৮ মার্চ
তারিখ
(মার্চ ৮ থেকে পুনর্নির্দেশিত)
<< | মার্চ | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ | ||||||
২০২৪ |
৮ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৬৭তম (অধিবর্ষে ৬৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৯৮ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১০১০ - কবি ফেরদৌসী তার বিখ্যাত মহাকাব্য শাহনামা সমাপ্ত করেন।
- ১০৮০ - পোপ গ্রেগরী জার্মানীর রাজা চতুর্থ হেনরীকে দ্বিতীয়বারের মতো ক্ষমতাচ্যুত করেন।
- ১৭২২ - গুলনাবাদ যুদ্ধের সময় ইরানের সম্রাট সাফাভিদ একজন আফগান সৈন্যের দ্বারা পরাজিত হন।
- ১৮১৭ - নিউ ইয়র্কের শেয়ার মার্কেটের প্রতিষ্ঠা।
- ১৮৩৬ - কলকাতায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন হয়।
- ১৮৬৫ - নর্থ সী ও আমস্টারডামের ভেতর সংযোগকারী খালের নির্মাণ কাজ শুরু।
- ১৮৭৬ - আলেকজান্ডার গ্রাহাম বেল তার প্রথম টেলিফোনের পেটেন্ট গ্রহণ করেন।
- ১৮৯৪ - নিউইয়র্ক শহরে সর্বপ্রথম কুকুরের লাইসেন্স প্রদান।
- ১৯১১ - আজকের এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্থান পায়।
- ১৯১৭ - জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়।
- ১৯১৭ - পেট্রো গ্রাদে রুশ বিপ্লব শুরু।
- ১৯৩০ - মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়।
- ১৯৪২ - ঢাকায় ফ্যাসিবিরোধী আন্দোলনে ছোট গল্পকার সোমেন চন্দ মিছিলে নিহত হন।
- ১৯৪৯ - ফ্রেন্স ইউনিয়নের অভ্যন্তরে ভিয়েতনামের স্বাধীনতা লাভ।
- ১৯৫০ - সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার অধিকারত্ব দাবি করে।
- ১৯৫৪ - পূর্ববঙ্গ পরিষদের নির্বাচন; ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়, ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৭টি ও মুসলিম লীগ ৯টি আসন পায়।
- ১৯৫৭ - ঘানা জাতিসংঘে যোগদান করে।
- ১৯৭২ - বাংলাদেশে জাতীয় রক্ষীবাহিনী গঠনের সরকারি আদেশ জারী।
- ২০২০- বাংলাদেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
জন্ম
সম্পাদনা- ১৭১৪ - কার্ল ফিলিপ এমানুয়েল বাখ, জার্মান সঙ্গীতস্রষ্টা।
- ১৮৫৪ - টম হোরান, আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৮৮৩ - ১৯৪৪ সালে নোবেলজয়ী জার্মানির ভৌত রসায়নবিদ অটো হান। (মৃ. ১৯৬৮)
- ১৯০৮ - লোকনাথ বল, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী। (মৃ. ১৯৬৪)
- ১৯১৬ - বাঙালি সাহিত্যিক অন্নপূর্ণা গোস্বামী। (মৃ. ১৯৫৭)
- ১৯৫৬ - রামকুমার মুখোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
- ১৯৭৫ - ভাস্বর চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।[১]
মৃত্যু
সম্পাদনা- ১৭০২ - তৃতীয় উইলিয়াম, ইংল্যান্ডের রাজা।
- ১৮৭৪ - মিলার্ড ফিল্মোর, মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি। (জ.০৭/০১/১৮০০)
- ১৯৩০ - উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্ট্ মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি।
- ১৯৩৫ - হাচিকো, বিশ্বস্ত কুকুর হাচিক
- ১৯৪২ - সোমেন চন্দ, মার্ক্সবাদী, সাহিত্যিক।(জ.১৯২০)
- ১৯৯২ - অমিতা ঠাকুর রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি। (জ.১৬/০২/১৯১১)
- ২০০২ - নিরঞ্জন ধর যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক। (জ.০৮/০৯/১৯১৯)
- ২০০৪ - আবু আব্বাস, প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্টের প্রতিষ্ঠাতা।
- ২০১২ - মীনাক্ষী গোস্বামী, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী। (জ.১৯৩৩)
- ২০২১ - শাহীন আলম, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। (জ.০৬/১২/১৯৬২)
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- আন্তর্জাতিক নারী দিবস, (জাতিসংঘ)
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ৮ মার্চ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ↑ "তিন ধাপে জন্মদিন পালন ভাস্বর চট্টোপাধ্যায়ের, রইল অ্যালবাম"। Indian Express Bangla। ২০২০-০৩-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১০।