মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ (ইংরেজি: Mazid Jarina Foundation School and College) শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার একটি বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।[১][২][৩] প্রতিষ্ঠানটি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ নির্বাচিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি।[৩]

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ
Mazid Jarina Foundation School and College
অবস্থান

তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
প্রতিষ্ঠাকাল২০ ডিসেম্বর ২০১৩; ১০ বছর আগে (2013-12-20)[১]
প্রতিষ্ঠাতাএ.কে.এম শহিদুল[১]
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
বিদ্যালয় জেলাশরিয়তপুর জেলা
কর্তৃপক্ষমজিদ জরিনা ফাউন্ডেশন
বিদ্যালয় কোড৬০৬১
কলেজ কোড৬০২৮
ইআইআইএন১৩৬৮২৫
শিক্ষার্থী সংখ্যা৩৫০০ জন[১]
ওয়েবসাইটwww.mjfsc.edu.bd

ইতিহাস

সম্পাদনা

২০১৩ সালে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ স্থাপিত হয়। ২০১৩ সালের ডিসেম্বর মাসে ভবন উদ্বোধন করা হয় এবং ২০১৪ সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়।[৪]

নামকরণ

সম্পাদনা

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এ.কে.এম শহিদুল তার মরহুম পিতা জনাব আব্দুল মজিদ ও মরহুমা মাতা জরিনা খাতুন-এর নামে প্রতিষ্ঠানটির নামকরণ করেন।[৪]

অবকাঠামো

সম্পাদনা
  • ০৫টি ল্যাবরেটরিজ রয়েছে।[৫] এগুলো হলো:
  1. পদার্থবিজ্ঞান ল্যাব
  2. রসায়ন ল্যাব
  3. জীববিজ্ঞান ল্যাব
  4. গণিত ল্যাব
  5. কম্পিউটার ল্যাব
  • ০৩টি ভবন রয়েছে।[৫] এগুলো হলো:
  1. মাধ্যমিক একাডেমিক ভবন
  2. উচ্চ মাধ্যমিক একাডেমিক ভবন
  3. প্রশাসনিক ভবন

যাতায়াত সুবিধা

সম্পাদনা

নড়িয়া, শরীয়তপুর, বিঝারী ও জাজিরা রুটে চলমান ০৪টি নিজস্ব বাস রয়েছে।[৫]

সহশিক্ষা কার্যক্রম

সম্পাদনা

প্রতিষ্ঠানটিতে পাঠক্রম ভিত্তিক লেখাপড়ার পাশাপাশি পাঠক্রম বহির্ভূত শিক্ষার সুযোগ আছে। বাংলাদেশ টেলিভিশনের জাতীয় বাংলা ও ইংরেজী উভয় বিতর্কে অত্র প্রতিষ্ঠান প্রথম ও দ্বিতীয় স্থান দখল করার কৃতিত্ব অর্জন করেছে।[৪][৩]

প্রতিষ্ঠানটিতে মোট ১০টি ক্লাব রয়েছে।[৪] এগুলো হলো:

  1. বিতর্ক ও বক্তৃতা ক্লাব
  2. সাংস্কৃতিক ক্লাব
  3. বিজ্ঞান ও গবেষণা ক্লাব
  4. গণিত অলিম্পিয়াড ক্লাব
  5. ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব
  6. বাংলা ভাষা ও সাহিত্য ক্লাব
  7. মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কুইজ ক্লাব
  8. আইসিটি ক্লাব
  9. স্পোর্টস ও শৃংখলা ক্লাব
  10. ফটোগ্রাফি ও ফাইন আর্টস ক্লাব।ফটোগ্রাফি
  11. ফাইন আর্টস ক্লাব

এছাড়া প্রতিষ্ঠানটি প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সকল জাতীয় দিবসের অনুষ্ঠান আয়োজন করে থাকে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, শরীয়তপুর"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০১ 
  2. নিজস্ব প্রতিনিধি (২০২৩-০২-০৮)। "মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে জিপিএ-ফাইভের রেকর্ড"বাংলা ভিশন। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০১ 
  3. এস এম মজীবুর রহমান (২০২২-১০-১৬)। "ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান-মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ"চ্যানেল আই। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০১ 
  4. "প্রতিষ্ঠাতা মহোদয়ের বাণী"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০১ 
  5. "Mazid Jarina Foundation School & College | Welcome..."www.mjfsc.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৪