মীনাক্ষী গোস্বামী

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী

মীনাক্ষী গোস্বামী (ইংরেজি: Meenakshi Goswami) [১] একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মূলত বাংলা চলচ্চিত্রে অভিনয় করতেন। তিনি প্রধানত সহায়ক অভিনেত্রী হিসাবে ভূমিকা রাখতেন। তিনি ওগো বধূ সুন্দরী, দুই পাতা, অমর গীতি, সম্রাট ও সুন্দরী, ছোটবউ, শ্বেত পাথরের থালার মতো চলচ্চিত্রে কাজ করেছিলেন। তিনি বিশেষত তার জনপ্রিয় সংলাপ প্রদানের জন্য পরিচিত। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি ২০০০ সালে একাধিক ওয়াটার ব্যালে'ও পরিচালনা করেছিলেন। তিনি রেডিও নাটক ও টেলিভিশন ধারাবাহিকেও কাজ করেছিলেন। তিনি "কলকাতার কাছে" নামক টেলিভিশন ধারাবাহিক পরিচালনা করেছিলেন।

মীনাক্ষী গোস্বামী
জন্ম
মীনাক্ষী গোস্বামী

(১৯৩৩-০৫-২১)২১ মে ১৯৩৩
মৃত্যু৮ মার্চ ২০১২(2012-03-08) (বয়স ৭৮)
পেশাঅভিনেত্রী
পিতা-মাতা
  • সুধীর চন্দ্র চৌধুরী (পিতা)
  • পুষ্পরাণী চৌধুরী (মাতা)

প্রাথমিক জীবন সম্পাদনা

মীনাক্ষী গোস্বামী ১৯৩৩ সালের ২১শে মে উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ১৯৫০ সালে জগত্তারন ইন্টারমিডিয়েট স্কুলে এবং পরে ১৯৫৪ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। তার ছাত্র জীবনের দিনগুলিতে তিনি ছিলেন একজন ভাল ক্রীড়াবিদ (ভলিবল খেলোয়াড় এবং সাঁতারু), তিনি এই উদ্দেশ্যে রাশিয়া সফর করেছিলেন এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয় ভলিবল দলের সদস্য ছিলেন। পরে তিনি ১৯৮০ সালে পিপলস লিটল থিয়েটারে (পিএলটি) যোগ দিয়েছিলেন, তিনি সাধন গুহ এবং অতীনলাল গাঙ্গুলির কাছ থেকে নাচ শিখেছিলেন।[২]

নির্বাচিত চলচ্চিত্র সম্পাদনা

  • আলেয়ার আলো (২০১৩)
  • লজ্জা (২০১০)
  • স্ত্রীর মর্যাদা (২০০২)
  • বাবা কেন চাকর (১৯৯৮)
  • চৌধুরী পরিবার (১৯৯৮)
  • গঙ্গা (১৯৯৮)
  • প্রেম জোয়ারে (১৯৯৭)
  • জীবন যোদ্ধা (১৯৯৫)
  • কালপুরুষ (১৯৯৪)
  • মায়া মমতা (১৯৯৩)
  • মায়াবিনী (১৯৯২)
  • শ্বেত পাথরের থালা (১৯৯২)
  • ইডিয়ট (১৯৯২)
  • নীলিমায় নীল (১৯৯১)
  • জোয়ার ভাটা (১৯৯০)
  • ঘরের বউ (১৯৯০)
  • ছোটবউ (১৯৮৮)
  • প্রতিকার (১৯৮৭)
  • সম্রাট ও সুন্দরী (১৯৮৭)
  • শ্যামসাহেব (১৯৮৬)
  • নিশান্তে (১৯৮৫)
  • অমরগীতি (১৯৮৪)
  • দুটি পাতা (১৯৮৩)
  • তনয়া (১৯৮৩)
  • অপরূপা (১৯৮২)
  • মেঘমুক্তি (১৯৮২)
  • ওগো বধূ সুন্দরী (১৯৮১)
  • দক্ষযজ্ঞ (১৯৮০)

টেলিভিশন সম্পাদনা

  • এই নরদেহ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bengali Actress Minakshi Goswami Dead"। newsonindiancelebrities.in। সংগ্রহের তারিখ এপ্রিল ৮, ২০১২ 
  2. "About Minakshi Goswami"gomolo.com। ১৩ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০