ব্যবহারকারী আলাপ:Meghmollar2017/গ্রোথ/২০২১

এটি আমার মূল আলাপ পাতা নয়। এখানে বার্তা লেখা থেকে বিরত থাকুন। বার্তা দেওয়ার জন্য আমার মূল আলাপ পাতা ব্যবহার করুন।

Sk.Feroz hossain-এর করা প্রশ্ন (১৫:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

আধুনিক অর্থনীতির জনক কে ? --Sk.Feroz hossain (আলাপ) ১৫:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Sk.Feroz hossain: পল স্যামুয়েলসন। বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধটি খুবই ছোট। আপনি এখান থেকে অনুবাদ করে সম্প্রসারণ করতে পারেন। এজন্য–
  1. ইংরেজি নিবন্ধের কলম আইকনে ক্লিক করে একটি অনুচ্ছেদ কপি করুন।
  2. বাংলা নিবন্ধে কপি অংশটুকু পেস্ট করুন এবং ধীরে ধীরে অনুবাদ করে “প্রকাশ করুন”।
পুরো প্রক্রিয়ায় কোনো সমস্যার সম্মুখীন হলে, আমাকে এখানে জানান। শুভকামনা  Meghmollar2017আলাপ১৬:১১, ১১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Md Taufiqur Rahman Sourov-এর প্রশ্ন (০১:৪৫, ১৪ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

আসসালামু আলাইকুম ভাই।আজকে Wikipedia তে যোগ দিলাম।কিভাবে কি কাজ করতে হয়? --Md Taufiqur Rahman Sourov (আলাপ) ০১:৪৫, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Md Taufiqur Rahman Sourov: শুভেচ্ছা নিন। আপনি বিশেষ:নীড়পাতায় গেলে বেশ কিছু "পরামর্শকৃত সম্পাদনা" দেখতে পাবেন। শুরুর পদক্ষেপ হিসেবে সেগুলিতে ক্লিক করে দেখুন। ওখানে আপনাকে বলে দেয়া হবে কি করতে হবে। একবার চেষ্টা করে দেখুন ও না বুঝলে জানান। ধন্যবাদ →SHEKH (আলাপন) ০১:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ShazidSharif2001-এর প্রশ্ন (০৬:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

সুপ্রিম মেন্টর, তোমার অফ উইকিতে কিছু বার্তা এসেছে। সাজিদ (আলাপ) ০৬:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

S.MAHDI AL HASAN-এর প্রশ্ন (১০:৪৮, ১৭ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

আমি আজকে একটি নিবন্ধসম্পাদনা করেছি। এটা আমি কোথায় দেখতে পাবো --S.MAHDI AL HASAN (আলাপ) ১০:৪৮, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@S.MAHDI AL HASAN: আপনার কৃত সম্পাদনা দেখতে পাবেন বিশেষ:অবদান/S.MAHDI AL HASAN -এই পাতায়। এছাড়া আপনার (মোবাইল) স্ক্রিনের বাম কোণায় তিনটি দাগ চিহ্ন রয়েছে। সেখানে ক্লিক করলে “অবদান” অপশন পাবেন। সেখানে থেকেও দেখতে পারেন। ডেস্কটপ মোডে অবদানের অপশন খুঁজে পাবেন স্ক্রিনের ওপরে। আপনার সম্পাদনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার উইকিযাত্রা শুভ হোক।  Meghmollar2017আলাপ১০:৫৮, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Syed Ohaduzzaman Rayhan-এর প্রশ্ন (১৫:১৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

Assalamualaikum,,, আশা করি ভালো আছেন,,, --Syed Ohaduzzaman Rayhan (আলাপ) ১৫:১৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Syed Ohaduzzaman Rayhan: ওয়ালাইকুম সালাম। জি, আমি ভালো আছি। উইকিপিডিয়ায় সম্পাদনা ও অবদান রাখার বিষয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমায় করতে পারেন। — Meghmollar2017আলাপ১৭:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ShazidSharif2001-এর প্রশ্ন (১৫:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

উদ্ধৃতি শৈলী ত্রুটি কি এবং সমাধানের উপায় কি? সাজিদ (আলাপ) ১৫:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@ShazidSharif2001: আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। {{উদ্ধৃতি}}-তে অসমর্থিত পরামিতিক মান ব্যবহার করলে উদ্ধৃতিশৈলী ত্রুটি হয়। এখন পর্যন্ত যেসমস্ত উদ্ধৃতিশৈলী ত্রুটি আমার নজরে পড়েছে সেগুলো হলো:
  • |তারিখ=২৩ ফেব্রুয়ারি, ২০২১ (এখানে কমা হবে না)
  • |শিরোনাম= পরামিতির বিপরীতে কোনো ইউআরএল লিংক থাকলে
  • শিরোনামে কোনো লাইন ব্রেক থাকলে
  • |ইউআরএল= ব্যবহার না করে |সংগ্রহের-তারিখ= ব্যবহার করলে।
মোটামুটি এই ত্রুটিগুলো সংশোধন করলেই আর এরর দেখায় না। উদ্ধৃতি শৈলী ত্রুটি সম্পর্কে আরও বিস্তারিত পাবেন সাহায্য:উদ্ধৃতি শৈলী ত্রুটি পাতায়। — Meghmollar2017আলাপ১৬:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Md. Amalmin nuri-এর প্রশ্ন (০৬:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

আমার আবেদনটি গ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন লেখকের বাংলা ভাষায় আমার অনেকগুলো লেখা সারা বাংলাদেশে চলছে। মুক্তমনা ব্লগ ইউকিপিডিয়া তো জানো আমার লেখাগুলো স্থান পায় সেজন্য আমি আবেদন করেছি। এক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ফোন নাম্বার থাকলে দিলে ভালো হয় --Md. Amalmin nuri (আলাপ) ০৬:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Md. Amalmin nuri: আপনাকে উইকিপিডিয়ায় স্বাগত জানাই। আপনি কোন আবেদনটির কথা বলছেন, আমি সেটা ঠিক বুঝতে পারিনি; সেটি আরেকটি পরিষ্কার করে বললে সুবিধা হয়। ব্যক্তির নামে নিবন্ধ তৈরির ক্ষেত্রে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) দেখুন; এখানে ব্যক্তির উল্লেখযোগ্যতা বিষয়ে বর্ণনা করা আছে। এগুলোতে উত্তীর্ণ হলে কোনো ব্যক্তির নামে নিবন্ধ লেখা হয়। লেখকের ক্ষেত্রে — বেস্টসেলার বইয়ের লেখক, জাতীয় বা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পুরস্কার বিজয়ী (বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বা ম্যান বুকার) লেখকের নামে নিবন্ধ তৈরি করা হয়। আপনি যদি নিজের নামে নিবন্ধ লিখতে চান, তবে সেটি উইকিপিডিয়ার স্বার্থের সংঘাত নীতিমালার সাথে তা সাংঘর্ষিক হবে। অর্থাৎ, আপনি আপনার নিজের নামে নিবন্ধ লিখতে পারবেন না। আর, ব্লগসাইট উইকিপিডিয়ায় কালোতালিকাভুক্ত। অর্থাৎ, ব্লগসাইটকে উইকিপিডিয়া নির্ভরযোগ্য উৎস হিসেবে গণ্য করে না। এই সংক্রান্ত নীতিমালা পাতাগুলো লেখকের নিবন্ধ তৈরিতে আপনাকে সহায়তা করবে। এ সংক্রান্ত কিংবা এর বাইরেও কোনো প্রশ্ন থাকলে আপনি এখানে, আমার আলাপ পাতাতেই করতে পারেন। আপনাকে আবারও ধন্যবাদ ও শুভকামনা। — Meghmollar2017আলাপ০৮:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Md Mosharrof Khan-এর প্রশ্ন (১৮:৫১, ১ মার্চ ২০২১) সম্পাদনা

চিত্রনায়িকা নদী ৫২ টি চলচ্চিত্রে অভিনয় করেছে.... কিন্তু তাকে উইকিপিডিয়াতে পাওয়া যায়না কেন? --Md Mosharrof Khan (আলাপ) ১৮:৫১, ১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Md Mosharrof Khan: উইকিপিডিয়ায় স্বাগত জানাই। উইকিপিডিয়া আপনার আমার মতো স্বেচ্ছাসেবকদের দ্বারাই তৈরি। একজনের নামে নিবন্ধ না থাকার অর্থ কেউ হয়তো তার নামে নিবন্ধ বানায়নি কিংবা উনি উল্লেখযোগ্যতা নীতিমালায় উত্তীর্ণ হন না। কোনো অভিনেত্রী ৫২টি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করে থাকলে তিনি অবশ্যই উল্লেখযোগ্য হবেন। (per Wikipedia:The GNG and notability for actors) অভিনেত্রী নদীর নামে একটি নিবন্ধ আপনি নিজেই তৈরি করতে পারবেন। তবে এর পূর্বে কিছুদিন উইকিপিডিয়ায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করে নেওয়ার পরামর্শ দেব। আপনার নীড়পাতায় এ সংক্রান্ত বেশ কিছু টাস্ক দেওয়া আছে। এছাড়া নির্ভরযোগ্য উৎসমৌলিক গবেষণা নীতিমালা পাতাগুলো আপনার সহায়ক হবে। এর বাইরে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কিংবা সাহায্যের প্রয়োজন হলে নির্দ্বিধায় আমার আলাপ পাতায় জানাবেন। শুভকামনা।  Meghmollar2017আলাপ১৯:৫০, ১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শুভম কুমার মন্ডল-এর প্রশ্ন (১৩:০৭, ৩ মার্চ ২০২১) সম্পাদনা

সম্পাদনা করতে হবে কী ভাবে ? কোনই ধারনা বা পূর্ব অভিজ্ঞতা নেই, তবে ইচ্ছুক। যদি একবার বুঝিয়ে দেওয়া যেত খুব ভালো হত, বাধিত হতাম। ধন্যবাদ --শুভম কুমার মন্ডল (আলাপ) ১৩:০৭, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@শুভম কুমার মন্ডল: উইকিপিডিয়ায় স্বাগত জানাই। প্রথমত, উইকিপিডিয়ায় সম্পাদনায় আপনার আগ্রহকে সম্মান জানাই। আমরা প্রত্যেকেই উইকিপিডিয়ায় কখনো না কখনো না প্রথম সম্পাদনা করেছি; আর সেখান থেকেই শিখেছি। কাজেই আমার প্রথম পরামর্শ হলো ধৈর্য ধরুন এবং আস্থা রাখুন।
  • মোবাইল থেকে সম্পাদনার জন্য প্রথমে আপনি পাতার উপরের দিকে কিংবা অনুচ্ছেদের শুরুতে ডানপাশের কলম আইকনে ক্লিক করুন।
  • প্রথমে সোজা সম্পাদনা দিয়ে শুরু করুন। (যেমন ভুল বানান ঠিক করতে পারেন)
  • আপনার নীড়পাতায় কীভাবে কী করতে হবে, তার বিবরণসহ কিছু সাজেশন দেওয়া আছে। সেখান থেকে শুরু করতে পারেন।
  • উইকিপিডিয়ায় সম্পাদনার জন্য সাহায্য:সম্পাদনা পাতাটি আপনার সহায়ক হবে। এখানে কিছু টিউটোরিয়াল ভিডিয়োসহ দেওয়া আছে।
  • এর মধ্যে কোনো বিষয়ে প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কিংবা সাহায্যের প্রয়োজন হলে, নির্দ্বিধায় আমার আলাপ পাতায় বলবেন। এছাড়া ফেসবুকে বাংলা উইকিপিডিয়ার গ্রুপে আমিসহ আরও অনেক সক্রিয় ও অভিজ্ঞ ব্যবহারকারীরা সহজভাবে বিষয়টি ব্যাখ্যা করতে পারবো। আপনি সেখানেও বার্তা দিয়ে রাখতে পারেন। শুভকামনা। — Meghmollar2017আলাপ১৩:৫৮, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Wikibristywiki-এর প্রশ্ন (১৫:৪১, ৩ মার্চ ২০২১) সম্পাদনা

আমি নিবন্ধ অনুবাদ করতে চাই। আমাকে একটু দিক নির্দেশনা দিন --Wikibristywiki (আলাপ) ১৫:৪১, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Wikibristywiki: আপনাকে উইকিপিডিয়ায় স্বাগত জানাই। কোন নিবন্ধ অনুবাদ করার জন্য আপনি বিশেষ:বিষয়বস্তু অনুবাদ টুলটি ব্যবহার কর‍তে পারেন। এছাড়া যেকোনো নিবন্ধের লালরঙা লিংকে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে। সেখানে ইংরেজি থেকে কপি করে আনা বিষয়বস্তু পেস্ট করুন এবং অনুবাদ করে প্রকাশ করুন। তবে লক্ষ রাখবেন, বিষয়বস্তু অনুবাদ টুল স্বয়ংক্রিয়ভাবে যান্ত্রিক অনুবাদ তৈরি করবে, যার অর্থ বোঝা না-ও যেতে পারে। এটাকে কিছুটা মোডিফাই করুন, যাতে অর্থ ভালোভাবে বোঝা যায়। তারপর প্রকাশ করুন। এর মাঝে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনার মেন্টর হিসেবে আমাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। শুভকামনা।  Meghmollar2017আলাপ১৫:৫৯, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Rabiul Hasan Tareq-এর প্রশ্ন (২০:৪৮, ৩ মার্চ ২০২১) সম্পাদনা

আসসালামু আলাইকুম আমি একজন গুনিজন এর জিবনী এইখানে এড করতে চাই --Rabiul Hasan Tareq (আলাপ) ২০:৪৮, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Rabiul Hasan Tareq: উইকিপিডিয়ায় স্বাগত জানাই। আপনি অবশ্যই একজন ব্যক্তির নামে নিবন্ধ করতে পারবেন। তবে তা উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতা নীতিমালাজীবিত ব্যক্তির জীবনী সংক্রান্ত নীতিমালা (জীবিত হলে) পূরণ করতে হবে। এই নীতিমালা পাতাগুলো উইকিপিডিয়ায় নতুন হিসেবে আপনাকে জীবনী সংক্রান্ত নিবন্ধ লিখতে সাহায্য করবে। এছাড়া কোনো প্রশ্ন, জিজ্ঞাসা থাকলে কিংবা কোনো সাহায্যের প্রয়োজন হলে, নির্দ্বিধায় আমাকে জানান। শুভকামনা রইল।  Meghmollar2017আলাপ০৪:১১, ৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ShazidSharif2001-এর প্রশ্ন (০১:৪৭, ৭ মার্চ ২০২১) সম্পাদনা

নিম্নতর ভেনা ক্যাভা নিবন্ধের তথ্যছকে লাল রঙে রাঙা Heart diagram 250px এই টেমপ্লেটটি যুক্ত করে দাও। সাজিদ(আলাপ) ০১:৪৭, ৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@ShazidSharif2001: ভাইয়া, টেমপ্লেটটি শাকিল তৈরি করে দিয়েছে। আর নিবন্ধটির বাংলা পরিভাষা, মনে হয়, “নিম্ন মহাশিরা” হবে। (সূত্র: গাজী আজমল, পৃষ্ঠা ১৫৩, জুন ২০১৯ রঙিন সংস্করণ) আপনাকে ধন্যবাদ। — Meghmollar2017আলাপ০৪:০১, ৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017: নিবন্ধদুটো তৈরীর পরে আমার একথা মনে হয়েছিল৷ তাই পুননির্দেশ করে দিয়েছি। প্রয়োজন হলে স্থানান্তর করা হবে। সাজিদ(আলাপ) ০৪:০৭, ৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@ShazidSharif2001: ভাইয়া, স্থানান্তর-ই করে দিন। শব্দটি অনেক প্রচলিত (পাঠ্যবইয়েই যেহেতু এর রেফারেন্স দেওয়া আছে)। শুভেচ্ছান্তে — Meghmollar2017আলাপ০৪:১৬, ৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Chiranjibchy-এর প্রশ্ন (১৬:১৯, ৭ মার্চ ২০২১) সম্পাদনা

আমি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ উপলক্ষে একটি নিবন্ধ অনুবাদ করেছি। কিন্তু সেটি আমি জমাদান করতে পারছি নাহ । --Chiranjibchy (আলাপ) ১৬:১৯, ৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Chiranjibchy: হতাশ হবেন না, আস্থা রাখুন। নিচের লিখাটি কপি করে জমাদান পাতায় সবার নিচে যুক্ত করুন। অন্যের লেখা প্রতিস্থাপন করবেন না।
# [[দুঃখ]] -- ~~~~
চারটি টিল্ডাচিহ্ন স্বয়ংক্রিয়ভাবে আপনার নাম যুক্ত করবে। আলাদা করে নাম যুক্ত করার প্রয়োজন হবে না। পরবর্তীতে কোনো সমস্যায় পড়লে তৎক্ষণাৎ এখানে বার্তা দেবেন। শুভকামনা।  Meghmollar2017আলাপ১৬:২৭, ৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ব্রো.. জমা দিলেই হবে!! ব্যবহারকারী নামস্থানে প্রারম্ভিক অনুবাদ রেখে দিয়েছেন দেখলাম। মূল নিবন্ধে কপি পেস্ট ও করেননি   —শাকিল হোসেন আলাপ ১৬:৩০, ৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভালোবাসার গল্প-এর প্রশ্ন (০৮:০৬, ১০ মার্চ ২০২১) সম্পাদনা

আমি এখানে কিভাবে ইডিট করব --ভালোবাসার গল্প (আলাপ) ০৮:০৬, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@ভালোবাসার গল্প: আপনাকে উইকিপিডিয়ায় স্বাগত জানাই। উইকিপিডিয়ায় এডিট বা সম্পাদনা করার জন্য আপনি আপনার মোবাইল স্ক্রিনের ওপরে ডানদিকে একটি কলম আইকন পাবেন। কলম আইকনে ক্লিক করলে একটি সম্পাদনা উইন্ডো খুলবে। উইন্ডোতে আপনি প্রয়োজন মতো পরিবর্তন করে প্রকাশ করলেই হয়ে যাবে। এছাড়া উইকিপিডিয়ায় নতুন হিসেবে সম্পাদনার জন্য এই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। শুভকামনা।  Meghmollar2017আলাপ০৯:০১, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:HELP নিয়ে সিতাংশু কর-এর প্রশ্ন (১৬:১৪, ১০ মার্চ ২০২১) সম্পাদনা

সাহায্য অফার করার জন্যে ধন্যবাদ। আমি উইকিপিডিয়ায় নিবন্ধ লিখতে এবং ইংরেজি, হিন্দি থেকে বাংলায় অনুবাদ করতে চাই। পদ্ধতি জানতে ইচ্ছুক। --সিতাংশু কর (আলাপ) ১৬:১৪, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@সিতাংশু কর: আপনাকে উইকিপিডিয়ায় স্বাগত জানাই। উইকিপিডিয়ায় এক ভাষা থেকে নিবন্ধ অনুবাদের জন্য আমরা দুইটি ভিন্ন পদ্ধতি অবলম্বন করি।
  1. ইংরেজি (বা অন্য কোনো ভাষা) থেকে সোর্সকোড কপি করে এনে সেটা বাংলা নিবন্ধে বসিয়ে দিই এবং অনুবাদ করে প্রকাশ করি। এ কাজে আপনি আপনার খেলাঘর ব্যবহার করতে পারেন। আপনার খেলাঘরে নিবন্ধটি কপি করে এনে অনুবাদ করুন এবং কাজ শেষে সংশ্লিষ্ট নামে স্থানান্তর করে দিন
  2. বিষয়বস্তু অনুবাদ টুল: এটি উইকিপিডিয়ার আধুনিক সুবিধাগুলোর অন্যতম। আপনি এখানে যেকোনো নিবন্ধ নির্বাচন করতে পারেন। টুলটি স্বয়ংক্রিয়ভাবে যান্ত্রিক অনুবাদ তৈরি করে দেবে। টুলের যান্ত্রিক অনুবাদ সংশোধন ও পাঠ্যোপযোগী করে শুধু প্রকাশ করবেন মাত্র। এছাড়া মোবাইল ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে “অনুচ্ছেদ অনুবাদ” নামে সুবিধা যুক্ত করা হয়েছে, যা ইতোমধ্যে বিদ্যমান নিবন্ধগুলোতে নতুন অনুচ্ছেদ যুক্ত করতে সহায়তা করে।
বাংলা উইকিপিডিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ চলমান রয়েছে। অনুবাদ করে নিবন্ধ পরিবর্ধনের মাধ্যমে আপনি এতে অংশ নিতে পারেন। প্রতিযোগিতার টিউটোরিয়ালটি আপনার জন্য সহায়ক হবে। এছাড়া বুঝতে কোনো সমস্যা হলে কিংবা কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাকে জানাবেন। শুভকামনা।  Meghmollar2017আলাপ১৬:২৭, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কাজী আরিফ বিন আবদুল্লাহ্-এর প্রশ্ন (০৬:২৫, ১১ মার্চ ২০২১) সম্পাদনা

ফাল্গুনের শুভেচ্ছা, উইকিপিডিয়ায় আমার নামে সার্চ দিলে যাতে আমার শিক্ষা জীবন ও কর্মজীবন দেখা যায় তা কি করে করবো। ধন্যবাদ --কাজী আরিফ বিন আবদুল্লাহ্ (আলাপ) ০৬:২৫, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@কাজী আরিফ বিন আবদুল্লাহ্: ফাল্গুনের দিনে আপনাকেও উইকিপিডিয়ায় স্বাগত জানাই। আপনি সম্ভবত আপনার নামে নিবন্ধ তৈরি করতে চাইছেন। তবে সেটা সম্ভব নয়। ব্যক্তির উল্লেখযোগ্যতা নীতিমালা এবং স্বার্থের সংঘাত নীতিমালার জন্য আপনি আপনার নামে কোনো নিবন্ধ লিখতে পারবেন না। তবে আপনার ব্যবহারকারী পাতায় আপনি আপনার সম্পর্কে লিখে রাখতে পারেন। এরপর উইকিপিডিয়ায় “ব্যবহারকারী:কাজী আরিফ বিন আবদুল্লাহ্” অনুসন্ধানে আপনার সম্পর্কে দেখা যাবে। শুভকামনা। — Meghmollar2017আলাপ০৬:৩৬, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Shahnur Shaheen-এর প্রশ্ন (২১:০৭, ১১ মার্চ ২০২১) সম্পাদনা

প্রথমেই সালাম নিবেন, আপনাকে মেন্টর হিসেবে পেয়ে আমি আনন্দিত। মেন্টর হিসেবে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, সেই সাথে আপনার সুস্থতা কামনা করছি। আমি এর আগেও উইকিপিডিয়ায় নিবন্ধনের চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। তখন নিবন্ধন প্রক্রিয়া বন্ধ ছিলো। পুনরায় আবেদন করলাম। মূলত প্রয়োজন সাপেক্ষে নতুন নিবন্ধ যুক্ত করা সহ বিভিন্ন নিবন্ধে তথ্য সংযুক্তি এবং নানান অসঙ্গতি ও ত্রুটি সংশোধনের ইচ্ছায় উইকিতে যুক্ত হতে চাই। আজকের আবেদনে প্রথম প্রশ্নের উত্তর অপশনে ত্রুটি সংশোধন বা নতুন নিবন্ধ যুক্তকরণ আলাদা আলাদা থাকায় কোনো অপশনই বেছে নিইনি। একেবারে শেষ অপশন 'অন্য'তে সাবমিট করেছি। আশা করি এতে প্রয়োজনীয় পরামর্শ থাকলে দিবেন। পরবর্তীতে কোনো প্রয়োজন হলে নক করবো ইনশাআল্লাহ। --Shahnur Shaheen (আলাপ) ২১:০৭, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Shahnur Shaheen: আপনাকে উইকিপিডিয়ায় স্বাগত জানাই। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে। উইকিপিডিয়া হলো এমন একটি বিশ্বকোষ, যেখানে আপনার-আমার মতো সাধারণ মানুষেরাই অবদান রাখেন। তাই, উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট তৈরি করা বন্ধ নেই, কখনো ছিল না, কখনো থাকবেও না। আপনি হয়তো কোনো কারিগরি সমস্যার কারণে অ্যাকাউন্ট তৈরি করতে পারেননি। অভিনন্দন যে, আপনি এবারে অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছেন। :) (তবে, সতর্ক থাকবেন, দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট তৈরি করবেন না।)
প্রাথমিক অবস্থায় আপনি যে অপশন বাছাই করেছেন, তা এখান থেকে পুনরায় পরিবর্তন করতে পারবেন। এখানে সাজেশন বা পরামর্শ হিসেবে কিছু নিবন্ধ দেওয়া আছে, সেগুলো দিয়ে কাজ শুরু করতে পারেন। এছাড়া, উইকিপিডিয়ায় বর্তমান অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ চলমান রয়েছে। আপনি তাতেও যোগ দিতে পারেন। প্রতিযোগিতার টিউটোরিয়ালটি আপনার জন্য সহায়ক হবে।
যেকোনো সমস্যায় আমার আলাপ পাতা আপনার বার্তা প্রদানের জন্য উন্মুক্ত। আপনার কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, সেটি বিনা সময় ব্যয়ে আমাকে জানাবেন। আমি সমাধানের সাধ্যমত চেষ্টা করব। আপনার উইকিযাত্রা শুভ হোক ও অব্যাহত থাকুক।  Meghmollar2017আলাপ০৪:৩৫, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ফিফথ রিপাবলিক মুভমেন্ট নিয়ে সিতাংশু কর-এর প্রশ্ন (১৫:৪৯, ১৭ মার্চ ২০২১) সম্পাদনা

