বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

জানুয়ারি 2019 সম্পাদনা

  স্বাগতম, আমি Nafiur14। সম্প্রতি আপনার সম্পাদিত হুমায়ূন আহমেদ পাতায় উল্লেখিত তথ্যটি সঠিক নয়, তাই আমি এটি অপসারণ করেছি। আপনি যদি মনে করেন তথ্যটি সঠিক ছিল, তবে নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করে তথ্যটি পুনরায় যোগ করুন, প্রয়োজনে নিবন্ধের আলাপ পাতায় বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। আর যদি আপনার মনে হয় আমার এই অপসারণটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ। একজন মহাপুরুষ (আলাপ) ১৪:১৪, ৭ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Nafiur14: হ্যা আমার ভুল হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি এখনো শিখছি। আশা করি ভুল গুলো ধরিয়ে দেবেন।♥ - Ajairapara ২০:১৯, ৭ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আব্দুল আজিজ (চলচ্চিত্র নির্মাতা) সম্পাদনা

তথ্যসূত্র যুক্ত তথ্য দয়া করে পরিষ্করণের নামে অপসারণ করবেন না। যদি কোন তথ্য নিয়ে সমস্যা থাকে সেক্ষেত্রে আলোচনা করুন নিবন্ধের আলাপ পাতায়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৬, ৮ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নাহিদ ভাই ধন্যবাদ আপনাকে। আসলে আমি এখনো শিখছি। আশা করি ভুল গুলো ধরিয়ে দেবেন। লেখাটা দেখে মনে হয়েছিলো, একটা লোককে ব্যাক্তিগত আক্রোষ থেকে তার খারাপ দিক গুলো তুলে ধরেছে কেউ একজন। তাই অপসারন করেছিলাম। - Ajairapara ০০:২৫, ৯ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনায় আমন্ত্রণ সম্পাদনা

শুভেচ্ছা নিন। বাংলা উইকিপিডিয়ায় উইকিপিডিয়া:উইকিগ্যাপ এডিটাথন ২০১৯ চলছিল যা আজ শেষ হচ্ছে। আপনি কী এখান থেকে দুই-চারটি নিবন্ধ পর্যালোচনা করে সাহায্য করতে পারবেন? পর্যালোচনা বলতে অনূদিত নিবন্ধের বাক্য-গঠন ঠিক হল কিনা তা দেখা ও সম্ভব হলে তা (অনেকে গুগল অনুবাদ ব্যবহার করে ফলে বাক্য গঠন অনেক সময় ইংরেজির মত হয়, ভুল হয়) সংশোধন করে দেয়া। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৯, ১৭ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

হ্যা আমি চেষ্টা করছি এখুনি। ধন্যবাদ। কিন্তু কিভাবে, কোনগুলো করবো। ব্যবহারকারী:Ajairapara ১৬:৩৩, ১৭ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
এখান থেকে যেগুলি ইচ্ছা (যার পাশে ইতিমধ্যে পর্যালোচিত লেখা নেই)। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৯, ১৭ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
ভাই আমি হুমাইরা হিমু পাতাটি সংশোধন, সম্প্রসারন ও তথ্যযুক্ত করার চেষতা করেছি। এখন পর্যালোচনা কি আপনি লিখে দেবেন । Ajairapara ০১:০০, ১৮ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
আপনি উক্ত তালিকায় যুক্ত করে দেন, আমি পর্যালোচনা করে দিচ্ছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৬, ১৭ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Ajairapara: আমি এই নিবন্ধটা পর্যালোচনা করে ট্যাগ লাগিয়েছিলাম। আপনি সেই বিষয়গুলো ঠিক করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। যাই হোক, নিবন্ধটিতে তথ্যছক যোগ করে দিয়েন। আমি আবার পর্যালোচনা করব।--ওয়াকিম (আলাপ) ১৯:০৫, ১৭ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@WAKIM: আমাকে --আফতাবুজ্জামান-- ভাই বলেছিলেন এখান থেকে (যার পাশে ইতিমধ্যে পর্যালোচিত লেখা নেই) সেটি এডিট করতে। হুমাইরা হিমু পাশে পর্যালোচিত টিক চিহ্ন (  টিক) ছিল না তাই সেটি তে তথ্য যুক্ত করেছি ঠিক করার চেষ্টা করেছি। আমার বুঝতে ভুল ও হতে পারে, পর্যালোচিত ব্যাপারটা কি সেটা বুঝতে। উইকিপিডইয়ার অনেক গ্রামার আমি এখনো বুঝি না। Ajairapara ০১:২১, ১৮ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Ajairapara: হাহা। আপনি ভুল করে ঠিক কাজটি করে ফেলেছেন। ধন্যবাদ।--ওয়াকিম (আলাপ) ১৯:৩২, ১৭ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@WAKIM: ভুল করেও সঠিক হলেও সেটা জানা উচিত। তবে কি আমার নতুন পাতা তৈরি করা উচিত ছিল? আমাকে একটু বুঝিয়ে বললে ভালো হত। আর এডিথান ২০১৯ টা আসলে কি সেটাও একটু বলুন প্লিজ। ♦♣
আপনি যে কাজটি করেছেন (নিবন্ধ সম্প্রসারণ) সেটাও পর্যালোচনা একটি অংশ। সেই হিসেবে আপনি ভুল করেন নি, আপনি সঠিকটিই করেছেন। পর্যালোচনাতে (রিভিউ) কি করতে হবে তার একটা ধারণা দিচ্ছি: আশা করি এখন বুঝেছেন। পর্যালোচনা মূল উদ্দেশ্য নিবন্ধের ভুল-ত্রুটি খুঁজে তা সংশোধন করে তা পড়ার উপযোগী করে তোলা। আপনার পক্ষে যে কয়টা পর্যালোচনা করা সম্ভব হয় করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:২০, ১৭ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: অনেক ধন্যবাদ। আমি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে আমি যথাসম্ভব নতুন পাতা তৈরি ও ভুল পাতা সংশোধনের চেষ্টা করব।
আপু সম্ভব হলে উইকিপিডিয়া:উইকিগ্যাপ এডিটাথন ২০১৯/ফলাফল/সংগ্রহশালা থেকে কিছু নিবন্ধ পর্যালোচনা করে দিন। শুধু বাক্যগঠন ঠিক আছে কিনা ছাড়া অন্য কিছু দেখা লাগবে না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৭, ৪ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: ভাইয়া করেছি কিছুটা। আর ভাইয়া আমি এ পর্যন্ত কি কি কাজ করেছি বা কয়টা পাতা তৈরি করেছি সেগুলো কিভাবে দেখা যাবে, আমি বা অন্য ব্যাবহারকারীরা।
@Ajairapara: আপনার ব্রাউজারের উপরের ডানে 'আমার অবদান'-এ ক্লিক করে আপনি এখন পর্যন্ত কি কি কাজ করেছেন তা দেখতে পারবেন এবং এখানে গিয়ে আপনি কয়টি পাতা তৈরি করেছেন তা দেখতে পারবেন।--ওয়াকিম (আলাপ) ১৪:১৬, ১৯ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@WAKIM: ধন্যবাদ ভাইয়া। --- Ajairapara

