ব্রহ্মসংহিতা
ব্রহ্মসংহিতা (সংস্কৃত: ब्रह्मसंहिता) হলো একটি সংস্কৃত পঞ্চরাত্র পাঠ্য, যার শুরু ব্রহ্মা কর্তৃক উচ্চারিত বিষ্ণু ও তাঁর অবতার যেমন কৃষ্ণের মহিমান্বিত প্রার্থনার শ্লোকের সমন্বয়ে।
পাঠ্যটি গৌড়ীয় বৈষ্ণবধর্মের মধ্যে সম্মানিত।[১] এটিতে কৃষ্ণের আবাস, গোলোকের অত্যন্ত রহস্যময় বর্ণনা রয়েছে। পাঠ্যের একটি অংশ, পঞ্চম অধ্যায়ের ৬২টি শ্লোক, যা পূর্বে কয়েক শতাব্দী ধরে হারিয়ে গিয়েছিল, চৈতন্য মহাপ্রভু সেটি পুনঃআবিষ্কার করেছিলেন।[১] ব্রহ্মসম্প্রদায়ের মধ্বাচার্য তার ব্রহ্মসূত্রের ভাষ্যতে একাধিকবার ব্রহ্মসংহিতার উদ্ধৃত করেছেন।
পুনরুদ্ধার করা পাঠ্য
সম্পাদনাব্রহ্মসংহিতার[২] উদ্ধারকৃত খণ্ডটি পঞ্চম অধ্যায়ে শুরু হয়, যার প্রথম শ্লোকে বলা হয়েছে:
ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ-বিগ্রহঃ
অনাদিঃ আদিঃ গোবিন্দঃ সর্ব কারণ কারণম্
পাঠ্যটি প্রথম সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ১৯৩২ সালে এবং প্রায়শই ভক্তিমূলক ও দার্শনিক পাঠ্য হিসাবে গাওয়া বা আবৃত্তি করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ A history of the Brahma Saṁhitā, Feb 17, 2012, (Indiadivine.org)
- ↑ Brahma-saṁhitā, Library, Śrī Brahma-saṁhitā, at vedabase.io
- ↑ "Śrī brahma-saṁhitā 5.1"।
আরও পড়ুন
সম্পাদনা- Bhaktisiddhanta Sarasvati, Goswami, (trans.), Sri Brahma-Samhita, with commentary by Srila Jiva Goswami, Sri Gaudiya Math 1932, reprint The Bhaktivedanta Book Trust, Los Angeles, 1985.
- Matsubara, Mitsunori, Pancaratra Samhitas and Early Vaisnava Theology, Motilal Banarsidass, New Delhi, 1994.
- Narayana, Bhaktivedanta, Swami, (trans.), Sri Brahma Samhita, Fifth Chapter, with the full commentary by Srila Jiva Goswami, Gaudiya Vedanta Publications, Vrindavana UP, 2003.
- Otto Schrader, F., Introduction to the Pañcarātra and the Ahirbudhnya Saṁhitā, Adyar Library, Madras 1916. Second edition 1973.
- Sagar, B.A., Tridandi Bhiksu, (trans.), Śrī Brahma Saṁhitā, Quintessence of Reality the Beautiful, with the commentary by Srila Bhaktivinoda Thakur, Sri Chaitanya Saraswat Math, Nabadwip 1992.