মানুষের মন
মোস্তফা মেহমুদ পরিচালিত ১৯৭২-এর চলচ্চিত্র
মানুষের মন মোস্তফা মেহমুদ পরিচালিত ১৯৭২ সালের বাংলাদেশী রোম্যান্টিক চলচ্চিত্র।[১] ছবিটির কাহিনী ও সংলাপ রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং চিত্রনাট্য লিখেছেন মোস্তফা মেহমুদ। মমতা কথাচিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন এ বি সিদ্দিক এবং মোস্তফা মেহমুদ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, আনোয়ার হোসেন, রোজী সামাদ, আনোয়ারা, খান জয়নুল প্রমুখ।[২]
মানুষের মন | |
---|---|
পরিচালক | মোস্তফা মেহমুদ |
প্রযোজক |
|
রচয়িতা | গাজী মাজহারুল আনোয়ার (সংলাপ) |
চিত্রনাট্যকার | মোস্তফা মেহমুদ |
কাহিনিকার | গাজী মাজহারুল আনোয়ার |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সত্য সাহা |
চিত্রগ্রাহক | অরুণ রায় |
সম্পাদক | বশীর হোসেন |
প্রযোজনা কোম্পানি | মমতা কথাচিত্র |
মুক্তি | ১৪ ফেব্রুয়ারি ১৯৭২ |
স্থিতিকাল | ১৬১ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পায়। এটি স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র।[৩]
কুশীলব
সম্পাদনা- রাজ্জাক - মনোয়ার "মনু" হোসেন চৌধুরী
- ববিতা - পারুল "পারু"
- আনোয়ার হোসেন - আনোয়ার হোসেন চৌধুরী
- রোজী সামাদ - পুতুল
- আনোয়ারা - সোফিয়া / মিথুন
- তুলিপ - আজিজ
- হাসমত - দিলু
- মিরানা জামান - মনু ও আনুর মা
- সুপ্রিয়া
- খান জয়নুল
- আনিস
- রানু
- জাভেদ রহিম
- মেসবাহউদ্দিন
- দীন মোহাম্মদ
- আলি কওসার
- বদরুদ্দিন
- খসরু নোমান
- কনা
- মাস্টার অনুপ - বকুল, পারুর ভাই
- গোলাম মুস্তাফা - উকিল ২, অতিথি চরিত্রে
- ইনাম আহমেদ - উকিল ১, অতিথি চরিত্রে
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, আব্দুল জব্বার, মোহাম্মদ আলী সিদ্দিকী, ফেরদৌসী রহমান ও খুরশিদ আলম।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বরেণ্য চলচ্চিত্র পরিচালক মোস্তফা মেহমুদ আর নেই"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১০ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭।
- ↑ "চলচ্চিত্র পরিচালক মোস্তফা মেহমুদ আর নেই"। দৈনিক নয়া দিগন্ত। ১১ এপ্রিল ২০১৭। ২০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭।
- ↑ "স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র পরিচালক মোস্তফা মেহমুদ আর নেই"। দৈনিক মানবকণ্ঠ। ১০ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে মানুষের মন (ইংরেজি)