মালিঙ্গা বান্দারা

শ্রীলঙ্কান ক্রিকেটার

হেরাথ মাদিয়ানসেলাগে চরিতা মালিঙ্গা বান্দারা (সিংহলি: මාලිංග බණ්ඩාර; জন্ম: ৩১ ডিসেম্বর, ১৯৭৯) কালুতারায় জন্মগ্রহণকারী সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯৮ থেকে ২০১০ সময়কালে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে অংশগ্রহণ করেছিলেন।

মালিঙ্গা বান্দারা
මාලිංග බණ්ඩාර
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহেরাথ মাদিয়ানসেলাগে চরিতা মালিঙ্গা বান্দারা
জন্ম (1979-12-31) ৩১ ডিসেম্বর ১৯৭৯ (বয়স ৪৪)
কালুতারা, শ্রীলঙ্কা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি লেগ ব্রেক
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৭১)
২৭ মে ১৯৯৮ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট৩ এপ্রিল ২০০৬ বনাম পাকিস্তান
ওডিআই অভিষেক
(ক্যাপ ১২৭)
৬ জানুয়ারি ২০০৬ বনাম নিউজিল্যান্ড
শেষ ওডিআই১ এপ্রিল ২০১১ বনাম ভারত
ওডিআই শার্ট নং৭২
টি২০আই অভিষেক
(ক্যাপ )
২৬ ডিসেম্বর ২০০৬ বনাম নিউজিল্যান্ড
শেষ টি২০আই৪ সেপ্টেম্বর ২০০৯ বনাম নিউজিল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৮–বর্তমানবাসনাহিরা সাউথ
২০০৬–বর্তমানরাগামা
২০১০কেন্ট
২০০৫গ্লুচেস্টারশায়ার
২০০৪–২০০৫গালে
২০০৩–২০০৪তামিল ইউনিয়ন
১৯৯৮–২০০৩নন্দেস্ক্রিপ্টস
১৯৯৬–১৯৯৭কালুতারা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এলএ
ম্যাচ সংখ্যা ৩১ ১৩৭
রানের সংখ্যা ১২৪ ১৬০ ১২ ১,১২৬
ব্যাটিং গড় ১৫.৫০ ১২.৩০ ৬.০০ ১৭.৫৯
১০০/৫০ ০/০ ০/০ ০/০ ০/৩
সর্বোচ্চ রান ৪৩ ৩১ ৬৪
বল করেছে ১,১৫২ ১,৪৭০ ৮৪ ৫,৮৪৬
উইকেট ১৬ ৩৬ ১৮৯
বোলিং গড় ৩৯.৫৬ ৩৪.২২ ২৪.০০ ২৪.৩১
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৩/৮৪ ৪/৩১ ৩/৩২ ৫/২২
ক্যাচ/স্ট্যাম্পিং ৪/– ৯/– ১/– ৩৯/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৭ মার্চ ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে রাগামা, গালে, নন্দেস্ক্রিপ্টস, কালুতারা দলে অংশগ্রহণ ছিল তার। ইংরেজ কাউন্টি ক্রিকেটে গ্লুচেস্টারশায়ার ও কেন্ট দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতে লেগ ব্রেক বোলিং করতেন। এছাড়াও ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন মালিঙ্গা বান্দারা

ঘরোয়া ক্রিকেট সম্পাদনা

কালুতারা বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। শ্রীলঙ্কান ঘরোয়া ক্রিকেটে মালিঙ্গা বান্দারা গালে ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। এরপূর্বে সারে চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারী নরম্যান্ডি ক্রিকেট ক্লাবের পক্ষে দুই মৌসুম অতিবাহিত করেছেন। এ সময়ে ক্লাবের পক্ষে ৫৫টি খেলায় অংশ নিয়েছিলেন। এছাড়াও, ২০০৫ সালে গ্লুচেস্টারশায়ারের সদস্যরূপে কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন তিনি। বল হাতে বেশ সফলতা পেয়েছিলেন এখানে। ফলশ্রুতিতে, ঐ মৌসুমে গ্লুচেস্টারশায়ার কর্তৃপক্ষ ‘মৌসুমের বর্ষসেরা খেলোয়াড়’ হিসেবে তাকে নামাঙ্কিত করে। ২০১০ সালে কেন্ট ক্লাবে যোগদান করেন তিনি।[১][২]

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

১৯৯৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মালিঙ্গা বান্দারা’র টেস্ট ক্রিকেটে অভিষেকে ঘটে। কিন্তু দূর্বল ক্রীড়াশৈলী প্রদর্শনের প্রেক্ষিতে দলের বাইরে অবস্থান করতে হয় তাকে। মার্চ, ২০০৫ সালে ইংল্যান্ড এ দলের বিপক্ষে কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। খেলায় তিনি ১২৬ রান খরচায় এগারো উইকেট দখল করেছিলেন। ফলশ্রুতিতে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত টেস্টে পুনরায় অংশগ্রহণের সুযোগ পান। ভারতের বিপক্ষে তিন টেস্টের সিরিজে ৩২.৮৮ গড়ে নয় উইকেট পেয়েছিলেন মালিঙ্গা বান্দারা।[৩]

জানুয়ারি, ২০০৬ সালে ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে মালিঙ্গা বান্দারা’র। ঐ প্রতিযোগিতায় ব্যাপক সফলতার স্বাক্ষর রাখেন তিনি। ২৩.৯২ গড়ে চৌদ্দ উইকেট পেয়েছিলেন। ২৯.২ স্ট্রাইক রেট ও ৪.৯০ ইকোনোমি রেট ছিল তার। জনপ্রিয় ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরনের তুলনায়ও বেশ ভালো করেন। ৭ ফেব্রুয়ারি, ২০০৬ তারিখে ভিবি সিরিজের রাউন্ড রবিন লীগের চূড়ান্ত খেলায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হন। হোবার্টের বেলেরিভ ওভালে অনুষ্ঠিত ঐ খেলায় ৪/৩১ পান। এটিই ওডিআইয়ে তার ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান ছিল। এরফলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে চূড়ান্ত খেলায় শ্রীলঙ্কার অংশগ্রহণ নিশ্চিত হয়।[৪]

এরপর ২০০৫-০৬ মৌসুমে সফরকারী পাকিস্তান ও ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে উপেক্ষিত হন তিনি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kent bow excites spinner Malinga Bandara"। ২৬ মে ২০১০। 
  2. "Kent sign Malinga Bandara"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৭ 
  3. "India spin to emphatic series win"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৭ 
  4. "Bandara spins Sri Lanka into the finals"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৭ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা