উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১/কীভাবে অনুবাদ করবেন

বিভিন্ন পদ্ধতিতে অনুবাদ করে নিবন্ধে তথ্য যোগ করা যায়। এখানে কিছু পদ্ধতি বলা হল। তবে এখানের বলা পদ্ধতিতেই আপনাকে কাজ করতে হবে এমন কথা নেই। আপনি আপনার সুবিধামত করুন। না বুঝলে এখানে প্রশ্ন করুন

কম্পিউটার ব্যবহারকারী সম্পাদনা

আপনি কম্পিউটার ব্যবহারকারী হলে এখানে যান। অনুসন্ধান বাক্সে যে নিবন্ধ নিয়ে কাজ করতে চান, সেটির নাম লিখুন ও "অনুবাদ শুরু করুন" ক্লিক করুন। তারপর যে পৃষ্ঠা আসবে তাতে অনুবাদ করুন ও পরিশেষে নিবন্ধ প্রকাশ করুন।

অথবা

আপনার ব্রাউজারের এক ট্যাবে বাংলা নিবন্ধ (যা নিয়ে কাজ করতে চান) ও অপর ট্যাবে ইংরেজি নিবন্ধ খুলুন। এবার ইংরেজি নিবন্ধ দেখে দেখে, বাংলা নিবন্ধে তথ্য যোগ করুন। ও হ্যাঁ, তথ্য যোগ করতে সম্পাদনা করতে [সম্পাদনা] লেখায় ক্লিক করুন।

মোবাইল ব্যবহারকারী সম্পাদনা

আপনি মোবাইল ব্যবহারকারী হলে:

  • প্রথমে ব্রাউজারের এক ট্যাবে বাংলা নিবন্ধ যেটি নিয়ে কাজ করতে চান, তা খুলুন। এবার কলম আইকনে ক্লিক করুন।
  • অপর ট্যাবে সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটি খুলুন। এবার ইংরেজি নিবন্ধ দেখে দেখে, বাংলা নিবন্ধে লেখা অনুবাদ করে যোগ করুন।
অথবা,
  • পুরো ইংরেজি নিবন্ধের লেখা অনুলিপি (কপি) করে এনে আপনার খেলাঘরে যোগ করুন। (যোগ করতে কলম আইকনে ক্লিক করুন)
  • এবার খেলাঘরে ইংরেজি লাইনগুলি অনুবাদ করুন।
  • কাজ শেষ হলে, বাংলা লেখাগুলি সংশ্লিষ্ট বাংলা নিবন্ধে যোগ করুন।
অথবা,
  • আপনার ব্রাউজারে ডেস্কটপ মোড চালু করুন।
  • তারপর এখানে যান এবং নতুন অনুবাদ লেখায় ক্লিক করুন।
  • অনুসন্ধান বাক্সে যে নিবন্ধ নিয়ে কাজ করতে চান, সেটির নাম লিখুন ও "অনুবাদ শুরু করুন" ক্লিক করুন। তারপর যে পৃষ্ঠা আসবে তাতে অনুবাদ করুন ও পরিশেষে নিবন্ধ প্রকাশ করুন।
  • (এই পদ্ধতিটি ছোট স্ক্রিনের ফোনে ঝামেলাপূর্ণ হতে পারে, তবে বড় স্ক্রিনের ফোনে অনায়াসে করা যাবে।)