শাহনামা

পারস্যের কবি ফেরদৌসী রচিত দীর্ঘ মহাকাব্য

শাহনামা অথবা শাহ্-নামা (ফার্সি: شاهنامه Šāhnāmeh, "রাজাদের বই") পারস্যের (বর্তমান ইরান) কবি ফেরদৌসী দ্বারা লিখিত একটি দীর্ঘ মহাকাব্য। এটি একই সাথে ইরানের ও সারা বিশ্বের ফার্সি ভাষাভাষী লোকদের জন্য জাতীয় মহাকাব্য। ফেরদৌসী ৯৭৭ থেকে ১০১০ সালের মধ্যে ৩০ বছরের অধিক সময় ধরে এই মহাকাব্য রচনা করেন। শাহনামায় প্রায় ষাট হাজার শ্লোক রয়েছে।[] ইরানের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে আনা হয়েছে এই মহাকাব্যে। শাহনামাতে মূলত ইরানে ইসলাম পূর্ব ও সপ্তম শতাব্দীতে ইসলামী শাসন ব্যবস্থা চালু হওয়ার পরের কাহিনী বর্ণিত হয়েছে। এ কাহিনীতে রাজাদের গুণগান ও পরবর্তীকালে কবির নিজের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। বর্তমানে ইরান, তার পার্শ্ববর্তী ফার্সি ভাষায় কথা বলা আফগানিস্তান ও তাজাকিস্তানের লোকদের কাছে শাহনামা তাদের সাহিত্যের ধারক।

শাহনামা 
রাজাদের বই
ফেরদৌসি কর্তৃক রচিত
মূল শিরোনামشاهنامه
অনুবাদকজেমস আটকিনসন
অার্থুর এবং এডমন্ড ওয়ার্নার
রিউভেন লেভি
ডিক ডেভিস
বাহমান সোহরাবজি সুরতি এবং মারজবান গিয়ারা
লিখেছেন৯৭৭–১০১০ খ্রিষ্টাব্দ
দেশগজনভি রাজবংশ
ভাষাদ্রুপদি পারসিয়ান
বিষয়পারস্য পুরাণ, ইরানের ইতিহাস
ধরনঐতিহাসিক কবিতা
প্রকাশনার তারিখ১০১০
ইংরেজিতে প্রকাশিত১৮৩২
মিডিয়া ধরনপাণ্ডুলিপি
লাইন৫০,০০০ (পাণ্ডুলিপি অনুসারে)
পূর্ববর্তীখাদওয়ে-নামাগ
পূর্ণ পাঠ্য
উইকিসংকলনে শাহনামা
রোস্তমের পুত্র ফারামার্য তার বাবা ও কাকার মৃত্যুতে শোক পালন করছে।

মহাকাব্যটি বর্তমান ইরানের পূর্ব ইতিহাসকে তুলে ধরেছে এবং ফার্সি লোকদের সংস্কৃতিকে ধারণ করছে।[] এটিতে ইসলাম পূর্ব শেষ সামানাইড রাজার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন

সম্পাদনা

গ্রেট মঙ্গোল শাহনাম

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Lalani, Farah (১৩ মে ২০১০)। "A thousand years of Firdawsi's Shahnama is celebrated"The Ismaili। ৫ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৩ 
  2. Ashraf, Ahmad (৩০ মার্চ ২০১২)। "Iranian Identity iii. Medieval Islamic Period"Encyclopædia Iranica