গোয়ালনগর ইউনিয়ন
গোয়ালনগর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন।
গোয়ালনগর | |
---|---|
ইউনিয়ন | |
৪নং গোয়ালনগর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে গোয়ালনগর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৪′১৯.৭″ উত্তর ৯১°৭′৩৪.০″ পূর্ব / ২৪.২৩৮৮০৬° উত্তর ৯১.১২৬১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | নাসিরনগর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আজহারুল হক চৌধুরী |
আয়তন | |
• মোট | ২৪.৩৫ বর্গকিমি (৯.৪০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৭,১৩২ |
• জনঘনত্ব | ৭০০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৫.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নামকরণ
সম্পাদনালোকমুখে শোনা যায়, হিন্দু গোয়াল সম্প্রদায়ের বেশির ভাগ লোক এই গ্রামে বাস করত, তাই গ্রামের নামকরণ হয় গোয়ালনগর এবং গোয়ালনগর গ্রামের নামানুসারে ইউনিয়নের নামকরণ করা হয়।[১]
আয়তন ও অবস্থান
সম্পাদনাগোয়ালনগর ইউনিয়নের আয়তন ৬,০১৬ একর (২৪.৩৫ বর্গ কিলোমিটার)।[২] নাসিরনগর উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এ ইউনিয়নের দক্ষিণে পাকশিমুল ইউনিয়ন ও কুণ্ডা ইউনিয়ন; পূর্বে নাসিরনগর ইউনিয়ন, বুড়িশ্বর ইউনিয়ন ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাখাই ইউনিয়ন; উত্তরে মেঘনা নদী, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন ও বাংগালপাড়া ইউনিয়ন এবং পশ্চিমে মেঘনা নদী ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাংগালপাড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাগোয়ালনগর ইউনিয়ন নাসিরনগর উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাসিরনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৩নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ১৪টি।[৩]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গোয়ালনগর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৭,১৩২ জন। এর মধ্যে পুরুষ ৮,৫৬১ জন এবং মহিলা ৮,৫৭১ জন। মোট পরিবার ৩,০৮৪টি।[২] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৭০৪ জন। মৌজা এবং গ্রামভিত্তিক জনসংখ্যা নিচে উল্লেখ করা হল:[৩]
ক্রম নং | মৌজা নং | মৌজার নাম | গ্রামের নাম | পরিবার সংখ্যা | জনসংখ্যা (২০১১) |
---|---|---|---|---|---|
০১ | ১৯১ | ভিটাডুবি | ভিটাডুবি | ২০০ | ১,০২৮ |
০২ | ৩২৮ | দক্ষিণদিয়া | দক্ষিণদিয়া | ২২৪ | ১,২৫৫ |
লালুয়ারটুক | ২২০ | ১,২৭৭ | |||
সিমেরকান্দি | ১১৪ | ৬০৫ | |||
০৩ | ৪৬৭ | গোয়ালনগর | গোয়ালনগর | ৩৪৬ | ২,০৮১ |
০৪ | ৬১৬ | কেউরকোপা | কদমতলী | ২৮৮ | ১,৫৪৩ |
ঝামারবালী | ১৪৮ | ৭৯৯ | |||
মাইজখোলা | ২৯৭ | ১,৬৯৪ | |||
সোনাতলা | ২৪৬ | ১,৩২৯ | |||
০৫ | ৭০৬ | মাছমা | মাছমা | ২২৭ | ১,৪০৫ |
০৬ | ৮৩৫ | পিয়ালাপুর | নোয়াগাঁও | ২৯৫ | ১,৫৬০ |
পিয়ালাপুর | ৩০ | ১৯৬ | |||
রাজনগর | ৬১ | ২৭২ | |||
০৭ | ৮৬৫ | রামপুর | রামপুর | ৩৮৮ | ২,০৮৮ |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গোয়ালনগর ইউনিয়নের সাক্ষরতার হার ৩৫.৮%।[২] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- গোয়ালনগর উচ্চ বিদ্যালয়[৪]
- প্রাথমিক বিদ্যালয়
- ঝামারবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লালুয়ারটুক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাগোয়ালনগর ইউনিয়নে যোগাযোগের প্রধান উপায় নৌপথ। এছাড়া পায়ে হেঁটে ও রিক্সা যোগে উপজেলা সদরে যাতায়াত করা হয়। এটি নাসিরনগর উপজেলার সবচেয়ে দুর্গম ও অবহেলিত ইউনিয়ন।[৫]
খাল ও নদী
সম্পাদনাগোয়ালনগর ইউনিয়নের উত্তর ও পশ্চিম পাশ দিয়ে মেঘনা নদী বয়ে চলেছে। এছাড়া এ ইউনিয়নের উল্লেখযোগ্য খালগুলোর মধ্যে রয়েছে কাটাকালির খাল, খগেন্দ্র বাবুর খাল, লালুয়ারটুক বড় খাল, মাইজখোলার আরিয়াল খাল, ইন্দার বিল খাল, মজন খাল, কুড়ের খাল এবং মাছমা ইন্দু পাড়ার খাল।[৬]
হাট-বাজার
সম্পাদনাগোয়ালনগর ইউনিয়নের প্রধান হাট/বাজার হল গোয়ালনগর বাজার।[৭]
দর্শনীয় স্থান
সম্পাদনা- মেদির হাওড় মিনি কক্সবাজার[৮]
জনপ্রতিনিধি
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এক নজরে গোয়ালনগর ইউনিয়ন"। goalnagarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "গোয়ালনগর উচ্চ বিদ্যালয়"। amar-school.com। Review Network Bangladesh। ২৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "যোগাযোগ ব্যবস্থা - গোয়ালনগর ইউনিয়ন"। goalnagarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "খাল ও নদী - গোয়ালনগর ইউনিয়ন"। goalnagarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "গোয়ালনগর বাজার - গোয়ালনগর ইউনিয়ন"। goalnagarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "মেদির হাওড় মিনি কক্সবাজার - গোয়ালনগর ইউনিয়ন"। goalnagarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "জনপ্রতিনিধিদের তালিকা - গোয়ালনগর ইউনিয়ন"। goalnagarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "বাল্যবিবাহে সহায়তা করেন চেয়ারম্যান"। prothomalo.com। প্রথম আলো। ৬ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৯।