমান সুফিল (জন্ম: ১০ আগস্ট ১৯৯৯; মাহবুবুর রহমান নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ঢাকা মোহামেডান এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

মাহবুবুর রহমান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাহবুবুর রহমান সুফিল
জন্ম (1999-08-10) ১০ আগস্ট ১৯৯৯ (বয়স ২৫)
জন্ম স্থান মৌলভীবাজার, বাংলাদেশ
উচ্চতা ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ঢাকা মোহামেডান
জার্সি নম্বর ৩৯
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭–২০১৮ আরামবাগ ২১ (২)
২০১৯–২০২২ বসুন্ধরা কিংস ৫২ (১)
২০২২– ঢাকা মোহামেডান (০)
জাতীয় দল
২০১৭ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ (৪)
২০১৮– বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ১০ (২)
২০১৮– বাংলাদেশ ৩১ (৫)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:৩৮, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:৩৮, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৭–১৮ মৌসুমে, বাংলাদেশী ক্লাব আরামবাগের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছেন; আরামবাগের হয়ে তিনি ২১ ম্যাচে ২টি গোল করেছেন। পরবর্তীকালে, তিনি বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন। ২০২২–২৩ মৌসুমে, তিনি বসুন্ধরা কিংস হতে বাংলাদেশী ক্লাব ঢাকা মোহামেডানে যোগদান করেছেন।

২০১৭ সালে, সুফিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ১ বছর যাবত বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩১ ম্যাচে ৫টি গোল করেছেন।

দলগতভাবে, সুফিল এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো বসুন্ধরা কিংসের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

মাহবুবুর রহমান সুফিল ১৯৯৯ সালের ১০ই আগস্ট তারিখে বাংলাদেশের মৌলভীবাজারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

সুফিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ১৮ ম্যাচে অংশগ্রহণ করে ৬টি গোল করেছেন। তিনি ২০১৭ সালের ১৮ই সেপ্টেম্বর তারিখে ২০১৭ সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৮ দলের বিরুদ্ধে বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।

২০১৮ সালের ২৭শে মার্চ তারিখে, মাত্র ১৮ বছর ৭ মাস ১৮ দিন বয়সে, সুফিল লাওসের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৭৩তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় তৌহিদুল আলম সবুজের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেন; ম্যাচে তিনি ১২ নম্বর জার্সি পরিধান করে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছিল।[] বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে সুফিল সর্বমোট ৬ ম্যাচে ২টি গোল করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের মাত্র ১৯ মিনিট পর বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি করেন; লাওসের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
৯ আগস্ট ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
বাংলাদেশ ২০১৮
২০১৯
২০২০
২০২১ ১০
২০২২
সর্বমোট ৩১

আন্তর্জাতিক গোল

সম্পাদনা
অনূর্ধ্ব-২০
গোল তারিখ মাঠ প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা সূত্র
১৮ সেপ্টেম্বর ২০১৭ চাংলিমিথাং স্টেডিয়াম, থিম্পু, ভুটান   ভারত অনূর্ধ্ব-২০ –৩ ৪–৩ ২০১৭ সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ []
২ নভেম্বর ২০১৭ পামির স্টেডিয়াম, দুশান্‌বে, তাজিকিস্তান   মালদ্বীপ অনূর্ধ্ব-২০ –০ ১–০ ২০১৮ এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব []
৮ নভেম্বর ২০১৭ হিসোর কেন্দ্রীয় স্টেডিয়াম, হিসোর, তাজিকিস্তান   শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২০ –০ ৪–০ []
–০
অনূর্ধ্ব-২৩
গোল তারিখ মাঠ প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা সূত্র
১৬ আগস্ট ২০১৮ পাকানসারি স্টেডিয়াম, চিবিনং, ইন্দোনেশিয়া   থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ –০ ১–১ ২০১৮ এশিয়ান গেমস []
৫ ডিসেম্বর ২০১৮ দশরথ রঙ্গশালা, কাঠমান্ডু, নেপাল   শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ –০ ১–০ ২০১৯ দক্ষিণ এশীয় গেমস []
জাতীয়
গোল তারিখ মাঠ প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা সূত্র
২৩ মার্চ ২০১৮ লাওস জাতীয় স্টেডিয়াম, ভিয়েনতিয়েন, লাওস   লাওস –২ ২–২ প্রীতি ম্যাচ [][]
৪ সেপ্টেম্বর ২০১৮ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা, বাংলাদেশ   ভুটান –০ ২–০ ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপ []
১৩ নভেম্বর ২০২০     নেপাল –০ ২–০ প্রীতি ম্যাচ [১০][১১]
২৯ মার্চ ২০২১ দশরথ রঙ্গশালা, কাঠমান্ডু, নেপাল –২ ১–২ [১২]
৯ জুলাই ২০২১ দোলেন অমুরজাকভ স্টেডিয়াম, বিশকেক, কিরগিজস্তান   কিরগিজস্তান –১ ৪–১ [১৩][১৪][১৫]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bangladesh hold Laos 2-2" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ২৭ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১ 
  2. "Bangladesh beats India with 4:3"bhutanfootball (ইংরেজি ভাষায়)। ১৮ সেপ্টেম্বর ২০১৭। ৬ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১ 
  3. "AFC U-19 CHAMPIONSHIP 2018"এশিয়ান ফুটবল কনফেডারেশন (ইংরেজি ভাষায়)। ২ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১ 
  4. "AFC U-19 CHAMPIONSHIP 2018"এশিয়ান ফুটবল কনফেডারেশন (ইংরেজি ভাষায়)। ৮ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১ 
  5. "থাইল্যান্ড বনাম বাংলাদেশ"এশিয়ান গেমস (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০১৮। ১১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১ 
  6. "Bangladesh U23 - Sri Lanka U23"flashscore (ইংরেজি ভাষায়)। ৫ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১ 
  7. "Laos vs. Bangladesh - March 27, 2018"ইএসপিএন (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০১৮। 
  8. "International friendlies • Regular"ইউরোস্পোর্ট (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১ 
  9. "Hosts brush Bhutan aside" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১ 
  10. "Bangladesh vs. Nepal - November 13, 2020"ইএসপিএন (ইংরেজি ভাষায়)। ১৩ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১ 
  11. "International friendlies • Regular"ইউরোস্পোর্ট (ইংরেজি ভাষায়)। ১৩ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১ 
  12. "Nepal vs. Bangladesh - March 29, 2021"ইএসপিএন (ইংরেজি ভাষায়)। ২৯ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১ 
  13. Strack-Zimmermann, Benjamin (৭ সেপ্টেম্বর ২০২১)। "Kyrgyzstan vs. Bangladesh"National Football Teams। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ 
  14. "Kyrgyzstan - Bangladesh 4:1 (Friendlies 2021, September)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ 
  15. "Kyrgyzstan - Bangladesh, Sep 7, 2021 - International Friendlies - Match sheet"Transfermarkt। ৭ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা