মাইজচর ইউনিয়ন

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার একটি ইউনিয়ন

মাইজচর ইউনিয়ন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন ।

মাইজচর
ইউনিয়ন
মাইজচর ইউনিয়ন
মাইজচর ঢাকা বিভাগ-এ অবস্থিত
মাইজচর
মাইজচর
মাইজচর বাংলাদেশ-এ অবস্থিত
মাইজচর
মাইজচর
বাংলাদেশে মাইজচর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৪′ উত্তর ৯১°১′ পূর্ব / ২৪.২৩৩° উত্তর ৯১.০১৭° পূর্ব / 24.233; 91.017 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
উপজেলাবাজিতপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২২ বর্গকিমি (৮ বর্গমাইল)
জনসংখ্যা (2011)
 • মোট১৬,৬১৯
 • জনঘনত্ব৭৬০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান সম্পাদনা

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মেঘনাঘোড়াউত্রা নদীর তীরে মাইজচর ইউনিয়নের অবস্থান।

ইতিহাস সম্পাদনা

ব্রিটিশ শাসন আমলে এই ইউনিয়নের উপর দিয়ে বড় বড় নৌ জাহাজ ঢাকা, কলকাতা ও রেংগুনসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করত ।[১]

প্রশাসনিক এলাকা সম্পাদনা

নাম: ৯ নং মাইজচর ইউনিয়ন পরিষদ , আয়তন– ২২ব বর্গ কি.মি.(প্রায়), গ্রামের সংখ্যা– ১০টি, মৌজার সংখ্যা– ০৬টি, হাট/বাজার সংখ্যা-০১টি, উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা ও নৌকা।, নির্বাচিত পরিষদ সদস্য– ১২জন, ইউনিয়ন পরিষদ সচিব– ১জন, ইউনিয়ন গ্রামপুলিশ– ৮জন ।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

 
বাহেরবালী উচ্চ বিদ্যালয়
  • শিক্ষারহার– ২২%।(২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
  • সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,
  • বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,
  • মাধ্যমিক বিদ্যালয়ঃ ০১টি,
  • মাদ্রাসা- ০৪টি।

জনসংখ্যা সম্পাদনা

মোট- ১৬,৬১৯ জন । ভোটার সংখ্যা- ১০,০৫৮ জন। পুরুষ ৫০৯৬ ও মহিলা ৪৯৬২ জন ।[২]

গ্রামভিত্তিক জনসংখ্যা
ক্রমিক নং গ্রামের নাম জনসংখ্যা
মাইজচর ৫,২১১
আয়নারগোপ ২,৯৫০
পুরাকান্দা ২,০৭০
পারকচুয়া ২,০৩৫
বাহেরবালী ৩,৮১৮
শিবপুর ১১৫
বোয়ালী ৪২০
মোট জনসংখ্যা ১৬,৬১৯

দর্শনীয় স্থান সম্পাদনা

 
মাইজচর জামে মসজিদ
  • বিস্তীর্ণ হাওড়
  • মাইজচর মধ্যপাড়া জামে মসজিদ
  • মেঘনা নদীর চৌমোহনা
  • বাহেরবালী হাই স্কুল

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

নদী পথঃ নৌকাই হল মাইজচরের প্রধান বাহন। ছোট বড় আকৃতির নৌকা, গয়না নৌকা, পাল তোলা নৌকা চলাচল করে। যাত্রী ও পণ্যবাহী নৌকা দিলালপুর ঘাট হতে মাইজচর, বাহেরবালী, পুরাকান্দা হয়ে অষ্টগ্রামে চলাচল করে।কয়েক দশক আগে এখান থেকে ষ্টীমারে কলকাতা যাওয়ার ব্যবস্থা ছিল। ব্রিটিশ আমলে মেঘনা ও ঘোড়াউত্রা নদীতে লঞ্চ ও ষ্টীমার সার্ভিস চালূ ছিল।বর্তমানে বাজিতপুর থেকে হুমাইপুর হয়ে অষ্টগ্রাম ৬ মানের সি এন জি এবঙ অটু রিকসার মাধ্যমে মানুষ যাতায়াত করে।

বিবিধ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://maijchar9up.kishoreganj.gov.bd/node/468092[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Population Census Wing, BBS." (পিডিএফ)। নভেম্বর ১৩, ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ June 01, 2012  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা