রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য গার্ডেন

রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য গার্ডেন” হলো ইংরেজি ভাষার একটি শিশুতোষ ছড়া, যা সাধারণত আঙ্গুল নিয়ে খেলার ছলে গাওয়া হয়। এর রাউড লোকসঙ্গীত সূচক সংখ্যা ১৯২৩৫।

"রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য গার্ডেন"
শিশুতোষ ছড়া
প্রকাশিত১৯৪০-এর দশক

ছড়ার কথা সম্পাদনা

দি অক্সফোর্ড ডিকশনারি অব নার্সারি রাইমস-এ প্রদত্ত ছড়াটির একটি সংস্করণ হলো:[১]

Round and round the garden
Like a teddy bear;
One step, two step,
Tickle you under there!

উৎস সম্পাদনা

এই কবিতাটি ১৯৪০-এর দশকের শেষভাগে ব্রিটেন থেকে প্রথম সংগ্রহ করা হয়।[২] বিশ শতকের আগ পর্যন্ত টেডি বিয়ার উদ্ভাবিত না হওয়ায় অনায়াসে বলা যায়, কবিতার বর্তমান রূপটি অনেকটাই সমসাময়িককালের সৃষ্টি। কিন্তু আইওনা ও পিটার ওপাইয়ের মতে “রাউন্ড অ্যান্ড রাউন্ড” নামে এই ছড়াটির একটি পূর্বতন রূপ ছিল, যা থেকে বর্তমান রূপটির আবির্ভাব ঘটেছে:[২]

Round about there
Sat a little hare,
The bow-wows came and chased him
Right up there!

সহযোগী কার্যক্রম সম্পাদনা

এই ছড়ার আবৃত্তির সময় প্রাপ্তবয়স্করা শিশুদের হাতের তালুর উপর তর্জনী দিয়ে গোল গোল করে ঘোরানো শুরু করে; এরপর তাদের আঙুল দিয়ে বাহু বরাবর হেঁটে হেঁটে উপরে উঠে এবং সবশেষে শিশুদের বাহুর নিচে সুড়সুড়ি দেয়[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ওপাই, আইওনা; ওপাই, পিটার (১৯৯৭)। দি অক্সফোর্ড ডিকশনারি অব নার্সারি রাইমস (২য় সংস্করণ)। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা ২১৫। 
  2. ওপাই, আইওনা; ওপাই, পিটার (১৯৯৭)। দি অক্সফোর্ড ডিকশনারি অব নার্সারি রাইমস (২য় সংস্করণ)। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা ২৩৩।