খোঁজ-দ্য সার্চ সম্পাদনা

@আপু, খোঁজ-দ্য সার্চ পাতাটিতে 'কাহিনীসংক্ষেপ' অংশ যোগ করুন, তাহলে পাতাটি কিছুটা পূর্ণতা পাবে। পারভেজ সিরাজি (আলাপ) ১৩:২০, ৯ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@পারভেজ সিরাজি: চেষ্টা করবো ভাইয়া। আমি আপনাদের মত এতটা অভিজ্ঞ না যদিও --- Ajairapara ১৩:২৭, ৯ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@পারভেজ সিরাজি: ভাইয়া আমার বানানো নিঃস্বার্থ ভালবাসা পাতাটি দেইখেন ভুল আছে কিনা। আমার বাংলা একটু ভুল হয় এখনো। মানে নিয়ম জানি কিন্তু বানান বা শব্দ। --- Ajairapara ০২:২৭, ১০ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

পাতা তৈরি বিষয়ক আলাপ সম্পাদনা

@আফতাবুজ্জামান: ভাইয়া আমার বানানো পাতাগুলো দেইখেন ভুল আছে কিনা। আমার বাংলা একটু ভুল হয় এখনো। মানে নিয়ম জানি, কিন্তু বানান বা শব্দ এখনো অনেকে ভুল ধরে। --- Ajairapara ০২:২৭, ১০ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

সমস্যা নয়। চোখে পড়লে ঠিক করে দিব। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৮, ১২ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নিঃস্বার্থ ভালবাসা সম্পাদনা

@আপু, নিঃস্বার্থ ভালবাসা পাতাটিতে চিত্র যোগ করেছি, আপনি চিত্র আপলোড করতে চাইলে বিশেষ:আপলোড এ যথাযথ বিবরণ দিয়ে চিত্র আপলোড করতে পারবেন, উইকিমিডিয়া কমন্সে কোনো চলচ্চিত্রের চিত্র আপলোড করবেন না, ওখানে ওটা ডিলিট এর আওতায় পড়ে যায়। পারভেজ সিরাজি (আলাপ) ১২:৪১, ১৩ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@পারভেজ সিরাজি: অসংখ্য ধন্যবাদ ভাই। তবে ছবি আপলোড করা ঝামেলা। --- Ajairapara ১৮:২৭, ১৩ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আব্দুল আজিজ (চলচ্চিত্র নির্মাতা) সম্পাদনা

আপনাকে এরপূর্বে অনুরোধ করেছিলাম (তথ্যসূত্র যুক্ত তথ্য দয়া করে পরিষ্করণের নামে অপসারণ করবেন না। যদি কোন তথ্য নিয়ে সমস্যা থাকে সেক্ষেত্রে আলোচনা করুন নিবন্ধের আলাপ পাতায়), আপনি পুনরায় একই কাজ করেছেন। এটি কিন্তু এখন ধ্বংসপ্রবণতা হয়ে যাচ্ছে। বারংবার করলে আপনার একাউন্টে বাধা দেওয়া হতে পারে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:০৫, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন