লিটল টমি টাকার” হলো ইংরেজি ভাষার একটি শিশুতোষ ছড়া। এটির রাউড লোকসঙ্গীত সূচক সংখ্যা হলো ১৯৬১৮।[১]

"লিটল টমি টাকার"
উইলিয়াম ওয়ালেস ডেনস্লো কর্তৃক চিত্রাঙ্কন, ১৯০১
শিশুতোষ ছড়া
প্রকাশিতআনু. ১৭৪৪
গান লেখকঅজানা

ছড়ার কথা সম্পাদনা

ছড়ার আধুনিক সংস্করণ নিম্নরূপ:

Little Tommy Tucker
Sings for his supper.
What shall we give him?
White bread and butter.
How shall he cut it
Without a knife?
How will he be married
Without a wife?[২]

উৎস সম্পাদনা

আইওনা ও পিটার ওপাইয়ের তত্ত্বানুসারে টমি থাম্ব’স প্রিটি সং বুক-এ (আনু. ১৭৪৪) এই কবিতার প্রাচীনতম সংস্করণটি পাওয়া যায়। তবে সেখানে শুধুমাত্র কবিতার প্রথম চার লাইন নথিভুক্ত করা হয়েছিল। এই কবিতার সম্পূর্ণ সংস্করণ মাদার গুজেজ মেলডি-এর (আনু. ১৭৪৪) অন্তর্ভুক্ত করা হয়েছিল।[২]

সতেরো শতকের দিকে “sing for one's supper” ইংরেজি ভাষার প্রচলিত একটি প্রবাদবাক্য ছিল।[৩]Tom would eat meat but wants a knife” (টম মাংস খাবে, তবে তার একটি ছুরি লাগবে) লাইনটি সেই শতকের শুরুর দিকে অ্যান এক্সিলেন্ট নিউ মেডলি-তে (আনু. ১৬২০) এই কবিতার আদি অস্তিত্বের প্রতি ইঙ্গিত করে। বিভিন্ন সমসাময়িক গানের লাইন বিশেষভাবে সমন্বিত করে এই বইটি রচিত হয়েছিল।[৪] এই কবিতার আরেকটি সম্ভাব্য উল্লেখ হলো রবার্ট হেরিকের এপিগ্রাম (শ্লেষাত্মক রচনা) “আপন টাক” (Upon Tuck), যা হেসপেরিডেস (১৬৪৮) গ্রন্থের অন্তর্ভুক্ত ছিল।

At post and pair, or slam, Tom Tuck would play
This Christmas, but his want wherewith says nay.

কবিতার প্রথম লাইনটি সমসাময়িক তাস খেলায় জয়-পরাজয়কে নির্দেশ করছে।

ছড়াটি নার্সারির সূচিতে অন্তর্ভুক্ত হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে অনুরূপ ছড়ার সাথে সম্মিলিত করা হয় এবং এর সাথে মানানসই সুর আরোপ করা হয়। লাইব্রেরি অব কংগ্রেসে ১৮৮৫ সালের দিককার কানাডীয় সিডনি পেরকিভালের (জোসেফ গোল্ডের ছদ্মনাম) চার ধরনের কণ্ঠে এই ছড়ার সুরারোপিত রেকর্ড সংরক্ষণ করা আছে। যার লাইন-

Little Tommy Tucker
Singing for his supper.
What shall he have
but white bread and butter?
How shall he cut it
without any knife,
How shall he marry
without any wife?[৫]

১৯২৪ সালে ইংরেজ লেখক পিটার ওয়ারলক তার ক্যান্ডেললাইট: অ্যা সাইকেল অব নার্সারি জিঙ্গেলস-এর পঞ্চম অংশে এটি অন্তর্ভুক্ত করেন।[৬][৭] এই কবিতাটি কার্ল উর্ফ ও গুনিল্ড কিটম্যানের শিশু সঙ্গীতশিক্ষা প্রকল্প “শুলওয়েক”-এরও (১৯৫০) অন্তর্ভুক্ত করা হয়েছে।[৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Roud Folksong Index S377998 Little Tom Tucker sings for his supper"ভগান উইলিয়ামস মেমোরিয়াল লাইব্রেরিইংরেজি লোকনৃত্য ও সঙ্গীত সোসাইটি। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬ 
  2. আই. ওপাই এবং পি. ওপাই, দি অক্সফোর্ড ডিকশনারি অব নার্সারি রাইমস (অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ১৯৫১, ২য় সংস্করণ, ১৯৯৭), পৃষ্ঠা ৪১৬–৭।
  3. উইলিয়াম জর্জ স্মিথ, দি অক্সফোর্ড ডিকশনারি অব ইংলিশ প্রভার্বস, ১৯৪৯, পৃষ্ঠা ৩২৩
  4. Text on the University of Michigan site
  5. লাইব্রেরি অব কংগ্রেস, "লিটল টমি টাকার"
  6. Lieder Net
  7. A performance on YouTube
  8. A performance on YouTube

বহিঃসংযোগ সম্পাদনা