শুভ সন্ধে! এ টপিকটির মূল উৎস ইংরেজি হলে তা দেখতে চাই। অনুবাদ ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। ভাষা ও বানান--দু-ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন। সিতাংশু কর (আলাপ) ১৫:৪৯, ১৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@সিতাংশু কর: দাদা, আপনার প্রশ্নটি আমি ঠিক বুঝতে পারিনি। আপনি বোধহয় এর ইংরেজি নিবন্ধটি চাইছেন (যেহেতু অনূদিত নিবন্ধ)। এর ইংরেজি নিবন্ধটি পাবেন এখানে। কম্পিউটার থেকে সম্পাদনা করলে স্ক্রিনের বামদিকে উল্লম্বভাবে এবং মোবাইল থেকে শিরোনামে নিচে ভাষা-সংযোগের অপশন পাবেন। — Meghmollar2017আলাপ১৬:২৩, ১৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ নিয়ে H.K.MD.Mahfujor Rahman-এর প্রশ্ন (১৯:১৫, ১৭ মার্চ ২০২১) সম্পাদনা

কিভাবে আমার সব এড করবো --H.K.MD.Mahfujor Rahman (আলাপ) ১৯:১৫, ১৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@H.K.MD.Mahfujor Rahman: আপনাকে উইকিপিডিয়ায় স্বাগত জানাই। আপনি এখানে যান এবং আপনার সম্পর্কে যা কিছু লিখার তা লিখতে পারেন। শুভকামনা।  Meghmollar2017আলাপ১৯:৪২, ১৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১/নিবন্ধ তালিকা নিয়ে নিসর্গ-এর প্রশ্ন (০৪:০৫, ২৩ মার্চ ২০২১) সম্পাদনা

অনুগ্রহ করে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় নিবন্ধের পাশে কীভাবে নাম যোগ করতে হবে তার নিয়মটি বলতে পারবেন? আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। --নিসর্গ (আলাপ) ০৪:০৫, ২৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@নিসর্গ: যে নিবন্ধটি করতে চান, তার পাশে ~~~~ চিহ্ন দিয়ে আপনার নাম যুক্ত করুন এভাবে:
| [[নিবন্ধ]] || [[:en:English article|English article]] || ~~~~
তাহলেই আপনার নাম যুক্ত হয়ে যাবে। এরপর ইংরেজি নিবন্ধটি থেকে বাংলায় যে অংশটুকু নেই, তা অনুবাদ করে শেষ করুন। শুভকামনা।  Meghmollar2017আলাপ০৪:৩৬, ২৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সিতাংশু কর-এর প্রশ্ন (১৮:২১, ৪ এপ্রিল ২০২১) সম্পাদনা

শুভকামনা! একটি জনপ্রিয় হিন্দি ছবি নিয়ে অনুচ্ছেদ উইকিপিডিয়ায় অন্তর্ভুক্ত করেছি। ইংরেজি উইকির ছবিটি আনতে পারিনি, তা জানি না। পদ্ধতিটি জানালে খুশি হবো। সিতাংশু কর (আলাপ) ১৮:২১, ৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@সিতাংশু কর: আপনি চিত্র আমদানির জন্য উইকিফাইল-ট্রান্সফার টুলটি ব্যবহার করতে পারেন। চিত্র আমদানির পর আপনাকে Summary ও Licences অংশটি “সারাংশ” ও “লাইসেন্স প্রদান” নামে কপি করে আনতে হবে। শুভকামনা। — Meghmollar2017আলাপ০৪:২১, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Md.Redwanul islam miju-এর প্রশ্ন (১০:৩৯, ১৯ এপ্রিল ২০২১) সম্পাদনা

আমি কিভাবে নতুন কোনো বিষয় নিয়ে লিখতে পারবো? জানাবেন --Md.Redwanul islam miju (আলাপ) ১০:৩৯, ১৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Md.Redwanul islam miju: প্রথমত আপনাকে উইকিপিডিয়ায় স্বাগত জানাই। নতুন নিবন্ধ বানানোর জন্য আপনি উইকিপিডিয়া:নতুন নিবন্ধ শুরুকরণ এবং উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ পাতা দুইটি দেখতে পারেন। এখানে নিবন্ধ তৈরির বিস্তারিত পাবেন। এছাড়া কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। শুভকামনা।  Meghmollar2017আলাপ০৫:১৫, ২০ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এমএসসি রাসেল সরকার-এর প্রশ্ন (১৫:০৯, ৮ ডিসেম্বর ২০২১) সম্পাদনা

ধন্যবাদ। আমি কিভাবে তথ্য সংযুক্ত করতে পারি। --এমএসসি রাসেল সরকার (আলাপ) ১৫:০৯, ৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@এমএসসি রাসেল সরকার: আপনাকে উইকিপিডিয়ায় স্বাগত জানাই। উইকিপিডিয়ায় তথ্য যোগের জন্য [যদি কম্পিউটার ব্যবহারকারী হোন,] পাতার উপরে সম্পাদনা বাটনে ক্লিক করুন, অথবা [যদি আপনি মোবাইল ব্যবহারকারী হোন,] তাহলে পাতার উপরে বা অনুচ্ছেদ-নামের পাশে কলম আইকনে ক্লিক করুন। এতে "সম্পাদনা উইন্ডো" নামে একটি পাতা আসবে। তাতে প্রয়োজনীয় লেখা লিখে পরিবর্তন প্রকাশ করুন বাটনে ক্লিক করলেই তথ্যটি উইকিপিডিয়ায় সংযুক্ত হবে। অনুগ্রহ করে তথ্য সংযুক্তির আগে তথ্যের যথার্থতা যাচাই করে নেওয়ার অনুরোধ রইলো। এছাড়া কোনো সমস্যার মুখোমুখি হলে নির্দ্বিধায় জানান। শুভকামনা -- — আদিভাইআলাপ০৯:২২, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Ashraful islam83-এর প্রশ্ন (১৭:৪৭, ১৬ ডিসেম্বর ২০২১) সম্পাদনা

করলা উইকিপিডিয়ায় কিভাবে অবদান রাখে? --Ashraful islam83 (আলাপ) ১৭:৪৭, ১৬ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Ashraful islam83: “করলা উইকিপিডিয়া”য় স্বাগত! XD উইকিপিডিয়া সম্পাদনা করা একদম সহজ। অনুচ্ছেদের পাশে থাকা কলম আইকনে ক্লিক করুন, কিছু লিখুন, আর প্রকাশ করুন। এছাড়া আরও বিস্তারিত দেখুন আপনার আলাপ পাতায় দেওয়া স্বাগতবার্তায়। শুভেচ্ছা ও শুভকামনায় — আদিভাইআলাপ১৮:১০, ১৬ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Emon adijnas-এর প্রশ্ন (১০:৪৬, ১৭ ডিসেম্বর ২০২১) সম্পাদনা

Good Afternoon --Emon adijnas (আলাপ) ১০:৪৬, ১৭ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Emon adijnas: শুভ অপরাহ্ন এবং উইকিপিডিয়ায় স্বাগত! — আদিভাইআলাপ১০:৪৯, ১৭ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"Meghmollar2017/গ্রোথ/২০২১"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।