ভাউকসার বাজার বাংলাদেশের কুমিল্লার জেলায় বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নে অবস্থিত একটি পাইকারি ও খুচরা বাজার

ভাউকসার বাজার
ভাউকসার ইউনিয়ন এর বাজার
স্থানাঙ্ক: ২৩°১৮′১৯.৮″ উত্তর ৯১°০২′৩৪.৫″ পূর্ব / ২৩.৩০৫৫০০° উত্তর ৯১.০৪২৯১৭° পূর্ব / 23.305500; 91.042917
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাবরুড়া
ইউনিয়নভাউকসার ইউনিয়ন

বাজারের অবস্থান

সম্পাদনা

এটি কুমিল্লা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক এর বিজরা অংশ থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে এই বাজারের[১] অবস্থান।

বাজারের অবস্থা

সম্পাদনা
 
ভাউকসার বাজারে অবস্থিত একটি মার্কেট

এই বাজারে[২] প্রায় ২০০-৩০০ টি দোকান আছে এবং বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আছে। এছাড়াও এই বাজারে ৩-৫ টি মার্কেট[৩] আছে।
এই বাজারে[৪] সপ্তাহে দুই দিন প্রতি রবিবার ও বৃহস্পতিবার হাট বসে এবং প্রতিদিন বাজার বসে।

বিভিন্ন প্রতিষ্ঠান

সম্পাদনা

সরকারি প্রতিষ্ঠান

  1. গালিমপুর ইউনিয়ন ভূমি অফিস
  2. ভাউকসার বাজার-৩৫০০ (সাব পোস্ট অফিস)

বেসরকারি প্রতিষ্ঠান

  1. ব্র্যাক অফিস
  2. আশা অফিস
  3. পেইজ ডেভেলপমেন্ট সেন্টার
  4. প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
  5. মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

ব্যাংক

  1. জনতা ব্যাংক পিএলসি, ভাউকসার বাজার[৫] শাখা
  2. বাংলাদেশ কৃষি ব্যাংক, ভাউকসার বাজার শাখা
  3. আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, ভাউকসার বাজার আউটলেট[৬]
  4. ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ভাউকসার বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র
  5. ব্যাংক এশিয়া পিএলসি, ভাউকসার বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র
  6. যমুনা ব্যাংক পিএলসি, ভাউকসার বাজার আউটলেট[৭]
  7. ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি, ভাউকসার বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। কুমিল্লা শহর থেকে সরাসরি এই বাজারে[৮] আসা যায়। যানবাহন

  1. মিনি বাস[৯]
  2. সিএনজি
  3. অটো রিকশা
  4. ট্রাক
  5. মালবাহি গাড়ি[১০]

চিএশালা

সম্পাদনা
 
ভাউকসার বাজারে অবস্থিত টাওয়ার
 
ভাউকসার বাজারে অবস্থিত এআইবি পিএলসি ব্যাংক

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি (২০২৩-০৯-২৭)। "বরুড়া উপজেলার ভাউকসার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান"যায়যায়দিন। Cumilla। 
  2. আবুল খায়ের, কুমিল্লা প্রতিনিধি (২০২২-০৯-০৬)। "চর দখলের মতো মার্কেট দখল"দৈনিক যুগান্তর। Cumilla। 
  3. আবদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি (২০২২-০৯-০৭)। "কুমিল্লায় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মার্কেট দখল"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। Cumilla। 
  4. সাকিব আল হেলাল, আজকের কুমিল্লা ডট কম (২০১৯-১২-১৮)। "বরুড়ায় বরুড়ার কথার অঞ্চলিক অফিসের উদ্ধোধন"দৈনিক আজকের কুমিল্লা। Cumilla। 
  5. স্টাফ রিপোর্টার, আজকের কুমিল্লা ডট কম (২০১৯-০১-২৮)। "কুমিল্লার বরুড়ায় যাত্রী নিয়ে বাস খালে, আহত ১০"দৈনিক আজকের কুমিল্লা। Cumilla। 
  6. "আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ভাউকসার বাজার আউটলেট"আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ২০২৩-১১-০৭। 
  7. মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া প্রতিনিধি (২০২১-১০-০৪)। "বরুড়ায় যমুনা ব্যাংক ভাউকসার বাজার আউলেট উদ্বোধন"যায়যায়দিন। Cumilla। 
  8. কুমিল্লা প্রতিনিধি (২০২৩-০৬-৩০)। "ভাউকসার কেন্দ্রীয় জামে মসজিদ'র সৌন্দর্য বৃদ্ধিতে সহযোগিতা"যায়যায়দিন। Cumilla। 
  9. "হাট-বাজারের-তালিকা"বরুড়া উপজেলা 
  10. "হাট/বাজার-এর বিস্তারিত"কৃষি বাতায়ন