ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয়

ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয় বাংলাদেশের নোয়াখালী জেলার নোয়াখালী সদর উপজেলার একটি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৩৯ সালে। প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে ব্রাদার সেন্ট আন্দ্রে বেসেটের উপর; যিনি ব্রাদার আন্দ্রে নামেও সমধিক পরিচিত।[১]

ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয়
অবস্থান
পশ্চিম বদরীপুর,

,
সোনাপুর–৩৮০২,

তথ্য
ধরনবেসরকারি মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১১ ফেব্রুয়ারি ১৯৩৯; ৮৫ বছর আগে (1939-02-11)
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা
বিদ্যালয় জেলানোয়াখালী জেলা
সেশনজানুয়ারি–ডিসেম্বর
বিদ্যালয় কোড১০৭৫৩৬
প্রধান শিক্ষকসিস্টার আগ্নেশ রোজারিও
অনুষদবিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
শিক্ষকমণ্ডলী৩৮
শ্রেণী১ম–১০ম
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনমফস্বল
ওয়েবসাইটbshsnoa.edu.bd

ইতিহাস সম্পাদনা

১৯৩৯ সালে নোয়াখালীতে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর প্রথমদিকে হলিক্রস মিশনারিদের মাধ্যমে শিক্ষা কাঠামো প্রবর্তিত হতো। স্বাধীনতার পর বিদ্যালয়ের শিক্ষার মাধ্যম পরিবর্তিত হয়ে বর্তমান রূপ ধারণ করে। অন্যান্য সব মিশনারি শিক্ষা প্রতিষ্ঠানের মতই এই প্রতিষ্ঠানকেও যুক্তরাষ্ট্র থেকে পর্যবেক্ষণ করা হয়। মূলত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকা রোমান ক্যাথলিক মহাধর্মপ্রদেশ কর্তৃক পরিচালিত হয়।

শ্রেণি, বিভাগ ও শাখা সমূহ সম্পাদনা

বর্তমানে এ বিদ্যালয়ে ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।

ইউনিফর্ম সম্পাদনা

  • ছেলেদের সাদা শার্ট     , কালো প্যান্ট     , সাদা কেডস্      এবং কালো বেল্ট     
  • মেয়েদের আকাশী কামিজ     , কামিজের উপর সাদা ক্রস বেল্ট     , কোমরে সাদা বেল্ট      এবং সাদা কেডস্     


শিক্ষা কার্যক্রম সম্পাদনা

বিদ্যালয়টিতে ছেলে এবং মেয়ে উভয়ের অধ্যয়নের সুযোগ থাকে।

ফলাফল সম্পাদনা

বিদ্যালয়ে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশের হারের তালিকাঃ[২]

সাল পরীক্ষার নাম পরীক্ষার্থী উত্তীর্ণ পাশের হার
২০১৯ এসএসসি ২৪৪ ২৪০ ৯৮.৩৬
২০২০ এসএসসি ২২২ ২১৬ ৯৭.৩০
২০২১ এসএসসি ২৭৮ ২৭৪ ৯৮.৫৬

খেলাধুলা ও সহপাঠ্যকর্ম সম্পাদনা

শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়।

ল্যাবরেটরি সম্পাদনা

বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের গবেষণার জন্য রয়েছে ল্যাব। এসব ল্যাবে বহু মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে জ্ঞান লাভের জন্য এসব উপকরণ ব্যবহৃত হয়।

গ্রন্থাগার সম্পাদনা

বিদ্যালয়টিতে রয়েছে বিশাল একটি গ্রন্থাগার। এতে রয়েছে বিভিন্ন ধরনের নামী-দামী কয়েক হাজার বই। শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে বসে পড়তে পারে এবং তাদের পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারে।

বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পাদনা

বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান শিক্ষার্থী-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর।

সংঘ সম্পাদনা

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পরিক্রমা, ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয়"bshsnoa.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৮ 
  2. "ফলাফল"banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৮