মধুরান্তকম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলার একটি পৌরনিগম। শহরটি তামিলনাড়ুর কৃত্রিম ও দ্বিতীয় বৃৃহত্তম মধুরান্তকম হ্রদের জন্য পরিচিত৷ জনশ্রুতি রয়েছে চোল রাজা উত্তম চোল এই হ্রদটি নির্মাণ করান এবং মধুরান্তকম নাম রাখেন৷ শহরটিতে অবস্থিত অন্যতম আকর্ষণটি হলো এরিকাতা রাম মন্দির৷

মধুরান্তকম
மதுராந்தகம்
শহর
এরিকাতা রাম মন্দিরের চূড়া
এরিকাতা রাম মন্দিরের চূড়া
মধুরান্তকম তামিলনাড়ু-এ অবস্থিত
মধুরান্তকম
মধুরান্তকম
তামিলনাড়ুতে মধুরান্তকমের অবস্থান
স্থানাঙ্ক: ১২°৩০′৩৬″ উত্তর ৭৯°৫৩′০৬″ পূর্ব / ১২.৫১০১° উত্তর ৭৯.৮৮৪৯° পূর্ব / 12.5101; 79.8849
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেঙ্গলপট্টু
সরকার
 • ধরনদ্বিতীয় শ্রেণীর পুরনিগম
 • শাসকমধুরান্তকম পুরনিগম
জনসংখ্যা (২০১১)
 • মোট৩০,৭৯৬
ভাষা
 • দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০৩৩০৬
টেলিফোন কোড+৯১-৪৪
যানবাহন নিবন্ধনTN-19 (টিএন-১৯)
নিকটবর্তী শহরচেন্নাই
ওয়েবসাইটmadurantakam.info

ইতিহাস

সম্পাদনা

শ্রী রামানুজ আচার্যের পদধুলিধন্য কিছু স্থানের মধ্যে মধুরান্তকম অন্যতম৷ তবে এখানে কোনো আলবার ভক্তিগীতি রচনা করেন নি৷ স্থানটির বিশেষত্ব এই যে, বাকি সকল স্থানে রামানুজাচার্যের গৈরিক বস্ত্র পরিহিত মূর্তি থাকলেও এখানে মূর্তিটি শ্বেতবস্ত্র৷

তার রচিত দুটি পদ্য অনুযায়ী কথক মানবল মামুনিগল স্থানীয়দের নিকট পূর্ব পাপের প্রায়শ্চিত্তের জন্য এঅ স্থানটির মাহাত্ম্যের কথা উল্লেখ করেন৷ শহরটিতে লক্ষ্মী-নরসিংহ, পেরিয়া-নাম্বি, রামানুজাচার্য, অণ্ডাল, সুদর্শন ও বেদান্ত দেশিকের মূর্তি রয়েছে৷ রামানুজাচার্য মন্দিরের বিপরীতে অবস্থিত জলাধারের প্রান্তেই রয়েছে অঞ্জনেয় মূর্তি৷

মধুরান্তকম শহর জেলাসদর চেঙ্গলপট্টু থেকে ২৫ কিলোমিটার ও রাজধানী চেন্নাই থেকে ৮২ কিলোমিটার দূরে অবস্থিত৷ এটি বর্তমানে মধুরান্তকম তালুকের সদর৷

মধুরান্তকমের নিকট অবস্থিত জলাধারটি আশেপাশের ১,০০০ টি গ্রামের সেচের কাজে ব্যবহৃত হয়৷ জলাধারটি জলপূর্ণ হলে এটি থেকে নির্গত কিলিয়ার নদীতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়৷ কিলিয়ার নদী পালার নদীতে মিলিত হয় ও পালার নদীর জল বঙ্গোপসাগরে পতিত হয়৷ মধুরান্তকম করমণ্ডল উপকূল বরাবর অবস্থিত ও উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়৷ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সন্ধ্যায় সামান্য বৃষ্টিঅহয়ে থাকে৷

তালুকে বাইয়ানূর, মালাইপালয়ম, পেরুম্বেরকণ্ডিগাই, চিত্রবাড়ি নামে ছোট ছোট পাহাড় দেখা যায়৷ উপকূল অঞ্চলে লোহিতমৃত্তিকা ও অন্যান্য অংশে কৃষ্ণমৃত্তিকা দেখা যায়৷

পরিবহন

সম্পাদনা

মধুরান্তকম শহর থেকে চেন্নাই, চেঙ্গলপট্টু, কাঞ্চীপুরম, উত্তরমেরূর, তিরুকালকুন্দ্রম, কডলুর, চেইয়ুর পর্যন্ত বাস পরিবহন ব্যবস্থা রয়েছে৷ চেন্নাই-ভিল্লুপুরম পথে মধুরান্তকম রেলওয়ে স্টেশন এই শহরের নিকটেই অবস্থিত৷

দর্শনীয় স্থান

সম্পাদনা

পাখিরালয়

সম্পাদনা

মধুরান্তকম থেকে প্রায় ১২ কিলোমিটার (৭.৫ মা) উত্তর-পশ্চিমে রয়েছে বেড়ন্তাঙ্গল পাখিরালয় এবং কারিকিলি পাখিরালয়৷

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা
ধর্মভিত্তিক জনগণনা-২০১১[]
ধর্ম শতাংশ(%)
হিন্দু
  
৮৯.২%
মুসলিম
  
৬.৬৯%
খ্রিস্টান
  
২.৮৭%
জৈন
  
০.৭৯%
বৌদ্ধ
  
০.০৭%
শিখ
  
০.০২%
অন্যান্য
  
০.৩৬%
অবিবৃত
  
০.০%

২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে মধুরান্তকম শহরের জনসংখ্যা ৩০,৭৯৬ জন, যেখানে প্রতি হাজার পুরুষে নারী সংখ্যা ১,০১৯ জন, গড় লিঙ্গানুপাত ৯২৯ থেকে অধিক৷[] ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ৩,১৮৪ জন, যার মধ্যে শিশুপুত্র ১,৬১৫ ও শিশুকন্যা ১,৫৬৯ জন৷ শহরের গড় সাক্ষরতার হার ৮৪.১০ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯০.৮৮ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৭৭.৪৮ শতাংশ৷[] শহরের মোট পরিবার সংখ্যা ৭,৬৯৯ টি৷ মোট ১২,১৩৫ জন শ্রমজীবী, যেখানে ১৫৮ জন কৃষক, ১,০৪০ জন মূল কৃষিজীবী, ২৮৩ জন গৃহস্থলী কর্মী, ৮,০৬৬ জন অন্যান্য শ্রমজীবী৷ ২,৫৮৮ জন প্রান্তিক শ্রমজীবী, যেখানে ২১ জন প্রান্তিক কৃষক, ১,০৩১ জন প্রান্তিক কৃৃষিজীবী, ১০৬ জন প্রান্তিক গৃহস্থলী কর্মী এবং ১,৪৩০ জন অন্যান্য প্রান্তিক শ্রমজীবী৷[]

রাজনীতি

সম্পাদনা

তপসিলি জাতির জন্য সংরক্ষিত মধুরান্তকম বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ুর কেন্দ্র পুনর্গঠনের পর গঠিত নতুন নির্বাচন কেন্দ্র৷[] এটি কাঞ্চীপুরম লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Population By Religious Community - Tamil Nadu" (XLS)। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৫ 
  2. "Census Info 2011 Final population totals"। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪ 
  3. "Census Info 2011 Final population totals - Madurantakam (05710)"। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪ 
  4. "New Constituencies, Post-Delimitation 2008" (পিডিএফ)। Chief Electoral Officer, Tamil Nadu। ২০১২-০৫-১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।