শাহনামা
শাহনামা অথবা শাহ্-নামা (ফার্সি: شاهنامه Šāhnāmeh, "রাজাদের বই") পারস্যের (বর্তমান ইরান) কবি ফেরদৌসী দ্বারা লিখিত একটি দীর্ঘ মহাকাব্য। এটি একই সাথে ইরানের ও সারা বিশ্বের ফার্সি ভাষাভাষী লোকদের জন্য জাতীয় মহাকাব্য। ফেরদৌসী ৯৭৭ থেকে ১০১০ সালের মধ্যে ৩০ বছরের অধিক সময় ধরে এই মহাকাব্য রচনা করেন। শাহনামায় প্রায় ষাট হাজার শ্লোক রয়েছে।[১] ইরানের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে আনা হয়েছে এই মহাকাব্যে। শাহনামাতে মূলত ইরানে ইসলাম পূর্ব ও সপ্তম শতাব্দীতে ইসলামী শাসন ব্যবস্থা চালু হওয়ার পরের কাহিনী বর্ণিত হয়েছে। এ কাহিনীতে রাজাদের গুণগান ও পরবর্তীকালে কবির নিজের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। বর্তমানে ইরান, তার পার্শ্ববর্তী ফার্সি ভাষায় কথা বলা আফগানিস্তান ও তাজাকিস্তানের লোকদের কাছে শাহনামা তাদের সাহিত্যের ধারক।
রাজাদের বই | |
ফেরদৌসি কর্তৃক রচিত | |
মূল শিরোনাম | شاهنامه |
---|---|
অনুবাদক | জেমস আটকিনসন অার্থুর এবং এডমন্ড ওয়ার্নার রিউভেন লেভি ডিক ডেভিস বাহমান সোহরাবজি সুরতি এবং মারজবান গিয়ারা |
লিখেছেন | ৯৭৭–১০১০ খ্রিষ্টাব্দ |
দেশ | গজনভি রাজবংশ |
ভাষা | দ্রুপদি পারসিয়ান |
বিষয় | পারস্য পুরাণ, ইরানের ইতিহাস |
ধরন | ঐতিহাসিক কবিতা |
প্রকাশনার তারিখ | ১০১০ |
ইংরেজিতে প্রকাশিত | ১৮৩২ |
মিডিয়া ধরন | পাণ্ডুলিপি |
লাইন | ৫০,০০০ (পাণ্ডুলিপি অনুসারে) |
পূর্ববর্তী | খাদওয়ে-নামাগ |
পূর্ণ পাঠ্য | |
উইকিসংকলনে শাহনামা |
মহাকাব্যটি বর্তমান ইরানের পূর্ব ইতিহাসকে তুলে ধরেছে এবং ফার্সি লোকদের সংস্কৃতিকে ধারণ করছে।[২] এটিতে ইসলাম পূর্ব শেষ সামানাইড রাজার কথাও বলা হয়েছে।
আরও পড়ুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Lalani, Farah (১৩ মে ২০১০)। "A thousand years of Firdawsi's Shahnama is celebrated"। The Ismaili। ৫ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৩।
- ↑ Ashraf, Ahmad (৩০ মার্চ ২০১২)। "Iranian Identity iii. Medieval Islamic Period"। Encyclopædia Iranica।