ব্যবহারকারী আলাপ:S.MAHDI AL HASAN
বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতমসম্পাদনা
সুপ্রিয় S.MAHDI AL HASAN! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা!
|
সম্পাদনা পূর্বাবস্থায় ফেরত প্রসঙ্গেসম্পাদনা
সুধী, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড পাতায় আপনার করা সম্পাদনা পূর্বাবস্থায় ফেরত নেওয়া হয়েছে। উইকিপিডিয়ার গাইডলাইন অনুযায়ী, উইকিপিডিয়া কোনো নির্দেশনা নয়। কাজেই সংস্থার হাউ-টু, প্রাজিপ্র ইত্যাদির প্রয়োজন নেই। আবার উইকিপিডিয়া উন্মুক্ত বিশ্বকোষ হওয়ায় কপিরাইটের প্রতি অত্যন্ত সংবেদনশীল। আপনি নতুন হিসেবে ইংরেজি নিবন্ধটি অনুবাদ করতে পারেন। এটি আপনাকে উইকিপিডিয়ায় লেখার নিয়মাবলি বুঝতে সহায়তা করবে।
উইকিপিডিয়ায় কোনো সম্পাদনা পূর্বাবস্থায় ফেরত নেওয়া মানেই নেতিবাচক কিছু নয়। প্রথম দিকে আমাদের সম্পাদনাও বাতিল করা হয়েছে। কাজেই, ভীত হবেন না, আস্থা রেখে এগিয়ে চলুন। শুভকামনা।
যেকোনো প্রশ্ন থাকলে কিংবা সাহায্যের প্রয়োজন হলে, আমার আলাপ পাতায় বার্তা রাখুন। — Meghmollar2017 • আলাপ • ১১:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)