বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

ইয়াহিয়া (আলাপঅবদান) - ১২:১০, ২৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত অ্যামিনো অ্যাসিড নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় 82hasib,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২২-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত অ্যামিনো অ্যাসিড নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! ⋯Aishik Rehman (আলাপ) ১৫:৪২, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রথমতঃ আলহামদুলিল্লাহ।
দ্বিতীয়তঃ আপনাকে অনেক ধন্যবাদ।
আরো, উল্লেখ্য যে, উইকিপিডিয়াতে আমার মেন্টর আফতাবুজ্জামান (ব্যবহারকারী:আফতাবুজ্জামান) এই প্রবন্ধের অনুবাদ-পরবর্তী বিভিন্ন উন্নয়নে যেমন, তথ্যসূত্র, ছবি সম্পাদনা ইত্যাদিতে অনেক সহযোগিতা করেছেন। -- 82hasib (আলাপ) ১৫:২২, ২৫ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  রোজেত্তা পদক
সম্প্রতি আপনি অ্যামিনো এসিড নিবন্ধ অনুবাদের কাজে যে নৈপুণ্য দেখিয়েছেনে তা সত্যিই প্রশংসনীয়। সাধারণত বিজ্ঞান বিষয়ক নিবন্ধ অনুবাদে আমাদের আগ্রহী ব্যবহারকারী অপ্রতুল। বিশেষ করে রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিতে এই অবস্থা আরও শোচনীয়। সেখানে আপনার এই গোছানো প্রচেষ্টার জন্য আপনাকে এই পদক দিতে বাধ্য হচ্ছি। আশা করি উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন, শুভকামনা রইলো। ⋯Aishik Rehman (আলাপ) ১৪:৫৪, ২৫ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে অনেক ধন্যবাদ।
কিভাবে এই পদক ব্যবহার করতে পারি তা দয়া করে অবহিত করলে উপকৃত হতাম। আপনার মূল্যায়ন আমাকে প্রেরণা যোগাবে আশা করি। -- 82hasib (আলাপ) ১৫:২৫, ২৫ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@82hasib: জনাব পদকগুলো আপনার কাজের প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন উইকিপিডিয়ান কর্তৃক আপনাকে দেওয়া হয়েছে।সাজিদ আলাপ ১৭:১৮, ২৬ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  বিশেষ পদক
জনাব, বিজ্ঞান বিষয়ক নিবন্ধে অবদানের জন্য আপনাকে পদকটি দিলাম।

আশা করি আপনার পদচারণায় বাংলা উইকিপিডিয়া আরো সমৃদ্ধ হবে। শুভকামনায় সাজিদ আলাপ ১৭:১৫, ২৬ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনেক অনেক ধন্যবাদ এই অনুপ্রেরণার জন্য। -- 82hasib (আলাপ) ১৩:৪৫, ২৮ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অসাধারণ নবাগত পদক! সম্পাদনা

  অসাধারণ নবাগত পদক
জনাব,
বাংলা উইকিপিডিয়ায় একদম নতুন এসেই আপনি একদম "অসাধারণ" কাজ করেছেন! অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা উপলক্ষ্যে আপনার অনূদীত অ্যামিনো অ্যাসিড নিবন্ধটি গুণে-মানে সত্যিই অনন্য। এই নিবন্ধের পেছনে আপনার নিরলস অবদানে আমি সত্যিই মুগ্ধ। তাই আপনার অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে আমার এই ক্ষুদ্র প্রয়াস।
তবে, বাংলা উইকিপিডিয়ায় বিজ্ঞান-বিষয়ক নিবন্ধগুলোর মান আশানুরূপ নয়। তাই আশা করছি, এখানেই থেমে না গিয়ে আপনি বাংলা উইকির বিজ্ঞান-বিষয়ক (বিশেষকরে রসায়ন-বিষয়ক) নিবন্ধগুলোর মানোন্নয়নে এবং নতুন নিবন্ধ অনুবাদের মাধ্যমে বাংলা উইকির উন্নতিকল্পে নিয়োজিত হবেন। আপনার উইকিযাত্রা শুভ হোক...
ধন্যবাদান্তে ≈ MS Sakib  «আলাপ» ১৭:৫৭, ২৬ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে অনেক ধন্যবাদ এই অনুপ্রেরণার জন্য। মূলতঃ বাংলা উইকিপিডিয়ায় আপনাদের অবদান এতটাই বৃহৎ যে, সে তুলনায় আমার যাত্রা শুধু নতুনই নয়, ক্ষুদ্রও বটে; তবে আপনাদের কাজ আমাদের জন্য অনুপ্রেরণার বটে! -- 82hasib (আলাপ) ১৩:৫১, ২৮ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুচ্ছেদ অনুবাদ নিয়ে আপনার অভিজ্ঞতা আমাদের জানান এবং সরঞ্জামটি উন্নত করে তুলতে সহায়তা করুন সম্পাদনা

সুপ্রিয় 82hasib

আমি উজোমা অজুরুম্বা, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ল্যাঙ্গুয়েজ দলের সাথে কমিউনিটি রিলেশনস স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। আমাদের দল অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জাম উন্নতকরণ নিয়ে কাজ করছে। আমরা বাংলা উইকিপিডিয়ায় সাম্প্রতিক অবদানে এই সরঞ্জামের ব্যভার দেখেছি। আপনার মূল্যবান অবদানের ভিত্তিতে, আমরা অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা নিয়ে আরো জানতে চাই। এর মাধ্যমে আমরা সরঞ্জামটি উন্নত করে তুলতে পারব।

আমার দল অত্যন্ত খুশি হবে যদি আপনি পৃথিবীর যেকোনো স্থানের সময় অনুযায়ী আগামী ১০ই মের মধ্যে এই জরিপটিতে অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে আমরা সরঞ্জামটি উন্নত করব এবং আপনাকে আরো ভালোভাবে সহায়তা করতে পারব। গোপনীয়তার বিবৃতির লিঙ্ক

ধন্যবাদ, এবং আমরা আপনার অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

UOzurumba (WMF) (আলাপ) ১৫:২৫, ২৬ এপ্রিল ২০২২ (ইউটিসি) উইকিমিডিয়া ফাউন্ডেশনের ল্যাঙ্গুয়েজ দলের পক্ষ থেকে, অনুবাদ করেছেন User: Ankan (WMF)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ - ফরম পূরণ করুন সম্পাদনা

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ সম্প্রসারণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। অংকন ১৮:২০, ৩০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ধাপ-ভিত্তিক বিক্রিয়া নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হবে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনNazrul Islam Nahid (আলাপ) ১৮:৪৯, ১২ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত ডিসপ্রোসিয়াম নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় 82hasib,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৩-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত ডিসপ্রোসিয়াম নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ০৪:৫২, ২৩ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। 82hasib (আলাপ) ১৫:১৩, ২৩ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩ - ফরম পূরণ করুন সম্পাদনা

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ সম্প্রসারণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ও ফাহাদ (আলাপ) ২০:৩৯, ৪ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় 82hasib,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন