ব্যবহারকারী আলাপ:Shahriar Islam Alvi/সংকলন/২০১৯

আ স ম ফিরোজ সম্পাদনা

আপনার তৈরি উপরের নিবন্ধটি ইতোমধ্যে উইকিপিডিয়াতে আ. স. ম. ফিরোজ নামে রয়েছে। দয়া করে যে কোন সম্পাদনা আ. স. ম. ফিরোজ পাতায় করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫৪, ৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় নাহিদ সুলতান,

আপনাকে ধন্যবাদ পাতাটিকে পুরোনো পাতার সঙ্গে যুক্ত করার জন্য। আমি খুজে পাচ্ছিলাম না পাতাটি।

আদম আলী দফাদার সম্পাদনা

তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি। তার নামে একটি পাতা তৈরি করতে যাচ্ছি। নাহিদ সুলতান ভাই মতামত দিন। ~ সাইবার গোয়েন্দা (আলাপ) ০৯:০০, ৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

এই নিবন্ধটিও আসলে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতা নীতিমালায় উত্তীর্ণ হবে না। উইকিপিডিয়ায় যে কোন বিষয় যুক্ত করতে চাইলে নিবন্ধের বিষয়টি বিশ্বকোষীয় তথ্যভান্ডারের জন্য উপযুক্ত কিনা সেটি দেখতে হয়। কোন বিষয় সম্পর্কে তথ্য যুক্ত করা যাবে এবং কোন বিষয় সম্পর্কে যুক্ত করা যাবে না, সেটি নির্ণয়ের জন্য উইকিপিডিয়ায় কিছু মানদণ্ড রয়েছে। যাকে উইকিপিডিয়াতে ‘উল্লেখযোগ্যতা নীতিমালা’ বলা হয়। যে কোন বিষয় অবশ্যই এই মানদণ্ডে উত্তীর্ণ হতে হয়। এক্ষেত্রে দেখুন: উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি)~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৪৫, ৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বিজ্ঞাপন, অন্যের ব্যবহারকারী পাতা তৈরি ও আরো সম্পাদনা

সুধী, প্রথম, আপনি লিজিয়ন নামে টেমপ্লেট ও এর উন্নয়নকৃত একটি অ্যাপলিকেশনের নিবন্ধ তৈরি করেছিলেন। যা পরিষ্কার বিজ্ঞাপন। দ্বিতীয়ত, অন্য আরেকজন অবদানকারীর ব্যবহারকারী পাতা আরেকজন তৈরি করতে পারেন না এটা যার পাতা তারই সম্পাদনা করার কথা। আপনি এরকম কয়েকটি অ্যাকাউন্টের পাতায় করেছেন ও আলাপ পাতা থেকে তথ্য মুছে দিয়েছেন। তৃতীয়ত, উক্ত অ্যাকাউন্টগুলো কি আপনার তৈরি? উইকিপিডিয়াতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার নিষিদ্ধ কিছু ব্যতিক্রম ছাড়া। এরকম প্রমাণিত হলে সব অ্যাকাউন্টে বাধা দেওয়া হয়। চতুর্থত, দয়া করে অপ্রয়োজীয় টেমপ্লেট তৈরি করবেন না। আর কোন নতুন নিবন্ধ তৈরি করলে সেটি উপরে যেমনটি বলেছি উল্লেখযোগ্য কিনা সেটি বিবেচনা করে তারপর তৈরি করুন এবং নিবন্ধ এক/দুই লাইন না করে কমপক্ষে কয়েক অনুচ্ছেদ করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:১৩, ৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

এবং নিজের আলাপ পাতা থেকেও দয়া করে আলাপ মুছে ফেলবেন না। আলাপ পাতাসমূহ আলোচনার সংগ্রশালা হিসেবে কাজ করে। যখন পাতাটি অনেক বড় হয়ে যাবে তখন আপনি উপপাতায় আলাপগুলো সংগ্রহ করে রাখতে পারেন যাতে রেকর্ড থাকে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৩০, ৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অসম্পূর্ণ, ছোট নিবন্ধ, অপসারণযোগ্য টেমপ্লেট প্রসঙ্গ সম্পাদনা

নাহিদ ভাই,

আমার চোখে পড়া অসম্পুর্ণ কিংবা ছোট নিবন্ধ-তে যদি আমি উক্ত টেমপ্লেট যুক্ত করি তাহলে কি তা নীতিবহির্ভূত? এছাড়া অপসারণযোগ্য নিবন্ধে কি আমি টেমপ্লেট যুক্ত করতে পারি? আর বিভিন্ন নিবন্ধে অসংলগ্ন টেমপ্লেট (যেমনঃ উৎস থাকা সত্ত্বেও উৎসহীন টেমপ্লেট ব্যবহার) অপসারণ করতে পারে কি?

~ সাইবার গোয়েন্দা (আলাপ) ১৩:০৫, ৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অসম্পুর্ণ কিংবা ছোট নিবন্ধে আপনি টেমপ্লেট যুক্ত করতেই পারেন, এতে কোন বাধা নেই। তবে বাংলা উইকিপিডিয়ার প্রায় সব নিবন্ধই বলতে গেলে অসম্পুর্ণ সুতরাং এই ট্যাগ গণহারে ব্যবহার অপ্রয়োজনীয়। তার চেয়ে আপনি দুই লাইন যুক্ত করলে সেটি বরং ভালো হবে। অপসারণযোগ্য নিবন্ধে অপসারণ টেমপ্লেটতো অবশ্যই যুক্ত করতে পারেন। আর নিবন্ধে থাকা যে কোন ট্যাগ যদি অপ্রয়োজনীয় হয় সেটিও আপনি সড়াতে পারেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:০৯, ৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

সংগঠনের পাতা তৈরি সম্পাদনা

নাহিদ ভাই,

বাংলা উইকিপিডিয়া - এ মুক্তভাবে নিবন্ধ যোগ করার জন্য একটি আলাদা সেকশন বা আলাদা একটি ওয়েবসাইট এর আবেদন জানাচ্ছি। সাধারণ ব্যবহারকারীরা যাতে নিজেদের সম্পর্কে মুক্তভাবে বা তাদের তৈরি ক্ষুদ্র সংগঠনগুলোর উপর নিবন্ধ তৈরি করতে পারে। এ ব্যাপারে আপনার মতামত আশা করছি।

~ সাইবার গোয়েন্দা (আলাপ) ১৩:২৮, ৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নাহিদ ভাই।

গণহারে অধিকারের আবেদন সম্পাদনা

দয়া করে থামুন। আপনি না জেনেই গণহারে অধিকারের আবেদন করছেন যা ঠিক নয়। উক্ত অধিকারগুলো কি কাজে লাগে এবং কখন আবেদন করা যায় বা কখন দেওয়া হয় সে সম্পর্কে আপনি কিছুই জানেন না তা আপনার আবেদনে দেখেই প্রতীয়মান। এগুলো পদবী নয় বরং অভিজ্ঞ ব্যবহারকারীদের প্রয়োজন অনুসারে দেওয়া হয়। প্রতিটি অধিকার কি কি কাজে লাগে সেটি উক্ত অধিকারের পাতায় পাবেন। অভিজ্ঞতা ও উইকি সম্পর্কে কম জানা থাকলে ওই অধিকারগুলো আপনাকে দেওয়া হবে না এটা নিশ্চিত। সুতরাং অবদান রাখতে থাকুন তবে তার চেয়ে বড় ব্যাপার হলো কিছু করার পূর্বে সেটি সম্পর্কে আগে জানবেন তাহলেই ভুলগুলো এড়ানো যাবে। একের অধিকা অ্যাকাউন্ট কারণ ছাড়া উইকিপিডিয়ার নীতির বাইরে ব্যবহার যে অপ্যাবহার সেটি আপনাকে পূর্বেই বলেছিলাম। তাই ShahriarSir অ্যাকউন্টে বাধাদান করা হয়েছে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩৮, ৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় সুধী,আশ করি ভালো আছেন। এই বিষয়শ্রেণী "টাঙ্গাইল জেলার রাজনীতিবিদ" কোনো নিবন্ধে থাকা মানে এর অন্তর্গত থাকা সকল মূল বিষয়শ্রেণী ঐ নিবন্ধের সাথে যুক্ত থাকা। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ০৮:২২, ৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

এই টেমপ্লেটটির পরিক্ষা চালাচ্ছি সম্পাদনা

 

আপনার অ্যাকাউন্টের সাথে "রোলব্যাক" অধিকার যুক্ত করা হয়েছে। আপনার কিছু অবদান পর্যালোচনার পর, আমি বিশ্বাস করি ধ্বংসপ্রবণতা রোধের উদ্দেশ্যে রোল্যব্যাক অধিকারটি ব্যবহার করার জন্য আপনি বিশ্বস্ত এবং আপনি এই অধিকারটি বিশ্বস্ত সম্পাদনা প্রত্যাবর্তন বা ফেরত নেয়ার কাজে অথবা সম্পাদনা যুদ্ধের কাজে ব্যবহার করবেন না। রোলব্যাক সম্পর্কিত আরো তথ্যের জন্য, উইকিপিডিয়া:রোলব্যাক পড়ুন। আপনি যদি রোলব্যাক অধিকারটি আর ব্যবহার করতে না চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি অধিকারটি আপনার একাউন্ট থেকে প্রত্যাহার করবো। শুভ কামনা ও ধন্যবাদ। ~ শাহরিয়ার স্যার (আলাপ) ১১:৪৫, ৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি) ~ শাহরিয়ার স্যার (আলাপ) ১১:৪৫, ৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উইকিপ্রকল্প ইসলাম-আমন্ত্রণ সম্পাদনা

 

উইকিপ্রকল্প ইসলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি ইসলামমুসলমানদের সাথে সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংস্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প।

বর্তমানে আমরা এ প্রকল্পের উন্নতিকল্পে কাজ করছি; আপনিও আমাদের সাথে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ইসলামী নিবন্ধগুলিকে মানসম্মত পর্যায়ে আনতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাকে; আপনার উইকি সম্পাদনা শুভ হোক।

‍‍‍‍ মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৫:২০, ১১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

শুভেচ্ছা সম্পাদনা

শুভেচ্ছা নিন। বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখছেন দেখে ভালো লাগছে। আমার আলাপ পাতায় আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। যখনি যা অনুবাদ করবেন, অনুবাদ করার সময় বাক্যগঠন যেন ঠিক থাকে সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন। ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৬, ১১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি চিজবার্গার! সম্পাদনা

  উইকিপিডিয়াতে আপনার যাত্রার সফলতা কামনা করছি। বিশাল ক্সান (আলাপ) ০৮:৪৭, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ায় ক্যাটাগরি’র বাংলা হিসেবে ‘বিষয়শ্রেণী’ ব্যবহৃত হয়। আপনি আজিম খান নিবন্ধে ‘বিভাগ’ হিসেবে অনুবাদ করেছিলেন। আসলে বিভাগ লিখলে সেটি মিডিয়াউইকিতে কাজ করবে না। তাছাড়া, গুগল অনুবাদ করার পর একটু বাক্যগুলো পড়ে সংশোধন করবেন, তাহলেই হয়ে যাবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২২, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। ~ শাহরিয়ার স্যার (আলাপ) ১০:২৪, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ইসলামে নীতি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

বিভিন্ন কারণ দর্শিয়ে ইসলামে নীতি পাতায় উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের অনুরোধ করে একটি ট্যাগ যুক্ত করা হয়েছে। কারণগুলো দেখতে অনুগ্রহপূর্বক পাতাটিতে যান। যদি পাতাটি ইতোমধ্যেই অপসারিত হয়ে থাকে, তাহলে কারণ জিজ্ঞাসা করে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Wikipediansouravhalder (আলাপ) ১৪:১৭, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ইসলামে নীতি নিবন্ধটি উইকিপ্রকল্প ইসলাম হতে অনুবাদ করা হয়েছে। আপনি এই নিবন্ধ অপসারণ করতে অনুরোধ করতে পারেন না। তাই সম্পাদনা বাতিল করা হল। ধন্যবাদ। ~ শাহরিয়ার স্যার (আলাপ) ১৫:১৫, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী নামের নীতি সম্পাদনা

অপ্রচলিত ও অবোধগম্য নাম ব্যবহার করা উইকিপিডিয়ার নীতিমালা লঙ্ঘন করে না। তাই ব্যবহারকারী আলাপ:Nayan hello worldব্যবহারকারী আলাপ:Clawjelly পাতায় আপনার বার্তা অপসারণ করছি। কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। — Ahmad ১৫:০৭, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নামে hello world কিংবা official যুক্ত করা কি নীতিমালা লঙ্ঘন করে না? ~ শাহরিয়ার স্যার (আলাপ) ১৫:১০, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
official যুক্ত করা যাবে না। hello world যুক্ত করা যাবে। — Ahmad ১৫:১২, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র বিহীন নিবন্ধন ও দৃশ্যপট সম্পাদনা

আপনি ইতি মধ্যে উইকিপিডিয়ায় খুব ভালো সম্পাদনা করা শুরু করেছেন এ জন্য আপনাকে শুভেচ্ছা রইল।কিন্তু ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আপনি অনেকগুলো নিবন্ধন তৈরি করছেন যার ভিতরে বেশিরভাগ নিবন্ধটি অসম্পূর্ণ এবং দৃশ্যপট আবার কোন কোন নিবন্ধন এর তথ্যসূত্র নেই। তো আপনিও নিবন্ধন গুলো তথ্যসূত্র যোগ করুন এবং নিবন্ধন গুলো সম্পন্ন করুন। উদাহরণস্বরূপ হিসেবে আমি আপনাকে নিবন্ধনে উল্লেখ করছি আজিম খান,মিশ্রণ,লশমিড ধ্রুবক Wikipediansouravhalder (আলাপ) ০৫:১৮, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

যেহেতু নিবন্ধগুলো ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করা হয়েছে তাই অনেক তথ্যসূত্রই পাইনি। ধন্যবাদ চেস্টা করব। ~ শাহরিয়ার স্যার (আলাপ) ০৫:২১, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

পরামর্শ সম্পাদনা

সুধী, আফসানা বেগম নিবন্ধে আপনার সম্পাদনার জন্য আপনাকে ধন্যবাদ। অনুগ্রহপূর্বক, জীবিত ব্যক্তির নিবন্ধে মুক্ত নয় এমন ছবি যোগ করবেন না। কেননা, উইকিপিডিয়ার নিয়মানুসারে জীবিত ব্যক্তির নিবন্ধে ছবি যোগ করলে তা মুক্ত চিত্র হতে হয়। তবে, আপনি মৃত ব্যক্তিদের নিবন্ধে মুক্ত নয় এমন ছবি অর্থাৎ, ওয়েবসাইট থেকে আপলোডকৃত ছবি যথাযথ তথ্য দিয়ে যোগ করতে পারেন।--S. M. Nazmus Shakib (আলাপ) ০৯:৪২, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

চিত্রটি মুক্ত হওয়ার শর্ত কি? ~ শাহরিয়ার স্যার (আলাপ) ০৯:৪৭, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
নিজের তোলা কোনো ছবি যদি আপনি মুক্ত বলে ঘোষণা করেন, তবে তা মুক্ত। তবে হ্যাঁ, কিছু কিছু ওয়েবসাইট তাদের ছবি মুক্ত বলে ঘোষণা করে থাকে। আপনি যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলেন, সেটি এমন ঘোষণা দেয় নি।--S. M. Nazmus Shakib (আলাপ) ০৯:৫৫, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অভিযোগ সম্পাদনা

আপনার বিরুদ্ধে আমি একটা অভিযোগ করেছি এই যে প্রিয়াঙ্কা চৌধুরী নিবন্ধনে আমি দ্রুত অপসারণের প্রস্তাব দিয়েছি আপনি সেই প্রস্তাব মুছে এবং নিবন্ধন এর লেখা খালি করে নতুন করে প্রস্তাব দিয়েছেন কেন? Wikipediansouravhalder (আলাপ) ১০:৩১, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার প্রস্তাব মোছা হয়নি। সম্পাদনা ইতিহাস দেখুন। আমি খেয়াল করিনি। আপনি দিয়েছেন। তাই ট্যাগ লাগিয়েছি। ~ শাহরিয়ার স্যার (আলাপ) ১০:৩৬, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Shahriar Islam Alvi:মোছা হয়েছিল আপনি ইতিহাস দেখুন। পরবর্তীতে আমি ঠিক করে দিয়েছি আপনাকে প্রশ্ন করার আগেই এইজন্য আপনি হয়তো বুঝতে পারছেন না।

কিছু কথা সম্পাদনা

আপনাকে আমি বলছি আপনি উইকিপিডিয়া সম্পর্কে জ্ঞানলাভ করুন। আমি ইতিমধ্যে সূর্য অস্ত নিবন্ধনটি তৈরি করছি এবং কাজ চলছে ট্যাগ লাগানো আছে তার পরেও আপনি আমার নিবন্ধনে কাজ চালাচ্ছেন কেন।Wikipediansouravhalder (আলাপ) ১১:১৯, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে সাহায্য করছিলাম। ~ শাহরিয়ার স্যার (আলাপ) ১১:২৭, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ডিসেম্বর 2019 সম্পাদনা

  হ্যালো, আমি Wikipediansouravhalder। উইকিপিডিয়া আপনার-আমার মত যে কেউ লিখতে পারে, ভিন্ন ভিন্ন লোক দ্বারা লিখিত হয় বলে তাদের মতামতও ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু আমরা যথাসাধ্য চেষ্ঠা করি যে কোন নিবন্ধে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখার। আপনার পাতায় সাম্প্রতিক সম্পাদনা আমার কাছে নিরপেক্ষ মনে হয়নি বলে, আমি তা বাতিল করেছি। আপনি যদি মনে করেন আমি ভুল করেছি, অথবা আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আপনি আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। ধন্যবাদ। আপনাকে আমি বারবার বলছি যে নিবন্ধন তৈরি করছি এবং কাজ চলছে ট্যাগ লাগানো আছে তার পরিবর্তে আপনি আমার নিবন্ধনে কাজ চালাচ্ছেন এজন্য আমি আপনাকে প্রথম সর্তকতা করলাম পরবর্তীতে আমি প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করতে বাধ্য হব আপনার বিরুদ্ধে। Wikipediansouravhalder (আলাপ) ১১:২৯, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনারা দুজনই নতুন উইকিপিডিয়ান। দেখে ভালো লাগছে যে, আপনারা অভিজ্ঞ উইকিপিডিয়ানদের নিবন্ধেও প্যাট্রল করছেন। আপনাদের সম্পাদনা শুভ হোক। সম্পাদনা যুদ্ধ একটি গর্হিত কাজ। দয়া করে সম্পাদনা যুদ্ধে জড়াবেন না। কাজ চলছে ট্যাগ যুক্ত থাকা মানে আরেকজন পাতাটির উন্নয়ন করছেন। সেক্ষেত্রে ঐ পাতায় সম্পাদনা করতে চাইলে উন্নয়নকারী লেখকের অনুমতি নিয়েই করা উচিত বলে আমার মনে হয়। আর যে সকল অগঠনমূলক সম্পাদনা পূনঃসম্পাদনা করে ঠিক করা সম্ভব, সেগুলো রোলব্যাক করবেন না। যেমন- @Wikipediansouravhalder: একটি নিবন্ধের কয়েক লাইন কপিরাইট লঙ্ঘন করায় সেটি সম্পূর্ণ মুছে দিয়েছেন। এটা মুছে না দিয়ে ঐ লেখা গুলোই নিজের মতো করে লিখলে আর কপিরাইট লঙ্ঘন করতো না। আপনারা মাত্র কয়েকদিন হলো যুক্ত হয়েই সক্রিয়ভাবে কাজ করছেন দেখে ভালো লাগছে। আশা করছি আপনারা এরকম নিয়মিত থাকবেন। আপনারা চাইলে আমার তৈরিকৃত মেডিকেল কলেজ বিষয়ক নিবন্ধগুলো সম্প্রসারণ করে সহযোগিতা করতে পারেন। যেগুলো এখানে পাওয়া যাবে। --ইয়াহিয়া (আলাপ) ১১:৫১, ১৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Ieahhiea: আপনাকে ধন্যবাদ এই কথাগুলো বলার জন্য। আমি উইকিপিডিয়া নতুন হতে পারি কিন্তু আমার অভিজ্ঞতা অনেক দিনের কারণ আমি নিজে উইকিপিডিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। আর আমি চেষ্টা করবো আপনার মেডিকেল কলেজ নিবন্ধন সম্প্রসারণ করতে।Wikipediansouravhalder (আলাপ) ১৪:৩২, ১৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

মন্তব্য সম্পাদনা

দয়া করে বেহুদা রোলব্যাক থেকে বিরত থাকুন। নিম্নবর্ণ আন্দোলন নিবন্ধে কি নিবন্ধের বিষয়বস্তু যাচাই করার মত লেখা ছিল না? নিবন্ধে কপিরাইটকৃত লেখা যোগ করা হয়েছে বলে অপসারণ করা হতে পারে। নিবন্ধটিতে তার বিষয়বস্তু যাচাই করার মত যথেষ্ট লেখা রয়েছে।-- S. M. Nazmus Shakib (আলাপ) ১৫:৫৭, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

পরীক্ষামূলক টেমপ্লেট সম্পাদনা

 এই ব্যবহারকারী উইকিপিডিয়ায়
১০০০ সম্পাদনা করেছেন।

~ শাহরিয়ার স্যার (আলাপ) ১৩:১২, ১৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

কপিরাইট লঙ্ঘন সম্পাদনা

আপনি যৌন অভিমুখীতার বহুমাত্রিক স্কেল পাতায় যে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনেছেন, তা কিসের ভিত্তিতে? ইংরেজি উইকির পাতা অনুবাদ করলে তা কি করে কপিরাইট লঙ্ঘনের আওতায় পড়ে? আন্তরিক উত্তর আশা করছি। রেহমান তুষার (আলাপ)

শাহরিয়ার, আমি আপনাকে পূর্বেও কিন্তু বেশ ভালো করেই ব্যাখ্যা করেছি যে নিজে না জেনে কাজ করাটা কিন্তু সঠিক নয়। উক্ত নিবন্ধে কোন কপিরাইট লঙ্ঘন নেই। দয়া করে না বুঝে শুধু শুধু অপ্রয়োজনীয় ট্যাগ দিবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৫১, ১৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স সম্পাদনা

উপরের নিবন্ধটি উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতা মানদণ্ডে উত্তীর্ণ হয়নি। এটি অপসারণ করা হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৪৯, ১৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স মানদণ্ডে উত্তীর্ণ হলে এটির সমস্যা কি? ~ শাহরিয়ার স্যার (আলাপ) ১৪:৫৩, ১৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
আমার মতে "বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স" নিবন্ধটিও অপসারণযোগ্য — Ahmad ১৬:১৩, ১৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নাম পরিবর্তনের বার্তা সম্পাদনা

অন্য কাউকে নাম পরবির্তনের বার্তা দিলে দয়া করে কারণ উল্লেখ করবেন। যেমন এখানে আপনি কোন কারণ উল্লেখ করেননি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৬, ১৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আর এই টেমপ্লেটটি সরাসরি ব্যবহার করবেন না। এটি সাবস্টিটিউট করতে হয়। {{subst:Uw-username|কারণ}} এভাবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০০, ১৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার কোনো সমস্যা হলে কোনো প্রশাসকের আলাপ পাতায় বার্তায় দিন সম্পাদনা

@Shahriar Islam Alvi:, আপনার কোনো সমস্যা হলে কোনো প্রশাসকের আলাপ পাতায় বার্তায় দিন। IndPhy (আলাপ) ০৭:২৪, ১৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অবশ্যই আছে। আপনি উইকিপিডিয়ার যোগ্য না। আপনি ১৮+ নুড পিকচার আপ দিয়ে তা আমার পাতায় যুক্ত করে দিয়েছেন। এর আগেও আমার পাতা খালি করে দিয়েছেন। একজনের আলাপ পাতা খালি করে ass লিখে দিয়েছেন। আমি সব পরিচিত উইকিপিডিয়ানদের মীমাংসা করার জন্য ডাকছি:
ব্যবহারকারী:NahidSultan, ব্যবহারকারী:আফতাবুজ্জামান ~ শাহরিয়ার স্যার (আলাপ) ০৭:২৯, ১৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Shahriar Islam Alvi: আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে উইকি আলাপ বলছি যেখানে প্রশাসকরা ও ব্যবহারকারীরা আলোচনা করে। প্রশাসকরা সক্রিয় হলে দেখবে।~সেনাপ্রধান ০৭:৩৪, ১৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

তাকে একজন প্রশাসক বাধা দিয়েছেন। আমি যদিও সক্রিয় ছিলাম, কিন্তু উইকিপিডিয়ায় কাউকে বাধা দেওয়ার সুবিধা আমার নেই। — Ahmad ০৮:১১, ১৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

সংক্ষিপ্ত নিবন্ধ সম্পাদনা

শাহরিয়ার, এক/দু লাইনের নিবন্ধ তৈরি করতে আমরা বাংলা উইকিপিডিয়াতে অনুৎসাহিত করে থাকি। আপনি বেশ কিছু এক/দুই লাইনের নিবন্ধ সম্প্রতি তৈরি করেছেন। যদি এমন হয় যে, সেগুলো পরে সংশোধন করবেন তাহলেও একসাথে অনেকগুলো শুরু না করে, একটি শেষ করে আর একটি তৈরি করবেন এবং কমপক্ষে দুই/তিন প্যারা লেখা যুক্ত করার চেষ্টা করবেন। কারণ দিনশেষে সংক্ষিপ্ত নিবন্ধগুলো বিশ্বকোষকে উন্নতিতে আসলে কোন কাজেই আসে না। উপরন্তু, অন্য উইকির চেয়ে বাংলার বিষয়বস্তুর মান কমে যায়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৫৯, ১৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ভাই, যদি নিবন্ধগুলি অনুবাদকৃত হয় আর গুগলেও কোনো অতিরিক্ত তথ্য উপলব্ধ না থাকে? ~ শাহরিয়ার স্যার (আলাপ) ১৫:০১, ১৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
উল্লেখযোগ্য অনেক জিনিস আছে যার বিষয়ে তথ্য পাওয়া যায় না অনেকসময় এবং আপনি সেগুলি অনুবাদ করতেই পারেন। তবে দেখে দেখে কেবল ছোটই অনুবাদ করতে থাকবেন না, কিছু মাঝারি, বড় নিবন্ধও অনুবাদ করবেন, সবকিছুর মিশ্রণে, এটাই অনুরোধ রইল। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪৩, ১৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমি জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েননি, যদি পড়তেন তাহলে আমার সম্পাদনা বাতিল করতেননা সম্পাদনা

@Shahriar Islam Alvi:, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিবন্ধে যেটি বাতিল করেছেন ওটি বেয়াদোবি হয়েছে; ১৯৭০ সাল পর্যন্ত ৩৯তম সমাবর্তন হয়েছে এটার প্রমাণ অনেক জায়গায় আছে, আমি একটি বইয়ের কথা উল্লেখ করেছি ওখানে, তথ্যসূত্র দিয়েছি, ঐ পাতায় প্রচুর বইয়ের তথ্যসূত্র দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় নিবন্ধটিতেও ১৯৭০ সাল পর্যন্ত ৩৯তম সমাবর্তন হয়েছে বলা আছে, ভালো করে পড়ে দেখুন, নিজেকে শাহরিয়ার স্যার বলার আগে পড়াশোনা করুন। 116.58.203.74 (আলাপ) ০৭:৩২, ২০ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

সুধী, আমি নিজেকে কি বলব তা নিয়ে না ভাবলেও চলবে। আপনার সম্পাদনায় উদ্ধৃতি ভুলের কারণেই তা বাতিল করা হয়েছিল। আমি তা আবার পূর্বাবস্থায় ফেরত এনেছি। বাংলা উইকিপিডিয়ায় বই উদ্ধৃতির জন্য টেমপ্লেট ব্যবহার আবশ্যকীয়। আপনার আমার মত কেউ জানলেই তা উইকিপিডিয়াতে লেখার যোগ্য না। ধন্যবাদ। ~ শাহরিয়ার স্যার (আলাপ) ০৮:১৭, ২০ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Shahriar Islam Alvi:, উপরোক্ত বেনামী ব্যবহারকারীকে বাধা দেওয়ার জন্য কোনো প্রশাসককে বলা উচিৎ কারণ উনি উইকিপিডিয়া:কোনো ব্যক্তিগত আক্রমণ নয় আইন ভংঘ করেছেন। এসটি রাজীব (আলাপ) ১৩:১০, ২০ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পাদনা

@Shahriar Islam Alvi:, এটি পড়ুন দেখুন আপনার উইকিপিডিয়াতেই তথ্যসূত্র ছাড়াই আমার কথাই উল্লেখ রয়েছে, ১৯৭০ সালে সর্বশেষ সমাবর্তন হয়েছিলো; আপনি তরুণ, পড়াশোনার পাঠ চুকাননি, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, অনেক কিছু জানতে পারবেন, চিন্তা করবেননা আপনার করা সম্পাদনা আমি আর বাতিল করছিনা। 116.58.203.58 (আলাপ) ০৮:০০, ২০ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Shahriar Islam Alvi:, এই ব্যক্তিটিকে অবশ্যই কোনো প্রশাসক কর্তৃক বাধা দেওয়া উচিৎ। কারণ উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয় তা তিনি জানেন না। আলভী ভাই আপনি আপনার কাজ করুন, ওনাকে কোনো প্রশাসক বাধা দেবেন। এসটি রাজীব (আলাপ) ১৩:১৪, ২০ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অযাচিত সম্পাদনা সম্পাদনা

হ্যালো,

ইতোমধ্যেই আপনি দেড় সহস্রাধিক সম্পাদনা করে ফেলেছেন এবং নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, নিয়মিত বা অনিয়মিত ব্যবহারকারী কে? এছাড়াও, কার কি ভূমিকা তা নিশ্চয়ই টের পেয়েছেন। কিন্তু আপনার সাম্প্রতিক সম্পাদনা অনেকাংশেই অযাচিত বা কাঙ্খিত নয়; অর্থাৎ, অতি বিরক্তিকর এবং সম্পাদনা দ্বন্দ্বের কবলে পড়তে হয়। তাসত্ত্বেও অবশ্য আপনাকে ধন্যবাদও জানিয়েছি। এতে কিন্তু মূল্যবান সময় ক্ষয় হয়! পরবর্তীতে আবার আপনি এ সম্পাদনাটি করেছেন যাতে স্পষ্টতর হয়ে যায় যে আপনি এখানে কোন অবদান রাখার উদ্দেশ্যে আসেননি। সুতরাং, এ জাতীয় সম্পাদনা করা থেকে বিরত থাকার জন্যে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ০৬:৩৮, ২৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

পটুয়াখালী সদর উপজেলা সম্পাদনা

শাহরিয়ার, আপনি উপরের নিবন্ধটি সম্পূর্ণ হিসেবে মার্ক করেছিলেন কিন্তু নিবন্ধটিতো পুরোটাই অসম্পূর্ণ। দয়া করে উইকিপিডিয়া:বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প/রচনাশৈলী ও তথ্যসূত্র পড়ুন ও অন্যান্য রচানশৈলী অনুসারে লেখা শুরু করুন। দ্রুত করতে হবে না। পুরো প্রকল্পটি যেহেতু বছরব্যাপী চলবে তাই আস্তে আস্তে সম্পূর্ণ করতে থাকুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৫১, ২৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

মার্চ্যান্টেক্স নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

মার্চ্যান্টেক্স নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মার্চ্যান্টেক্স পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। দেলোয়ার () • ১৭:৪০, ২৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

যান্ত্রিকতা সম্পাদনা

শাহরিয়ার, আপনার নিবন্ধে কিন্তু এখনো অনেক যান্ত্রিকতা বিদ্যমান। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৩৪, ২৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ঠিক করার চেস্টা করছি, জনাব। ~ শাহরিয়ার সাহেব (আলাপ) ০২:০৫, ২৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
শাহরিয়ার, আবার আপনার কিছু নিবন্ধ দেখলাম। আপনার প্রায় সবগুলো নিবন্ধ রুক্ষ বা যান্ত্রিক অনুবাদ। এখন, সবগুলোতেতো আর ট্যাগ লাগানো সম্ভব না, তাই আপনাকে বারবার বলছি। ইংরেজি থেকে প্রত্যক্ষ অনুবাদ করতে হবে না। আপনি যদি কোন বাক্য ঠিকভাবে না বুঝতে পারেন সেক্ষেত্রে ওই বাক্য ভেঙে বাংলায় সহজ করে লিখবেন, খুব জটিল বাক্য যে লিখতে হবে তা নয়। ব্যাপার হলো, পাঠকের জন্য যখন আমরা লিখছি তখন পাঠক বুঝতে পারলেই হলো। আপনি ৬০+এর উপরে নিবন্ধ তৈরি করেছেন কিন্তু বেশ কিছু ছোট এবং অধিকাংশ এরকম অনুবাদ। আসলে নিবন্ধ সংখ্যা না বাড়িয়ে আপনি প্রথমে অনুবাদগুলো ঠিক করুন। কারণ নিম্ন মানের অনুবাদ বা নিবন্ধ দিনশেষে বিশ্বকোষে আসলে কোন ভ্যালুই এড করে না। আমার কথায় কষ্ট পাবেন না কারণ আমাদের সবারই এমন হয়েছে। আপনারও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু অনুবাদের সময় একটু খেয়াল রাখতে হবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২৪, ২৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

চোকি ভাষাতে সম্পাদনা করে টেমপ্লেটে সমস্যা করেছেন। সম্পাদনা

চোকি ভাষাতে সম্পাদনা করে টেমপ্লেটে সমস্যা করেছেন। দয়া করে এরকম করবেন না।ইফতেখার ০২:৫০, ২৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমি ব্যখ্যা দেই, সম্ভবত আপনারা দুইজনেই না জানবেনঃ সিনো-তিব্বতী লেখায় রঙ চলে গিয়েছিল মূলত। তি লেখলে আসত। আর তার নিচের কোড দুটি বাংলা করলে লিঙ্ক কাজ করবে না। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৪৫, ২৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

কপিরাইট চিত্র সম্পাদনা

শাহরিয়ার, আপনাকে অনেকেই মনে হয় এরপূর্বে বলেছে নিজের তোলা ছবি ছাড়া ছবি না আপলোড করতে। এটা এজন্য বলা যে, কমন্সে আপনি বেশ কিছু কপিরাইটেড চিত্র আপলোড করেছিলেন। এখানেও চিত্র:নিশাত রহমান.jpeg তাই করেছেন। দয়া করে, অন্যের তোলা ছবি আপলোড করবেন না যদি মুক্ত না থাকে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৫৭, ২৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বুঝতে পারি নাই ভাই। আর হবে না। এটা আমার সৃষ্টি। ~ শাহরিয়ার সাহেব (আলাপ) ১৭:০৪, ২৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
এটা পুরো ইন্টারনেট জুড়েই পাওয়া যাচ্ছে। আপনি পুনরায় আপলোড করেছেন তারমানে আপনি কপিরাইট উইকিপিডিয়াতে কীভাবে কাজ করে তা কিছুই বুঝতে পারেননি। দয়া করে পরবর্তীতে আপলোডের পূর্বে মূল ফাইল আপলোড করুন এবং প্রমাণপত্র COM:OTRS অনুসরণ করে পাঠান। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৩১, ২৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
এবং নিবন্ধটিও অপসারণ করা হয়েছে কারণ এটি উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) মানদণ্ডে উত্তীর্ণ নয়। আরেকটা পরামর্শ দেই, তা হলো এই উল্লেখযোগ্যতা নীতিমালাটাও ভালো করে পড়ুন বাংলা ও ইংরেজি সংস্করণ দুটিই কারণ ভবিষ্যতে এটি সবচেয়ে বেশি কাজ লাগবে যখন কাজ করবেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৩৯, ২৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ভারতের টিভি ধারাবাহিক নিয়ে কাজ করতে আগ্রহী? সম্পাদনা

সুপ্রিয়, Shahriar Islam Alvi/সংকলন/২০১৯ আমি আপনাকে একটি প্রস্তাব করছি তা হলো - আপনি যদি চান তাহলে আমার সাথে ভারতের টেলিভিশন ধারাবাহিক নিয়ে কাজ করতে পারেন। আপাতত অনুবাদের কাজ করছি পরবর্তীতে গুগল থেকে তথ্য সংগ্রহ করে নিবন্ধগুলো সম্পূর্ণ করা হবে। আপনি যদি চান তাহলে ব্যবহারকারী:ইফতেখার নাইম/খেলাঘর এখান থেকে একটি তালিকা পাবেন সেগুলো তৈরি করার কাজ করতে পারেন। – ইফতেখার নাইম (আলাপ) ০৩:৫৬, ৩০ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা বাতিল সম্পাদনা

ভাই ফুলগাজী উপজেলা সর্বশেষ আইপি হতে যে সম্পাদনা করেছে তা আপনি বাতিল করেছেন। বাতিল করার আগে যাচাই করা উচিত ছিলো। মোঃ আরিফ ( আলাপ আলাপ) ১১:০৩, ৩১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

গুগলে উপযুক্ত তথ্য খুজে পাইনি এ বিষয়ে। ~ শাহরিয়ার সাহেব (আলাপ) ১১:১০, ৩১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

হিটলার হারুন (নাটক) নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

হিটলার হারুন (নাটক) নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/হিটলার হারুন (নাটক) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:১৪, ৩১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

"Shahriar Islam Alvi/সংকলন/২০১৯"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।