ভলাকুট ইউনিয়ন
ভলাকুট বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন।
ভলাকুট | |
---|---|
ইউনিয়ন | |
২নং ভলাকুট ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ভলাকুট ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১২′১৬.২″ উত্তর ৯১°৮′২২.৬″ পূর্ব / ২৪.২০৪৫০০° উত্তর ৯১.১৩৯৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | নাসিরনগর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | এস এম বাকি বিল্লাহ |
আয়তন | |
• মোট | ৩০.৯১ বর্গকিমি (১১.৯৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৮,১১৪ |
• জনঘনত্ব | ৯১০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৯.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নামকরণ
সম্পাদনালোকমুখে শোনা যায়, অনেক বিশিষ্ট ভদ্র লোক এই গ্রামে বাস করত। তাই এই গ্রামটি ভদ্রকোট নামে পরিচিত ছিল। কালক্রমে ভদ্রকোট থেকে ভলাকুট নামকরণ করা হয়।[১]
আয়তন ও অবস্থান
সম্পাদনাভলাকুট ইউনিয়নের আয়তন ৭,৬৩৯ একর (৩০.৯১ বর্গ কিলোমিটার)।[২] নাসিরনগর উপজেলা সদর থেকে প্রায় ১১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এ ইউনিয়নের উত্তরে গোয়ালনগর ইউনিয়ন, পূর্বে কুণ্ডা ইউনিয়ন, দক্ষিণে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন এবং পশ্চিমে চাতলপাড় ইউনিয়ন, মেঘনা নদী ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাভলাকুট ইউনিয়ন নাসিরনগর উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাসিরনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৩নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ১০টি।[৩]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভলাকুট ইউনিয়নের মোট জনসংখ্যা ২৮,১১৪ জন। এর মধ্যে পুরুষ ১৪,২৫০ জন এবং মহিলা ১৩,৮৬৪ জন। মোট পরিবার ৫,২৮৭টি।[২] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৯০৯ জন। মৌজা এবং গ্রামভিত্তিক এ ইউনিয়নের জনসংখ্যা উল্লেখ করা হল:[৩]
ক্রম নং | মৌজা নং | মৌজার নাম | গ্রামের নাম | পরিবার সংখ্যা | জনসংখ্যা (২০১১) |
---|---|---|---|---|---|
০১ | ৬৯ | বাঘী | বাঘী | ৪৩৯ | ২,৩১২ |
০২ | ৭৯ | বালিখোলা | বালিখোলা | ৭০৭ | ৩,৯০৩ |
০৩ | ১৩৯ | বাড়ইচিড়া | দুর্গাপুর | ২৪৪ | ১,৩২৭ |
বাড়ইচিড়া | ১৭০ | ৯৯১ | |||
০৪ | ২৩৮ | ভলাকুট | কান্দি | ৪৯৮ | ২৬৩০ |
কান্দিপাড়া | ২১৪ | ৯৬৯ | |||
ভলাকুট | ১,২৫৮ | ৬,৬৫৮ | |||
০৫ | ৬২৬ | খাগালিয়া | খাগালিয়া | ১,০৫০ | ৫,৮৩৫ |
০৬ | ৬৮৬ | কুটই | কুটই | ৫৪১ | ২,৫৯৭ |
০৭ | ৮৭৫ | সাধন | সাধন | ১৬৬ | ৮৯২ |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভলাকুট ইউনিয়নের সাক্ষরতার হার ২৯.৭%।[২] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৪]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়[৫]
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাভলাকুট ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ভলাকুট সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। এছাড়া নৌপথেও এ ইউনিয়নে যোগাযোগ করা যায়।[৬]
খাল ও নদী
সম্পাদনাভলাকুট উপজেলার উত্তর সীমান্ত দিয়ে বয়ে চলেছে লংগন নদী। এছাড়া রয়েছে মাছুয়া খাল, পাগলা খাল এবং আড়াইলা খাল।[৪]
হাট-বাজার
সম্পাদনাভলাকুট ইউনিয়নের প্রধান ৪টি হাট/বাজার হল ভলাকুট বাজার, খাগালিয়া বাজার, বাঘী বাজার এবং কুঠই বাজার।[৭]
দর্শনীয় স্থান
সম্পাদনা- চণ্ডিতলা[৪]
জনপ্রতিনিধি
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ভলাকুট ইউনিয়নের ইতিহাস"। bhalakutup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ গ "এক নজরে ভলাকুট ইউনিয়ন"। bhalakutup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ Bhalakut K.B high School Bangladesh +880 1715-645409 https://g.co/kgs/BEhrG7
- ↑ "যোগাযোগ ব্যবস্থা - ভলাকুট ইউনিয়ন"। bhalakutup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "হাট-বাজারের তালিকা - ভলাকুট ইউনিয়ন"। bhalakutup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "শপথ গ্রহণ"। prothomalo.com। প্রথম আলো। ২৭ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "ইউনিয়নের জনপ্রতিনিধি - ভলাকুট ইউনিয়ন"। bhalakutup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯।