বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

লুনা পার্ক নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

সম্পাদনা
 

লুনা পার্ক নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/লুনা পার্ক পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মো. মাহমুদুল আলম (আলাপ) ০৫:২৮, ২৮ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

শুধু ছড়া লেখে নিবন্ধ তৈরি

সম্পাদনা

শুধু ছড়া লেখে তৈরি নিবন্ধ সাধারণত উইকিপিডিয়ায় গ্রহণ করা হয় না। ইংরেজি উইকিপিডিয়া থেকে কয়েকটি অনুচ্ছেদ অনুবাদ করতে পারেন। যদি পরে অনুবাদ করতে চান উৎস সম্পাদনায় {{কাজ চলছে}} যুক্ত করুন। তবে একসাথে অনেকগুলোতে {{কাজ চলছে}} রেখে দেয়া ঠিক হবে না। — AKanik 💬 ১৩:১৩, ২৮ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনি ইতিমধ্যে ৯ টি নিবন্ধ শুরু করেছেন। সে নিবন্ধগুলো শুরু করেছেন তার তালিকা এখানে পাবেন — AKanik 💬 ১৩:২৬, ২৮ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার কাজ চলছে

সম্পাদনা

@Tawhidul Kabir Chowdhury আপনি অনেকগুলো নিবন্ধে কাজ চলছে ট্যাগ লাগিয়েছেন। দয়া করে নতুন কোন নিবন্ধে আর এই ট্যাগ লাগিয়েন না। আর যেগুলোতে লাগিয়েছেন, সেগুলোর কাজ শেষ করুন। নিয়ম হলো দুই/একটাতে এই ট্যাগ লাগিয়ে কাজ শেষ করে আবার অন্যটাতে হাত দেয়া। আশা করছি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।  কুউ পুলক    ০৮:১৩, ২৯ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ করতে

সম্পাদনা

@Tawhidul Kabir Chowdhury ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে অনুবাদ সরঞ্জম ব্যবহার করুন। দেখবেন অনুবাদ করা অনেক সহজ। তথ্যসূত্র, বিষয়শ্রেণী, আন্তঃউইকি সংযোগ ইত্যাদি স্বয়ংক্রিয় তৈরি হয়ে যাবে।  কুউ পুলক    ০৮:১৭, ২৯ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২ হালনাগাদ #১

সম্পাদনা

সুপ্রিয়, Tawhidul Kabir Chowdhury
এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প উপলক্ষে আপনার তৈরি লুনা পার্ক নিবন্ধটি গৃহীত হয়নি। অনুগ্রহ করে নিবন্ধের অনুবাদ সম্পূর্ণ করুন এবং আমার আলাপ পাতায় জানান। শুভেচ্ছা। — আদিভাইআলাপ১৭:০৭, ২ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২ হালনাগাদ #২

সম্পাদনা

সুপ্রিয়, Tawhidul Kabir Chowdhury
এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প উপলক্ষে আপনার তৈরি হাম্পটি ডাম্পটি, গুজি গুজি গ্যান্ডার নিবন্ধগুলো গৃহীত হয়নি। অনুগ্রহ করে নিবন্ধের অনুবাদ সম্পূর্ণ করুন এবং আমার আলাপ পাতায় জানান। শুভেচ্ছা। — আদিভাইআলাপ২০:৩৯, ৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২ হালনাগাদ #৩

সম্পাদনা

সুপ্রিয়, Tawhidul Kabir Chowdhury
এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প উপলক্ষে আপনার তৈরি লিটল টমি টাকার নিবন্ধটি সংশোধনের পর   গৃহীত হয়েছে। নিবন্ধটি পর্যালোচনা করে আপনার জন্য কিছু পরামর্শ, যাতে আপনার তৈরি করা নিবন্ধগুলো আরও চমকপ্রদ ও অর্থবহ হতে পারে:

  • ইংরেজি উইকিপিডিয়া থেকে সোর্স কোড কপি করে এনে বাংলায় যোগ করতে পারেন, এরপর সেটিকে ধীরে ধীরে বাংলা করুন। ref ট্যাগসহ লিখা আনবেন; অনুবাদের সময় ref ট্যাগের ভেতরে অনুবাদের প্রয়োজন নেই।
  • উইকিসংযোগের জন্য [[ ]] ব্যবহার করুন। যেমন: [[বাংলাদেশ]] লিখলে লিখা আসবে বাংলাদেশ, [[বাংলাদেশ|বাংলাদেশের]] লিখলে লিখা আসবে বাংলাদেশের। এখানে বোল্ড করার দরকার নেই।

এছাড়া যেকোনো প্রয়োজনে ও সমস্যায় আমার আলাপ পাতায় জানান, নির্দ্বিধায়। শুভেচ্ছা। — আদিভাইআলাপ০৫:৫২, ৫ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২ হালনাগাদ #৪

সম্পাদনা

সুপ্রিয়, Tawhidul Kabir Chowdhury
এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প উপলক্ষে আপনার তৈরি রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য গার্ডেন নিবন্ধটি সংশোধনের পর   গৃহীত হয়েছে। নিবন্ধটি পর্যালোচনা করে আপনার জন্য কিছু পরামর্শ, যাতে আপনার তৈরি করা নিবন্ধগুলো আরও চমকপ্রদ ও অর্থবহ হতে পারে:

  • ইংরেজি বা (বাংলা-ভিন্ন) অন্য ভাষার কবিতা সংক্রান্ত নিবন্ধের ক্ষেত্রে কবিতা অনুবাদের প্রয়োজন নেই। হুবহু কবিতার লাইন লিখে দেবেন। দরকার পড়লে এর পাশাপাশি ভাবানুবাদ যুক্ত করে দেওয়া যায়, না দিলেও ক্ষতি নেই।
  • নিবন্ধের মাঝখানে শিরোনাম যুক্ত করতে জোড়ায় সমান চিহ্ন ব্যবহার করুন। যেমন দ্বিতীয় স্তরের শিরোনামের জন্য == ==, তৃতীয় স্তরের শিরোনামের জন্য === === ইত্যাদি।
  • মূল অনুচ্ছেদগুলো লিখার শেষে তথ্যসূত্রের একটি অনুচ্ছেদ থাকে। সেটি যুক্ত করতে ভুলবেন না। তথ্যসূত্রের অনুচ্ছেদ যুক্ত করা হয় এভাবে:
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}

এছাড়া যেকোনো প্রয়োজনে ও সমস্যায় আমার আলাপ পাতায় জানান, নির্দ্বিধায়। শুভেচ্ছা। — আদিভাইআলাপ • ০৫:৫২, ৫ জুন ২০২২ (ইউটিসি) — আদিভাইআলাপ০৬:২৩, ৫ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

টু লিটল ডিকি বার্ডস নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

সম্পাদনা
 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য টু লিটল ডিকি বার্ডস নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে করা হয়েছে, কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৫:৩৪, ৫ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

মিস মি ইয়েট? নিবন্ধ সম্পর্কে

সম্পাদনা

@Tawhidul Kabir Chowdhury আপনার তৈরিকৃত মিস মি ইয়েট? নিবন্ধটির অনুবাদ করা প্রয়োজন। হয়তো ভুলে গিয়েছেন। তাই মনে করিয়ে দিলাম। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৭:৪০, ১৬ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

মিস মি ইয়েট? নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

সম্পাদনা
 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হবে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন কুউ পুলক    ১৫:৩১, ৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এডওয়ার্ড (গীতিকবিতা) নিবন্ধটি সম্পর্কে

সম্পাদনা

  সুপ্রিয় Tawhidul Kabir Chowdhury আমি মোহাম্মদ মারুফ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ২৮ মে, ২০২২ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের সময় হতে প্রায় ১৬৭ দিন পূর্বে এডওয়ার্ড (গীতিকবিতা) নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একাধিক সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাগুলো নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:

  1. নিবন্ধটি আকারে অনেক ছোট
  2. নিবন্ধটিতে কোন উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত নেই।

আপনি যা করতে পারেন:

  1. নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে
  2. নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্র প্রদান করে এই নিবন্ধটির মানোন্নয়ন করুন। তা নাহলে নিবন্ধটি অপসারণ করা হতে পারে।

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৫:১৫, ১১ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন