লুনা পার্ক নামে বর্তমানে সচল বা বন্ধ ডজনখানেক বিনোদনকেন্দ্র রয়েছে। এগুলোর অধিকাংশই ১৯০৩ সালে প্রতিষ্ঠিত কোনি দ্বীপের লুনা পার্কের আদলে তৈরি করা হয়েছে বা নামকরণ করা হয়েছে। ১৯০৩ সালের হেডেতে কোনি দ্বীপের বৃহৎ পার্কে এটি প্রতিষ্ঠিত হয়। লুনা পার্ক হলো ছোট আকারের আকর্ষণীয় বিনোদনকেন্দ্র। এতে আসা-যাওয়া তুলনামূলক সহজ, স্থায়ী বা অস্থায়ী দোকানপাট বসানোর উপযোগী। এ ধরনের শহরতলিতে, বা কখনো কখনো, শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠে। লুনা পার্কে সাধারণত সাধারণত কিছু চিরাচরিত বিনোদন ব্যবস্থা (বিশাল চাকা বা নাগরদোলা), নতুন উদ্ভাবিত সামগ্রী (ইলেকট্রনিক ডিসপ্লে) এবং ক্যাটারিং সেবা প্রভৃতি থাকে।[১]

আনুমানিক ১৯০৫ সালের দিকে মূল লুনা পার্কের “ইলেক্ট্রিক টাওয়ার”। পরবর্তীতে প্রায় অনেক লুনা পার্ক নামের অ্যামিউজমেন্ট পার্কে এরকম কেন্দ্রীয় টাওয়ার ছিল।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. কেভস, আর. ডব্লিউ. (২০০৪)। এনসাইক্লোপিডিয়া অব দ্য সিটি। রুটলেজ। পৃষ্ঠা ৪৩৯। আইএসবিএন 9780415252256