কারিকিলি পাখিরালয়

কারিকিলি পাখিরালয় ভারতের তামিলনাড়ু রাজ্যের চেঙ্গলপট্টু জেলার (পূর্বতন কাঞ্চীপুরম জেলা) ৬১.২১-হেক্টর (১৫১.৩ একর) অঞ্চল জুড়ে বিস্তৃত একটি সংরক্ষিত বনাঞ্চল।[১] অভয়ারণ্যটি রাজধানী চেন্নাই থেকে ৭৫ কিলোমিটার (৪৭ মা) দূরে চেঙ্গলপট্টু শহরের দক্ষিণ দিকে অবস্থিত। এখনো পর্যন্ত এই অভয়ারণ্যটিতে ১০০ টি প্রজাতির জীব বৈচিত্র লক্ষ্য করা গিয়েছে।[২]

কারিকিলি পাখিরালয়
கரிக்கிளி பறவைகள் சரணாலயம்
সংরক্ষিত অভয়ারণ্য
কারিকিলি পাখিরালয় তামিলনাড়ু-এ অবস্থিত
কারিকিলি পাখিরালয়
কারিকিলি পাখিরালয়
তামিলনাড়ুতে কারিকিলি পাখিরালয়ের অবস্থান
স্থানাঙ্ক: ১২°৩২′৪৪″ উত্তর ৭৯°৫১′২১″ পূর্ব / ১২.৫৪৫৫৬° উত্তর ৭৯.৮৫৫৮৩° পূর্ব / 12.54556; 79.85583
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেঙ্গলপট্টু
প্রতিষ্ঠাকাল১৯৮৮
ভাষা
 • দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
নিকটবর্তী শহরমধুরান্তকম
প্রশাসনপরিবেশ ও বনদপ্তর বিভাগ, ভারত সরকার

কারিকিলি বেড়ন্তাঙ্গল থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত৷ ১৯৮৮ খ্রিস্টাব্দে কারিকিলির দুটি জলাশয় ও মধ্যবর্তী ভূমিকে নিয়েই গড়ে উঠেছে এই অভয়ারণ্যটি৷[৩] অভয়ারণ্যের চারিদিকে রয়েছে ধানিজমি ও ছোটো জঙ্গল৷ কারিকিলিতে উত্তুরে ল্যাঞ্জাহাঁস, গিরিয়া হাঁস, কপিঞ্জল প্রভৃতি পরিযায়ী পাখি প্রচুর দেখা যায়৷

কারিকিলি ও বেড়ন্তাঙ্গল পাখিরালয়দুটিকে একত্রে তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ পক্ষী জীববৈচিত্র্য অঞ্চলের অন্তর্গত৷ এটির কোড নং ২৯৷[৩] পরিযায়ী পাখিদের নিকট নির্দিষ্ট আগমন ঋতুতে কারিকিলি চড়ার স্থল ও বেড়ন্তাঙ্গল বাসস্থল৷

তথ্যসূত্র সম্পাদনা

  1. https://www.forests.tn.gov.in/pages/view/karikili_bs
  2. https://ebird.org/ebird/india/hotspot/L2591448[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ১২ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২০