বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

নিবন্ধ প্রসঙ্গে

সম্পাদনা

সুধী, উইকিপিডিয়াতে স্বাগতম। আপনি সম্প্রতি গ্রাম বিষয়ক এক লাইনের চারটি নিবন্ধ তৈরি করেছিলেন যা অপসারণ করা হয়েছে। প্রথমত, বাংলা উইকিপিডিয়াতে আমরা সাধারণত এক লাইনের বা অতি সংক্ষিপ্ত নিবন্ধ অপসারণ করে থাকি, নিয়মিতভাবে। তাই যে কোন নিবন্ধ তৈরি করলে কমপক্ষে ৩/৪ অনুচ্ছেদ বা পাঠক পড়ে যাতে যথেষ্ট তথ্য পান সে অনুসারে তৈরি করার চেষ্টা করুন। দ্বিতীয়ত, যে কোন ভৌগলিক স্থানের নিবন্ধ উল্লেখযোগ্যতা প্রমাণ করতে উক্ত স্থানের ব্যাপারে অন্য মাধ্যমে বিশদ আলোচনা বা উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার মানদণ্ড পূরণ করতে হয়। এমনিতে বাংলাদেশের গ্রামের নিবন্ধসমূহে বিশেষভাবে লেখার কিছু নেই এক/দু লাইন ছাড়া তাই আপনি সব গ্রামের তথ্য একত্র করে ইউনিয়নের নিবন্ধ সমৃদ্ধ করতে পারেন। আর নিবন্ধ অপসারণের জন্য কষ্ট পাবেন না। কারণ প্রথমদিকে সবার ক্ষেত্রেই এমন হয়েছে। কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৫৩, ১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া: লক্ষ্য এবার লক্ষ

সম্পাদনা

সুধী, উইকিপিডিয়া: লক্ষ্য এবার লক্ষ উপলক্ষ্যে আপনার জমা দেওয়া তিনটি নিবন্ধ গ্রহণ করা হয় নি। যেহেতু ১. নিবন্ধগুলো ইতিহাস সম্পর্কিত নয়। ২. নিবন্ধগুলো পুরোনো যা এডিটাথনের আগেই তৈরি হয়েছিলো।

অনুগ্রহ করে উইকিপিডিয়া: লক্ষ্য এবার লক্ষ পাতা থেকে নিয়মাবলি জেনে তারপর এডিটাথনে অংশগ্রহণ করার অনুরোধ রইলো। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ১৩:১৫, ২০ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নোবেল পুরষ্কার হাতে আবদুস সালাম নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

সম্পাদনা
 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হতে পারে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন ~ নাহিয়ান আলাপ ১৭:১২, ২০ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

টিমথি করসেলিস

সম্পাদনা

টিমথি করসেলিস নিবন্ধটি তৈরির জন্য ধন্যবাদ। তবে নিবন্ধটিকে এখনো অনেক কাজ বাকী রয়েছে। অনুগ্রহ করে তা শেষ করবেন। সাহায্য লাগলে আমাকে জানাবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৪, ২০ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনেকাংশ শেষ করেছি। আমি উইকিপিডিয়ার প্রোগ্রামিং এ একটু দুর্বল। ধন্যবাদ Shihab Munsi (আলাপ) ০২:৪২, ২৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ সংশোধন

সম্পাদনা

সুপ্রিয় শিহাব মুন্সি, অনুবাদে সমস্যার কারণে আপনার তৈরি নিন্মলিখিত নিবন্ধ গৃহীত হয়নি:

কষ্ট করে অনুবাদ সংশোধন করে যথাক্রমে MS Sakibইফতেখার নাইম কে জানাতে ভুলবেন না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৬, ৩১ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ

সম্পাদনা

সুপ্রিয় Shihab Munsi,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মে 2022

সম্পাদনা

  Please stop. Continuing to remove file deletion tags from file description pages on Wikipedia, as you did to মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, without resolving the problem that the template refers to may be considered vandalism. Further edits of this type may result in your being blocked from editing Wikipedia. নাহিয়ান আলাপ ০৫:৪৭, ১০ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

সম্পাদনা
 
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন