ব্যবহারকারী আলাপ:মামুন ইকবাল/সংগ্রহশালা ১

সাম্প্রতিক মন্তব্য: Al Riaz Uddin Ripon কর্তৃক ২ বছর পূর্বে "একাউন্টের বিপদ সংকেত" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

আগস্ট 2021 সম্পাদনা

  স্বাগতম, আমি Al Riaz Uddin Ripon। আমি লক্ষ্য করেছি যে সম্প্রতি আপনি একটি পাতায় এক বা একাধিক পরীক্ষামূলক সম্পাদনা করেছেন। অভিনন্দন আপনার সম্পাদনা সংরক্ষিত হয়েছিল, আপনি যদি আরও পরীক্ষামূলক সম্পাদনা করতে চান, তবে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনার পরীক্ষামূলক সম্পাদনা অপসারণ করা হয়েছে। আপনি যদি মনে করেন, যে এই কাজটি ভুল হয়েছে অথবা এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:২০, ৩১ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সেপ্টেম্বর 2021 সম্পাদনা

  দয়া করে উইকিপিডিয়ায় পরীক্ষামূলক সম্পাদনা করা বন্ধ করুন, যা আপনি আপনার আলাপ পাতার ক্ষেত্রে করেছেন। এটি ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়, যার ফলে উইকিপিডিয়ার বাধাদান নীতিমালার অধীনে আপনাকে বাধাদান করা হতে পারে। আপনি যদি আবার পরীক্ষা করতে চান, তাহলে খেলাঘর ব্যবহার করুন। মাসুম-আল-হাসান (আলাপ) ০৩:২০, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মৃদু সম্ভাষণ! সম্পাদনা

আশা করি ভাল আছেন, আপনি বোধহয় উইকিপিডিয়ায় সম্পাদনা রপ্ত করতে চাচ্ছেন যা নিঃসন্দেহে ভালো বিষয়। কিন্তু যেখানে সেখানে চর্চা করলে তো হবে না! আপনি আপনার ব্যক্তিগত খেলাঘরে এটা করতে পারেন, কেউ কিছু বলবে না। এই যেমন ধরুন আপনার আলাপ পাতায় আপনি বাংলাদেশ সম্পর্কে লিখে রেখেছেন! কিন্তু এটা কী হলো? এ জায়গাটাতো আলাপ করার জায়গা। আমরা একে অপরের সাথে আলোচনা করতে চাইলে তা ব্যবহার করি। যাইহোক, আপনি যদি সম্পাদনা সম্পর্কে সাহায্য চান তবে অবশ্যই তা পাবেন! নতুনদের জন্য আমাদের পর্যাপ্ত টুলস ও সুবিধা রয়েছে। তাই সাহায্য লাগলে বলুন। এরকম সম্পাদনা করলে হয়তো ঝামেলাই বাড়বে। শুভকামনা! — Aishik Rehman (আলাপ) ০৫:৫৯, ২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

স্যার সালাম নিবেন
আমার ব্যবহারকারী পৃষ্ঠা নাই।আমি তৈরি করতে চাই আমার তথ্য ছকে কি টেমপ্লেট ব্যবহার করতে পারি যেমন (আল্লাহ )( ধর্ম )(ইসলাম ) (জাতীয়তা ) (বিশ্বাস )এই সমস্ত টেমপ্লেট আকারে তথ্য কি দেয়া ঠিক হবে -- মামুন ইকবাল (আলাপ) ০৪:৫৫, ৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কপিরাইট লঙ্ঘন সম্পাদনা

সুধী, বিভিন্ন ওয়েবসাইট থেকে লেখা কপি-পেস্ট করে বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধ, আলাপ পাতা ও ব্যবহারকারী পাতায় যোগ করা থেকে বিরত থাকুন কারণ এতে কপিরাইট লঙ্ঘন হচ্ছে। যেমনটা, আপনি ওয়েব পেইজ থেকে কপি-পেস্ট করেছেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:২৩, ৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

স্যার এটা আমার ভুল হয়েছে এমনটি আর হবেনা -- মামুন ইকবাল (আলাপ) ১৬:০১, ৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

USS Sam Houston (SSBN-609) নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য USS Sam Houston (SSBN-609) নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের জন্য বিচারধারার স১ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ এই পাতাটিতে পূর্বেও কখনো গঠনমূলক কোনো তথ্য সংযোজিত হয়নি, অথবা নিবন্ধের অধিকাংশ স্থানে স্পষ্টত অর্থহীন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি যদি পরীক্ষা করার জন্য এই নিবন্ধটি তৈরী করে থাকেন, তবে অনুগ্রহ করে খেলাঘর পাতায় আপনার এই ধরনের পরীক্ষাগুলো সম্পন্ন করুন। এই বিষয়ে কোনো তথ্য জানার থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। Mehediabedin (আলাপ) ০৯:৩৬, ১৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

USS Guardian (YAGR-1) নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য USS Guardian (YAGR-1) নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারার নি২ অনুচ্ছেদ অনুসারে করা হয়েছে, কারণ এটি বাংলা ভাষায় লিখিত নয়।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনMehediabedin (আলাপ) ১০:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

USS Holder (DD-819) নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য USS Holder (DD-819) নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের জন্য বিচারধারার স১ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ এই পাতাটিতে পূর্বেও কখনো গঠনমূলক কোনো তথ্য সংযোজিত হয়নি, অথবা নিবন্ধের অধিকাংশ স্থানে স্পষ্টত অর্থহীন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি যদি পরীক্ষা করার জন্য এই নিবন্ধটি তৈরী করে থাকেন, তবে অনুগ্রহ করে খেলাঘর পাতায় আপনার এই ধরনের পরীক্ষাগুলো সম্পন্ন করুন। এই বিষয়ে কোনো তথ্য জানার থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। Mehediabedin (আলাপ) ১২:০২, ১৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমার ভুল ভ্রান্তি সম্পাদনা

আমার যা কিছু ভুল হচ্ছে সবকিছুর নতুনত্বের কারণে আমি বুঝে উঠতে পারছি না তার কারণে ইচ্ছাকৃত কোন ভুল করছিনা আসলে শেখার অনেক কিছু আছে আমি শেখার চেষ্টা করছি আমাকে আপনারা সহযোগিতা করবেন অনুবাদ আজ মাত্র শুরু করেছি ভুল হতেই পারে এবং আমাকে ভুল শুধরে দেবেন আমার অবদান যেগুলো ভুল-ভ্রান্তিতে পূর্ণ সেগুলো অপসারণ করে দিবেন অনুবাদ করার নিয়মগুলো দয়া করে জানাবেন। মামুন ইকবাল মামুন ইকবাল (আলাপ) ১৫:১২, ১৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@মামুন ইকবাল আমরা বুঝতে পেরেছি ব্যাপারটা। প্রথমত আমি খেয়াল করলাম আপনি বেশ কিছু নিবন্ধের লেখা মুছে ফেলছেন। এটা কিভাবে হলো জানিনা। এই ব্যাপারটা খেয়াল রাখবেন যেন কোন নিবন্ধের লেখা মুছে না যায়। আর দ্বিতীয়ত নতুন নিবন্ধ অনুবাদ করতে চাইলে সেটা আপনার খেলাঘরে করবেন (ব্যবহারকারী:মামুন ইকবাল/খেলাঘর)। খেলাঘরে নিবন্ধটির অনুবাদ সম্পন্ন হয়ে গেলে খেলাঘর পৃষ্ঠাটি মূল নিবন্ধ শিরোনামে স্থানান্তরিত করবেন। কিভাবে স্থানান্তর করতে হয় সেটা প্রশাসকদের কাছ থেকে জেনে নিবেন। ধন্যবাদ। Mehediabedin (আলাপ) ১৫:২৩, ১৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অপ্রাসঙ্গিক ছবি যোগ সম্পাদনা

@মামুন ইকবাল সুধী, আপনি এই আইপি থেকে কৃষ্ণচূড়া নিবন্ধে কিছু অপ্রাসঙ্গিক ছবি যোগ করেছেন। ছবি গুলি কোনভাবেই ঐ নিবন্ধের বিষয়ের সাথে মানানসই নয়। এধরনের সম্পাদনা, পরীক্ষণ আপনার খেলাঘরে করার অনুরোধ থাকলো। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ২২:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এটা আমার ভুল হয়েছে এমনটি আর হবে না মামুন ইকবাল (আলাপ) ০৬:২৯, ১৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমার অ্যাকাউন্ট আইপি সম্পাদনা

আমার অ্যাকাউন্ট আইপি ক্রোম ব্রাউজার মজিলা ফায়ারফক্স এখানে কোন কাজ করছে না কেন আমি সঠিক বুঝতে পারছিনা। আমার একাউন্ট ওপেন করতে পারছি না দয়া করে এই সমস্যার সমাধান করে দেবেন। আমার অ্যাকাউন্ট নাম (মামুন ইকবাল) একমাত্র অপেরা মিনিতে আমি কাজ চালিয়ে যাচ্ছি।অন্য কোন ব্রাউজার সাপোর্ট করছে না। উইকিপিডিয়া প্রশাসনের সাহায্য কামনা করছি মামুন ইকবাল মামুন ইকবাল (আলাপ) ০৫:৫২, ১৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এখনো কি এই সমস্যা হচ্ছে? না ঠিক হয়ে গিয়েছে? ঠিক না হলে, যখন সম্পাদনা করতে যান তখন কি লেখা দেখায়? -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫১, ২০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভুল স্বীকার সম্পাদনা

কৃষ্ণচূড়া নিবন্ধে আমি যে অপ্রত্যাশিত অসামঞ্জস্যপূর্ণ ছবিও আপলোড করেছি এজন্য আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিতো এবং ক্ষমাপ্রার্থী এ ধরনের পুনরাবৃত্তি হবে না। আমার আইপি দ্বারা সমস্ত ব্রাউজার কাজ করতে পারি সে ব্যাপারে সাহায্য চাচ্ছি। মামুন ইকবাল মামুন ইকবাল (আলাপ) ০৬:২৬, ১৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী সম্পাদনা

বিষয়শ্রেণী কি আমি বুঝতে পারছি না চিত্র বা নিবন্ধ লেখার সময় বিষয়শ্রেণী চাই সেটা কিভাবে দিতে হয় এবং কোন প্রসঙ্গে এটা জানার জন্য আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি আমাকে সাহায্য করুন। মামুন ইকবাল (আলাপ) ০০:১৯, ২০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আলাপ:চাকুন্দা সম্পাদনা

দয়া করে আলাপ:চাকুন্দা দেখুন। সেখানে আপনার জন্য একটি প্রশ্ন এসেছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২২, ২০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমার অ্যাকাউন্ট সংক্রান্ত সম্পাদনা

মামুন ইকবাল আমার ব্যবহারকারী নাম। ক্রোম ব্রাউজার ফায়ারফক্স মজিলা এ সমস্ত ব্রাউজার এ যেয়ে আমার আইডি দিয়ে কোন কাজ করতে পারছি না। ব্যাবহারকারি নাম পাসওয়ার্ড সঠিক দিলেও কোনো কাজ হচ্ছে না। আমার দুই তিন বছর আগে mohimenur নামে একটি আইডি করা ছিল সে আইডি এখন শো করছে। ক্রোম ব্রাউজারে ফায়ারফক্স মজিলাতে। ওই আইডি তে আমার কোন কাজ নাই। কোনো কাজ করিনি ওটা আমি ডিলিট করতে চাই। ওটা ডিলিট করে দিবেন। আমার মামুন ইকবাল নামের আইডিটা সব ব্রাউজারে কাজ করতে পারি এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। ক্রোম ব্রাউজার ফায়ারফক্স মজিলা ব্রাউজারে আমার বর্তমান ব্যবহারকারী নাম দিয়ে পরীক্ষা করেছি কিন্তু কোনো প্রকারেই মামুন ইকবাল আইডি শো করছে না। ক্রোম ব্রাউজার ফায়ারফক্স মজিলাতে যেয়ে কাজ করতে পারলে স্বাচ্ছন্দ বোধ করতাম। আমি আপনাদের সহযোগিতা প্রার্থী। নতুন স্থায়ী পাসওয়ার্ড কিভাবে করতে পারি সেব্যাপারে আমাকে একটু পরামর্শ দিবেন। আমার পাসওয়ার্ড এর সমস্যা আছে। মামুন ইকবাল (আলাপ) ০৫:০২, ২১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ঈশের মূল ও সর্প বিষ চিকিৎসা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

ঈশের মূল ও সর্প বিষ চিকিৎসা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ঈশের মূল ও সর্প বিষ চিকিৎসা পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না।  কুউ পুলক    ০৫:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমার কথা সম্পাদনা

সালাম নিবেন আমি উইকিপিডিয়া নতুন বিধায় ভুলভ্রান্তি হচ্ছে আপনারা সঠিক দিকনির্দেশনা দিলে আমি এগিয়ে যেতে পারবো; ভুলভ্রান্তি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যেমন চাকুন্দা /(ঈশের মূল ও সর্প বিষ চিকিৎসা) আমি পুনরায় সম্পাদনা করেছি আমার ভুল হতে পারে ভুল শুধরে দিবেন আর এ ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য।

মামুন ইকবাল মামুন ইকবাল (আলাপ) ০৫:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমার অপারগতা সম্পাদনা

আমি এ পর্যন্ত যে অবদান রেখেছি; তাতে যেটা গ্রহণযোগ্য নয় সেটা অপসারণ করে দিবেন এটা আমার আপত্তি গ্রাহ্য হইবে না। আপনারা আমাকে সঠিক নির্দেশনা ও সাহায্য করলে আমি এগিয়ে যেতে পারবো। আমি যেন কারো ব্যক্তি আক্রোশের শিকার না হয় এ ব্যাপারে আপনাদের সুদৃষ্টি কামনা করছি।মামুন ইকবাল (আলাপ) ০৬:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনি যে নিবন্ধ লিখছেন, তা উইকির নীতিমালা অনুসারে হচ্ছে না। এই কারণে অপসারণ প্রস্তাব এসেছে। আপনাকে একটি পরামর্শ দেই। en:Aristolochia indica দেখে দেখে, এর লেখা অনুকরণ বা অনুবাদ করে ঈশের মূল নিবন্ধ তৈরি করুন (সাথে আবার সর্প বিষ চিকিৎসা লিখতে যাবেন না)। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ঈশের মূল নিবন্ধ সম্পাদনা

সালাম দিবেন ঈশের মূল নিবন্ধ তৈরি করেছি এই চিহ্ন লিংক তৈরি করতে হয় কয়েকবার আমি চেষ্টা করেছি কিন্তু লিংক সংযোগ হচ্ছে না। তারপর আরও একটা সমস্যা নিবন্ধটি প্রকাশিত করতে গেলে শুধু চিত্র ছাড়া কোন লেখা প্রকাশ পাচ্ছে না। এ ধরনের সমস্যা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। বিভিন্নভাবে সারাংশ ব্যক্ত করছি কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। দয়া করে এ সমস্যার সমাধান জানাবেন উপকৃত হব। শুধুমাত্র ছবি দিয়ে নিবন্ধটি প্রকাশিত হয়েছে ডিলিট করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি ডিলিট করতে পারছিনা আল্লাহ আপনাদের সুস্থ সুন্দর রাখুন । মামুন ইকবাল (আলাপ) ১০:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভাই, আপনি ঈশের মূল নিবন্ধে যান। ডানদিকে থাকা কলম আইকনে ক্লিক করুন। ছবি, লিঙ্ক কোন কিছু যোগ করার দরকার নেই (আস্তে আস্তে তা পরে শেখা যাবে)। প্রথমে নিবন্ধে সাধারণ কিছু লেখা লিখুন (en:Aristolochia indica অনুবাদ করতে পারেন), যেমন: "ঈশের মূল হল একটি লতানো গুল্মজাতীয় উদ্ভিদ। এটি ভারত, শ্রীলঙ্কা ও নেপালে পাওয়া যায়। ...... " -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
থেমে যাবেন না। ঈশের মূল নিবন্ধে লেখা যোগ করা চালিয়ে যান। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১০, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ কেন প্রকাশিত হচ্ছে না সম্পাদনা

যতবারই চেষ্টা করি না কেন আমার নিবন্ধগুলো প্রকাশিত হচ্ছে না কারণ কি আমি কিছুই বুঝতে পারছিনা আমার মোবাইলের সমস্যা না অন্য কোন সমস্যা আর কতবার চেষ্টা করব মোবাইলে বা ইন্টারনেটে কোনো সমস্যা আমার নয়। বাড়িতে ওয়াইফাই আছে। মামুন ইকবাল (আলাপ) ১৮:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

প্রকাশিত হচ্ছে। এখানে দেখুন
১-২ লাইন লিখে প্রকাশ করার পরিবর্তে, একটু বেশি লাইন একত্রে লিখে প্রকাশ করার চেষ্টা করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১১, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রকাশ না হওয়ার ব্যাপারে সম্পাদনা

https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F:Nocontent-warn সালাম নিবেন আমার কোন লেখায় প্রকাশ পাচ্ছে না অনেক চেষ্টা করেও প্রকাশিত করতে পারছিনা কারণটা আমি সঠিক বুঝতে পারছিনা দয়া করে আমাকে সাহায্য করবেন প্রকাশ করার পরেও সম্পূর্ণ খালি পাতা দেখাচ্ছে আজ কয়েক দিন সমস্যায় ভুগছি এ ব্যাপারটা সমাধান করার জন্য আমি জোর অনুরোধ করছি আপনাদের কাছে আশা করছি আমাকে সাহায্য করবেন। মামুন ইকবাল (আলাপ) ১৬:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনি কি লিখতে চাচ্ছেন তা প্রথমে এখানে ক্লিক করে লিখুন তো —শাকিল (আলাপ · অবদান) ১৬:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমি আসলে ধরতে পারছি না কি সমস্যা হচ্ছে। সরাসরি দেখলে হয়ত বলতে পারতাম। এই ভিডিওটি দেখুন (৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে দেখুন)। হয়ত এতে আপনার সমস্যার সমাধান হতে পারে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ব্যর্থ প্রচেষ্টা সম্পাদনা

বারবার নিবন্ধ রচনা প্রকাশ করার জন্য চেষ্টা করেও যখন হচ্ছে না তখন নিরাশ হওয়া ছাড়া আর কোন উপায় নাই। এ সমস্যার সমাধান হয় এমন কোন পদ্ধতি আমার জানা নাই। মামুন ইকবাল (আলাপ) ০৪:১৬, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

দুরুদে আকবর সম্পাদনা

بسم الله الرحمن الرحيم درودي اكبر

                                                            দুরুদে আকবর

الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا صبي الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نجي الله الصلاة والسلام عليك يا خليل الله الصلاة والسلام عليك يا يا خيرخلق الله الصلاة والسلام عليك يا نوره ارسل االه الصلاة والسلام عليك يا منخترهالله الصلاة والسلام عليك يا اوالاخلقلالله الصلاة و السلام عليك يا احسن خاقا لله الصلاة والسلام عليك يا من به حدنالله الصلاة والسلام عليك يا رحمه من الله الصلاة والسلام عليك يا شفينا عند الله الصلاة والسلام عليك يا ختمه رسول الله الصلاة والسلام عليك يا خيرخلق الله الصلاة والسلام عليك يا ولي الله الصلاة والسلام عليك يا صفاوة الله الصلاة والسلام عليك يا حخةالله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا من ارسله الله الصلاة والسلام عليك يا من كرمه الله الصلاة والسلام عليك يا من عظمهلله الصلاة والسلام عليك يا نور ارسل االه

দুরুদে আকবর এর ফজিলত।

নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন তার প্রতি কেউ যদি একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার প্রতি সত্তর বার রহমত নাযিল করেন । আমাদের নবীর নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে কম করেও একবার দূরদ শরীফ পড়তে হয়। যে নবীর নাম শুনে দুরুদ পড়ে না তার মত বখিল কৃপণ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা সর্বদা নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর উপর দুরুদ পাঠ করে থাকেন। আল্লাহ বলেন আমি আমার নবীর প্রতি দরুদ পাঠ করি তোমরাও তোমাদের নবীর প্রতি দরূদ পাঠ করো। নবীর রওজা মোবারকের কেউ দুরুদ ও সালাম পাঠ করলে নবী তা শুনতে পারেন। কিন্তু কেউ দূর-দূরান্ত থেকে দুরুদ ও সালাম শরীফ পাঠ করলে ফেরেশতাগণ তা পৌঁছে দেন তার নাম ও পিতার নাম সঙ্গে যোগ হয়। দুরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে বেশি বেশি দূরুদ পাঠ করলে কিয়ামতের মাঠে তাকে নিজ জিম্মায় জান্নাতে পৌঁছে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম। আর যে প্রতিনিয়ত সকাল-বিকাল দুরুদে আকবর পাট করে আল্লাহু তার প্রতি সত্তর বার রহমতের দৃষ্টি নাযিল করেন।

مامون يقول جثور بنلاديش মামুন ইকবাল (আলাপ) ০৪:১৬, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

পরীক্ষামূলক প্রচেষ্টা সম্পাদনা

ইসলামী একটি রচনা পরীক্ষামূলক আলাপ পাতায় সংযোগ করেছে যে এখানে প্রকাশ হয় কিনা প্রকাশ হয়েছে কিন্তু তাতে তো লাভ হচ্ছে না। মূল জাগাতে আমি কোন কিছু নিবন্ধ রচনা প্রকাশ করতে পারছিনা। মামুন ইকবাল (আলাপ) ০৪:১৮, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভুল স্বীকার প্রসঙ্গে সম্পাদনা

স্যার সালাম নিবেন আমি বুঝতে পারছি আমার নিবন্ধ কেন প্রকাশিত হচ্ছে না। আমারে অসৌজন্যমূলক আচরণের কারণে।আমি কিছু লেখা আলোচনা পাতায় লিখেছিলাম যেটা আসলে আমার উচিত হয়নি। প্রকৃতপক্ষে উইকিপিডিয়াতে আমি কাজ করার মন মানসিকতা নিয়ে এসেছি আমার ভুলের জন্য আমি লজ্জিত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমার নিবন্ধ লেখা ঊইকিপিডিয়াতে প্রকাশিত হয় তার যথোপযুক্ত ব্যবস্থা করবেন। ক্ষমা করে দিয়ে আমার প্রতি আপনারা উদার হবেন। এটুকুই আমার প্রত্যাশা। মামুন ইকবাল (আলাপ) ০৬:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

দুরুদে আকবর নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য দুরুদে আকবর নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে করা হয়েছে, কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৮:২২, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জন্মস্থান নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য জন্মস্থান নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি নিম্নলিখিত কারণে করা হয়েছে:

ব্যক্তিগত গবেষণা, অপ্রাসঙ্গিক লেখা

দ্রুত অপসারণ নীতি অনুসারে, যে সকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনProdipto Deloar (আলাপঅবদানলগ) ১৮:৪১, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকি ছাড়া অন্য কিভাবে আপনার সাথে কথা বলে পারি? সম্পাদনা

উপরে বিভিন্ন লেখায় আপনি জানিয়েছেন আপনি লেখা প্রকাশ করতে পারছেন না। আপনার বর্ণনা থেকেও আমি কোন সমস্যা ধরতে পারছি না। উইকি ছাড়া অন্য কিভাবে আপনার সাথে কথা বলে পারি? ফেসবুক? টেলিগ্রাম? তাহলে হয়ত স্ক্রিনশট আদান-প্রদানের মাধ্যমে একটি সমাধান দিতে পারব। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সালাম নিবেন
আমি ছোট্ট জন্মস্থান নিবন্ধটি লিখেছিলাম নিজ হাতে কোন কপি করে নয় পরীক্ষামূলক ভাবে যে প্রকাশিত হয় কিনা যদিও এখানে আমার পরীক্ষা করাটা কি ঠিক হয়নি। এটি ডিলিট করে দিবেন ।দেখলাম এটা প্রকাশিত হয়েছে তারপরেই ঈশের মূল নিবন্ধটি হাতে লিখলাম এটাও প্রকাশিত হলো ইতিপূর্বে আমি যা কিছু লিখতাম ফেসবুকে ওখান থেকে কপি করে এনে আমি নিবন্ধ পেস্ট করে দিতাম সেগুলো কোনভাবে প্রকাশিত হতো না একমাত্র ছবি ছাড়া অর্থাৎ কপি করে আনা কোন কিছু প্রকাশিত হচ্ছিল না আমার আলাপ পাতায় দুরুদে আকবার ও ডিলিট করে দিবেন। খোদা হাফেজ। -- মামুন ইকবাল (আলাপ) ২২:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
উইকি ছাড়া অন্য কিভাবে আপনার সাথে কথা বলে পারি? তাহলে হয়ত স্ক্রিনশট আদান-প্রদানের মাধ্যমে একটি সমাধান দিতে পারব। -- আফতাবুজ্জামান (আলাপ) ০০:০০, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

দান সম্পাদনা

সালাম নিবেন উইকিপিডিয়াতে একটা অপশন দেখলাম দান করুন এই দান করুন ব্যাপারটা কি সঠিক বুঝতে পারছি না। এটা কি কোন টাকা পয়সা দান করার ব্যাপার আমাকে যদি এ ব্যাপারে একটু জানান খুশি হব। টাকা প্রদান হলে এটা কি কাজে লাগে না কেন এই অপশনটা আমিতো সঠিক কিছু জানিনা তাই জানতে চাইছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর এখন। মামুন ইকবাল (আলাপ) ১৩:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ স্থানান্তর সম্পাদনা

সালাম নিবেন খেলাঘরে নিবন্ধ লিখে নিবন্ধ যদি তথ্যসূত্র সহ বিশ্বকোষীয় হয় এবং গ্রহণযোগ্যতা থাকে কিভাবে স্থানান্তর করতে হয় মূল পাতায় এ ব্যাপারে জানার আগ্রহ প্রকাশ করছি। সুস্পষ্টভাবে যদি ব্যাপারটা জানান কৃতজ্ঞ হব। মামুন ইকবাল (আলাপ) ১৩:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কি লিখবো সম্পাদনা

পৃথিবীর এমন কোন কিছু নেই যা ঊইকিপিডিয়া তে নাই সবকিছুতে উইকিপিডিয়াতে আছে তাহলে আমি এখন কি লিখবো কোন কিছুই তো বুঝতে পারছি না। যেটা লিখতে চাই সেটাই উইকিপিডিয়াতে আছে মনে হচ্ছে আমার জন্য আর কিছুই বাকি নেই আজ অনেকদিন যাবত কোন কিছু লিখতে পারিনি শুধু একটাই চিন্তা ভাবনা কি লিখবো কি তাছাড়াও আমি নতুন উকিপেডিয়ান ভুল ভ্রান্তি তো আছেই তথ্যসূত্রর অভাব আছে আমার লেখার গ্রহণযোগ্যতা খুবই কম তারপরেও হাল ছেড়ে দিচ্ছি না আমার যদি কোন হিটাকাঙ্ক্ষী' বন্ধু থাকেন তাহলে সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন পরামর্শ দিবেন আমি আসলে কি করতে পারি। কবিতা নাটক প্রবন্ধ ছোট গল্প উপন্যাস এসব লেখায় আমি সিদ্ধহস্ত কিন্তু এই সবগুলো উইকিপিডিয়াতে কোন মূল্যায়ন করেনা ইংরেজি উইকিপিডিয়ার থেকে অনুবাদ করে যে সমস্ত বিষয়গুলি বাংলা উইকিপিডিয়াতে নেই তা কি আমি প্রকাশ করতে পারি? মামুন ইকবাল (আলাপ) ১৫:১৯, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ, ইংরেজি উইকিপিডিয়ার থেকে অনুবাদ করে যে সমস্ত বিষয়গুলি বাংলা উইকিপিডিয়াতে নেই তা আপনি প্রকাশ করতে পারেন।
গুরুত্বপূর্ণ: দয়া করে যান্ত্রিকভাবে অনুবাদ করবেন না। এমনভাবে অনুবাদ করুন যেন আরেকজন তা পড়ে বুঝতে পারেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৭, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আসসালামু আলাইকুম
ভাইজান আমার আত্মবিশ্বাস ছিল আপনার প্রতি। আপনার থেকে আমি সর্বপ্রথম যে সিদ্ধান্ত পেলাম এ জন্য আপনাকে অশেষ ধন্যবাদ‌। আল্লাহ আপনাকে দীর্ঘায়ুুু করুন। -- মামুন ইকবাল (আলাপ) ১৫:৩৪, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
যদি কোন সমস্যা হয়, না বুঝেন, আমাকে বলবেন। কিছুদিন আগে আপনি জানিয়েছিলেন যে আপনি লেখা প্রকাশ করতে পারছেন না, তা কি এখন ঠিক হয়েছে? না একই সমস্যা হচ্ছে? একই সমস্যা হলে আপনি চাইলে আমার সাথে ফেসবুক বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে কি করতে হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৮, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আসসালামু আলাইকুম
ভাইজান কপি করে দেওয়া লেখা কোনভাবেই প্রকাশিত হচ্ছে না কিন্তু হাতে লিখে দেওয়া নিবন্ধগুলো প্রকাশিত হচ্ছে এটা আমি বুঝতে পারছিনা কয়েক মিনিট পূর্বে (ইউএসএস সালমন এস এস আর -৫৭৩) আমার ট্রান্সলেট করা ফেসবুক থেকে এনে কপি করে দিয়েছি কিন্তু সেটা প্রকাশিত হয়নি হাতে লেখা নিবন্ধের নাম টুকু ছাড়া। এ সমস্যার সমাধান কামনা করছি ভালো থাকুন। -- মামুন ইকবাল (আলাপ) ১৫:৫৮, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আসসালামু আলাইকুম
কোথাও থেকে লিখে এনে কপি করা নিবন্ধ কোনভাবেই প্রকাশিত হচ্ছে না শুধুমাত্র সরাসরি হাতেলেখা ব্যতীত। এই কয়েক মিনিট পূর্বে (ইউএসএস সালমন‌এস এস আর ৫৭৩) আমার ট্রান্সলেট করা কপি করে দিয়েছি কিন্তু প্রকাশিত হয়নি শুধুমাত্র হাতেেলেখা নামটুকু ছড়া এ ধরনের সমস্যায় কখনো পড়িনি। এ সমস্যার সমাধান কামনা করছি ভালো থাকুন। -- মামুন ইকবাল (আলাপ) ১৬:০৭, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
যখন নিবন্ধে সম্পাদনা করতে যান, তখন ডানদিকে উপরে একটি কলম আইকন দেখতে পাবেন। তাতে ক্লিক করুন ও এটি করুন। তারপর আবার চেষ্টা করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪১, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ ট্রান্সলেট সম্পাদনা

সালাম নিবেন ইংরেজি উইকিপিডিয়ার থেকে নিবন্ধ কপি করে ট্রান্সলেট করে বাংলা উইকিপিডিয়াতে সরাসরি প্রকাশ করা যাবে কি? কোন লিংক দিতে পারছিনা কোন তথ্য দিতে পারছিনা বাংলা উইকিপিডিয়াতে ইংরেজি নিবন্ধের কোন লিংক নিচ্ছে না। এ ধরনের কোনো নিবন্ধ বাংলা উইকিপিডিয়ার নীতিবিরুদ্ধ হয় তবে আমি বিরত থাকতে রাজি আছি। ১। ইউএসএস আমেরিকান এটলাস ২। ইউ এস এস সালমন এস এস আর 573 এই দুটো নিবন্ধ আমি কপি করে পেষ্ট করেছি (বানান সংশোধন সারাংশ দিয়ে) প্রকাশিত হয়েছে। মামুন ইকবাল (আলাপ) ১৭:০১, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভাই, উপরে আমি যা বলেছি তাই আবার তুলে দিচ্ছি:
"হ্যাঁ, ইংরেজি উইকিপিডিয়ার থেকে অনুবাদ করে যে সমস্ত বিষয়গুলি বাংলা উইকিপিডিয়াতে নেই তা আপনি প্রকাশ করতে পারেন। গুরুত্বপূর্ণ: দয়া করে যান্ত্রিকভাবে অনুবাদ করবেন না। এমনভাবে অনুবাদ করুন যেন আরেকজন তা পড়ে বুঝতে পারেন।"
লক্ষ্য করুন, https://translate.google.com.bd ব্যবহার করে আপনি যদি অনুবাদ করেন তা নিশ্চিতভাবে যান্ত্রিক হবে। যান্ত্রিক অনুবাদ বোধ্যগম্য করে সাজিয়ে লেখা হল একজন সম্পাদকের অন্যতম কাজ, যেন আরেকজন তা পড়ে বুঝতে পারেন।
ইউএসএস সালমন এর অনুবাদ যান্ত্রিক হয়েছে। আপনি https://translate.google.com.bd ব্যবহার করে যান্ত্রিক অনুবাদ তুলে দিয়েছেন। আমি ইউএসএস সালমন পড়ে অর্থ বুঝতে পারিনি। আপনি কী ইউএসএস সালমন পড়ে অর্থ বুঝতে পারছেন? দয়া করে অনুবাদ সংশোধন করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৭, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ বাতিল সম্পাদনা

আমার নিবন্ধ যা গ্রহণযোগ্য নয় তা অপসারণ করে দিন। এতে আমার কোন আপত্তি নাই মামুন ইকবাল (আলাপ) ১৭:১৮, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ঈসা / যীশু কে সম্পাদনা

আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে বারকাতুহু ঈসা কে? যীশু কে? ব্যক্তি তো একই। তাহলে আমি যীশু নামে নিবন্ধে সম্পাদনা করলাম অথচ আমার সম্পাদনা মুছে দেওয়া হল আমাকে বলা হল কোন কিছু লিখতে হলে ঈসা নিবন্ধ লিখুন। আর যে বাক্যগুলি আমি প্রয়োগ করেছি কুরআন থেকে নিয়ে করেছি সাথে লিংক দিয়েছি সঠিক স্থানে। যিনি এ কাজটি করেছেন তিনি স্বয়ংক্রিয় পরীক্ষক। আমি আমার সম্মানিত প্রশাসকদের কাছে অনুরোধ করছি আমার কোন লেখা যদি মনোনীত না হয় কোন প্রকারের নোটিশ ছাড়াই অপসারণ করে দেবেন। এতে আমার কোন আপত্তি নাই। কিন্তু আমাকে টক্কর দিয়ে ছুড়ে ফেলে আমাকে অপদস্ত করা হলো। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

জ্বি, একই ব্যক্তি। তবে উইকিতে ঈসা নিবন্ধ মুসলমানদের দৃষ্টিভঙ্গি থেকে লেখা আর যীশু খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি থেকে লেখা। নিবন্ধের নাম দেখেই বুঝতে পারছেন। দয়া করে ইসলামী, মুসলমানদের দৃষ্টিভঙ্গি থেকে লেখাগুলি ঈসা নিবন্ধে লিখুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৮, ১১ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ রচনা সম্পাদনা

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আমি কি কোন শিক্ষা প্রতিষ্ঠানের নামে নিবন্ধ রচনা করতে পারি? আমার গ্রামের (আমদাবাদ কলেজ) এই কলেজটি নিয়ে আমি একটি নিবন্ধ রচনা করতে আগ্রহী। মামুন ইকবাল (আলাপ) ১৫:১৩, ১৩ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ণঢথদ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

বিভিন্ন কারণ দর্শিয়ে ণঢথদ পাতায় উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের অনুরোধ করে একটি ট্যাগ যুক্ত করা হয়েছে। কারণগুলো দেখতে অনুগ্রহপূর্বক পাতাটিতে যান। যদি পাতাটি ইতোমধ্যেই অপসারিত হয়ে থাকে, তাহলে কারণ জিজ্ঞাসা করে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। • — সাফি মাহফুজ 《ডাকঘর》 ১৬:৩৩, ১৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিপ্রকল্প ইসলাম সম্পাদনা

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উইকিপ্রকল্প ইসলামের উপর আমি কোন প্রসঙ্গে লিখতে পারি আমার জানা মতে অনেক ইসলামি সুফি মনীষী আছেন কিন্তু তাদের কোন তথ্য নাই 400 বছর পূর্বের এসমস্ত মনীষীগণ ছিলেন উনাদেরকে নিয়ে আমি কিভাবে লিখতে পারি বা কোন মসজিদ মক্তব ইসলামী শিক্ষা কেন্দ্র এ বিষয়ে লেখা যাবে কিনা জানার আগ্রহ প্রকাশ করছি। মামুন ইকবাল (আলাপ) ০৫:০৭, ১৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

২০২১-১০-১৯ ১৭:০৩ তারিখে এক্স!'র সরঞ্জামসমূহ ব্যবহার করে উৎপন্ন

মাস গণক সম্পাদনা

মাস গণনা
২০২১-০৮ ১৮
২০২১-০৯ ২৭৯
২০২১-১০ ২৭৯

অজিফা নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হবে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১০:১৫, ২৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধে কোরআনের আয়াত প্রসঙ্গে সম্পাদনা

সালাম নিবেন কোন ইসলামী নিবন্ধে যদি কুরআনের আয়াতের রেফারেন্স থাকে যেমন (আয়াত নম্বর ১০০) বাংলা তরজমা আছে কিন্তু আরবি নাই।

এখানে কি শুধু (আরবি আয়াত) দিতে হবে
বা অন্য কোন ভাষা (ট্রান্সলেশন) দিতে হবে যেমন (ইংরেজি)

এবং যে ওয়েবসাইটটা ব্যবহার করছি সে ওয়েবসাইটের ঠিকানা দিতে হবে কিনা? আমি [ব্যবহারকারী/মামুন ইকবাল খেলাঘর ৩] এ ((বনি ইসরাইল)) নিবন্ধ লিখছি । (এই নিবন্ধটি উইকিপ্রকল্প ইসলামে লেখার জন্য আহ্বান করা হয়েছে।) সেখানে অনেক কুরআনের আয়াত আছে সেগুলো আমাকে রেফারেন্স দিতে হবে। আমার নিবন্ধন যাচাই করবেন কোন প্রকার ভুল ভ্রান্তি থাকলে আমাকে জানাবেন সার্বিক সহযোগিতা করবেন। (প্রদীপ্ত দেলোয়ার) সাহেবের সাজেশন অনুযায়ী এবং উনি যে দিক নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আমি নিবন্ধ লেখার কাজ করছি দেলোয়ার সাহেব আমাকে যথেষ্ট সাহায্য করছেন। ভুলভ্রান্তি গুলো সংশোধন করে দিচ্ছেন । এবং নিবন্ধ রচনাশৈলীর নিয়ম-নীতি জানিয়ে দিচ্ছেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ সুন্দর এখন মঙ্গল করুন। মামুন ইকবাল (আলাপ) ০৪:২২, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

খেলাঘর ৩ সম্পর্কে সম্পাদনা

ব্যবহারকারী:মামুন ইকবাল/খেলাঘর ৩ আপনি আমার করা সম্পাদনা খেয়াল করুন। আর পাতা সম্পূর্ণ মুছে দিবেন না। কেও কোন পরামর্শ দিলে, শুধু পরামর্শটুকু গ্রহণ করুন। আর আপনার ব্যবহারকারী পাতা থেকে ফোন নাম্বার মুছে দিন, ব্যক্তিগত তথ্য উইকিতে বেশি দেওয়া ঠিক নয়। কোন কিছু জানার থাকলে আমার আলাপ পাতায় বার্তা দিন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৬:১৪, ৩১ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আল্লাহ ও নবী রাসুলদের সম্মান প্রসঙ্গে সম্পাদনা

সালাম নিবেন আমি সম্মানিত প্রশাসকদের অনুরোধ করছি আমি (বনী-ইসরাঈল) নামে একটি নিবন্ধ লিখছিলাম কিন্তু সেই নিবন্ধে আমাকে এইরূপে নির্দেশ দেওয়া হয়েছে আমি এই নির্দেশকে প্রত্যাখ্যান করছি

 যদি এই নির্দেশ স্থগিত করা হয় তাহলে আমি নিবন্ধ লিখব নয় লিখব না অর্থাৎ ধর্মীয় সংক্রান্ত কোন নিবন্ধ যেখানে আল্লাহ ও নবি রাসুলের নাম আছে  সাহাবাদের নাম আছে। পীর অলিউল্লাহ এর কথা উল্লেখ আছে।

একজন মুসলিম হয়ে তাদের প্রতি সামান্যতম সম্মান দিতে পারবোনা এটা কল্পনাও করতে পারি না।এই ধরনের সিদ্ধান্ত স্থগিত করার জন্য অনুরোধ করছি।

                              *দেখুন

@মামুন ইকবাল না, লিঙ্ক (নিবন্ধ সংযোগীকরণ কোন গুরুত্বপূর্ণ বিষয় না)। আর এপস থেকে রেফারেন্স দেওয়া যাবেনা, কারণ সবাই মোবাইল থেকে ইন্টারনেট ব্যবহার করেনা, আবার মোবাইল থাকলেও উক্ত এপস সবার থাকবেনা। তাই রেফারেন্স দিতে ওয়েবসাইট ব্যবহার করুন। [[আর আপনার রচনাশৈলী সম্পূর্ণ ঠিক হয়নি। হজরত, আল্লাহ তায়ালা, মহান আল্লাহ, আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, তিনি যা ইচ্ছা করতে পারেন। এই ধরণের বাক্যগুলো অপসারণ করুন। নিরেপক্ষ দৃষ্টিতে বর্ণনামূলকভাবে লিখতে হবে এবং বনি ইসরাইল সম্পর্কিত নয়, এমন বাক্যগুলো বাদ দিতে হবে। নবী রাসুলদের শেষে (আঃ), (সাঃ) ব্যবহার করা যাবেনা।]] সরাসরি কোন প্রশংসা বাক্য লেখা যাবেনা, বলতে হবে অমুকের মতে, দোষারোপের ব্যপারেও একই কথা।

এগুলো সরান। -- Prodipto Deloar (আলাপ • অবদান • লগ) ১৩:০৩, ২৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)

মামুন ইকবাল (আলাপ) ০৮:০৯, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ সম্পাদনা

সালাম নিবেন আমি সম্মানিত প্রশাসকদের অনুরোধ করছি আমি (বনী-ইসরাঈল) নামে একটি নিবন্ধ লিখছিলাম কিন্তু সেই নিবন্ধে আমাকে এইরূপে নির্দেশ দেওয়া হয়েছে আমি এই নির্দেশকে প্রত্যাখ্যান করছি

 যদি এই নির্দেশ স্থগিত করা হয় তাহলে আমি নিবন্ধ লিখব নয় লিখব না অর্থাৎ ধর্মীয় সংক্রান্ত কোন নিবন্ধ যেখানে আল্লাহ ও নবি রাসুলের নাম আছে  সাহাবাদের নাম আছে। পীর অলিউল্লাহ এর কথা উল্লেখ আছে।

একজন মুসলিম হয়ে তাদের প্রতি সামান্যতম সম্মান দিতে পারবোনা এটা কল্পনাও করতে পারি না।এই ধরনের সিদ্ধান্ত স্থগিত করার জন্য অনুরোধ করছি।

                              *দেখুন

@মামুন ইকবাল না, লিঙ্ক (নিবন্ধ সংযোগীকরণ কোন গুরুত্বপূর্ণ বিষয় না)। আর এপস থেকে রেফারেন্স দেওয়া যাবেনা, কারণ সবাই মোবাইল থেকে ইন্টারনেট ব্যবহার করেনা, আবার মোবাইল থাকলেও উক্ত এপস সবার থাকবেনা। তাই রেফারেন্স দিতে ওয়েবসাইট ব্যবহার করুন। [[আর আপনার রচনাশৈলী সম্পূর্ণ ঠিক হয়নি। হজরত, আল্লাহ তায়ালা, মহান আল্লাহ, আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, তিনি যা ইচ্ছা করতে পারেন। এই ধরণের বাক্যগুলো অপসারণ করুন। নিরেপক্ষ দৃষ্টিতে বর্ণনামূলকভাবে লিখতে হবে এবং বনি ইসরাইল সম্পর্কিত নয়, এমন বাক্যগুলো বাদ দিতে হবে। নবী রাসুলদের শেষে (আঃ), (সাঃ) ব্যবহার করা যাবেনা।]] সরাসরি কোন প্রশংসা বাক্য লেখা যাবেনা, বলতে হবে অমুকের মতে, দোষারোপের ব্যপারেও একই কথা।

এগুলো সরান। -- Prodipto Deloar (আলাপ • অবদান • লগ) ১৩:০৩, ২৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)

মামুন ইকবাল (আলাপ) ০৮:৪৬, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:بني اسرائيل.png ফাইলের উৎস সমস্যা সম্পাদনা

 

চিত্র:بني اسرائيل.png আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম যা ফাইলের বর্ণনার পাতায় কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ। যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন, তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন, তবে সেই ওয়েবসাইট লিঙ্ক ফাইলের বর্ণনার পাতায় যোগ করুন, সেইসাথে বিষয়বস্তু ব্যবহার সম্পর্কে সেই ওয়েবসাইটের শর্তাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ। যদি স্বত্তাধিকারী ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাহলে তার কৃতিত্বও যোগ করা উচিত। দয়া করে চিত্রের বর্ণনার পাতা সম্পাদনা করে এই তথ্য যোগ করুন।

যদি প্রয়োজনীয় তথ্য পরবর্তী দিনের মধ্যে যোগ করা না হয় তাহলে, ছবিটি মুছে ফেলা হবে।

আপনি উইকিপিডিয়ায় কোন চিত্র আপলোড করতে পারবেন বা পারবেন না তা শিখতে দয়া করে চিত্র ব্যবহারের নীতি পড়ুন। এছাড়াও দয়া করে আপনার আপলোডকৃত অন্যান্য ফাইল সঠিকভাবে ট্যাগ করা হয়েছ কিনা তা নিশ্চিত করার জন্য তাদের পরীক্ষা করুন। এখানে আপনার আপলোডের একটি তালিকা পাবেন। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে বা আপনার সাহায্যের দরকার হয় তাহলে, দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জিজ্ঞেস করুন। আপনাকে ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১৬:১৯, ৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বনু ঈসরাইল নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য বনু ঈসরাইল নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ প্রস্তাবনার স১২ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। এই পাতাটি সম্ভবত , , , , থেকে সরাসরি অনুলিপিকৃত। আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; তবে বনু ঈসরাইল নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহিঃস্ত কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহিঃস্ত ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান, তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন এখানে জিজ্ঞেস করুন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। ওহিদ (আলাপ) ২২:১১, ৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমি বনি ইসরাইল নিবন্ধটি নতুন করে সম্পাদনা করছি যাতে কপিরাইট ধরে না পড়ে আপাতত টেমপ্লেটটি সরিয়ে দিন ৩/৪ দিন সময় লাগতে পারে।
আপনার প্রতি অনুরোধ রইল মামুন ইকবাল (আলাপ) ১২:০৩, ৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ সংক্রান্ত সম্পাদনা

সালাম নিবেন কোন কিছু লিখতে গেলে গুগলে খোঁজ করতে বলা হয়। অথচ সেখান থেকে গ্রহণ করলে কপিরাইট ধরা হয়। এই তথ্য কথাটা আমি বুঝতে পারছি না। তাহলে কি এমনই হবে ওখান থেকে সারাংশ নিয়ে নিজে নিবন্ধ সম্প্রসারিত করা। বুঝতে পারার জন্য জানতে চাইছি। গুগল থেকে খোঁজ করব এবং সেখান থেকে কিভাবে নিলে কপিরাইট এর আওতায় পড়বে না দয়া করে জানাবেন। গুগল থেকে গ্রহণ করলেও তার লিঙ্ক তো আমি দিয়ে দিচ্ছি তাহলে কেন কপিরাইট হবে? আমি তো শুধুমাত্র সম্পাদনা করছি। আমিতো নিজেকে লেখক নামে পরিচিত করছি না। সম্মানিত প্রশাসকদের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। মামুন ইকবাল (আলাপ) ১৩:১৩, ৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

যেকোন অ-মুক্ত সংবাদ বা ওয়েব থেকে সরাসরি অনুলিপি (কপি-পেস্ট) করলে কপিরাইট লাঙ্ঘন হবে। কিন্তু আপনি যদি বিষয়বস্তু পড়ে নিজের মতো লেখেন, তাহলে তা হওয়ার সম্ভাবনা কম বা হয় না। আরও জানতে WP:COPYVIO দেখুন। মনে রাখবেন আপনি যদি সরাসরি কপি করেন নিজে না লিখে, তাহলে https://copyvios.toolforge.org/ দেখতে পাওয়া যাবে। ধন্যবাদ ~ ওহিদ (আলাপ) ১৩:৩৭, ৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

রেফারেন্স বিষয়ে সম্পাদনা

সালাম দিবেন আমার বনু ইসরাইল নিবন্ধটি অনেকেই পড়ছিল কিন্তু সেটা কপিরাইট লঙ্ঘন দেখায়ে অপসারণ করা হয়েছে। গুগোল এ সার্চ করে যে নিবন্ধের সারাংশ গ্রহণ করব সেই নিবন্ধের রেফারেন্স কি আমাকে দিতে হবে ? তথ্যসূত্র হিসাবে? ওই বনু ইসরাইল নিবন্ধটি আমি আবারো নিজের মত করে লিখব ইনশাল্লাহ আমার যত ভুল হবে ততই আমি শিখতে পারবো। এতে আমি মন খারাপ করছি না। তবে আমাকে স্পষ্ট করে বলবেন গুগলে সার্চ করে যে নিবন্ধ গ্রহণ করব তার রেফারেন্স আমাকে দিতে হবে কিনা? এবং যেখানে কোরআনের আয়াত আছে কোরআনের আয়াত নিজের মতো করে লেখা যায় না সেখানে আমি কি করবো? দয়াকরে সব আমাকে স্পষ্ট করে জানাবেন। মামুন ইকবাল (আলাপ) ০৩:৩৪, ১০ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নভেম্বর 2021 সম্পাদনা

  হ্যালো, আমি Yahya। আমি লক্ষ্য করেছি যে আপনি একটি মন্তব্য করেছেন যেটি ভদ্র বলে মনে হচ্ছে না, ফলে এটি সরানো হয়েছে। উইকিপিডিয়াকে সহযোগিতা করার জন্য আপনার এবং আমার মত মানুষের প্রয়োজন, তাই ভদ্র এবং শ্রদ্ধাশীলভাবে একে অপরের সাথে যোগাযোগ করা আমাদের মূল নীতির অন্যতম একটি নীতি। যদি আপনার কোন প্রশ্ন থাকে, তাহলে আপনি আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। আপনাকে ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:০১, ১১ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী আলাপ:ওহিদ পাতায়। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:০২, ১১ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ঈশের মূল নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ঈশের মূল নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের জন্য বিচারধারার স১ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ এই পাতাটিতে পূর্বেও কখনো গঠনমূলক কোনো তথ্য সংযোজিত হয়নি, অথবা নিবন্ধের অধিকাংশ স্থানে স্পষ্টত অর্থহীন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি যদি পরীক্ষা করার জন্য এই নিবন্ধটি তৈরী করে থাকেন, তবে অনুগ্রহ করে খেলাঘর পাতায় আপনার এই ধরনের পরীক্ষাগুলো সম্পন্ন করুন। এই বিষয়ে কোনো তথ্য জানার থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত।  কুউ পুলক    ১২:১৪, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

-- মামুন ইকবাল (আলাপ) ০৬:০১, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সার্ভার সমস্যা সম্পাদনা

দুঃখিত! সেশন ডাটা হারিয়ে যাওয়ার কারণে আপনার সম্পাদনাটি সংরক্ষণ করা সম্ভব হয়নি। দয়া করে লেখাটি আবার জমা দেয়ার চেষ্টা করুন। যদি এতেও কাজ না হয়, তবে অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গিয়ে আবার অ্যাকাউন্টে প্রবেশ করে চেষ্টা করুন। (এটা হওয়ার কারণ কি 50 চেষ্টা করলে50 বার এই দেখাচ্ছে এর কারণ কি?) মামুন ইকবাল (আলাপ) ১৬:০০, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কোন কিছু প্রকাশিত হচ্ছে না সম্পাদনা

আমি কারো পাতায় আলোচনা লিখতে গেলে বা কোন কিছু প্রকাশ করতে গেলে কোন প্রকারের সম্ভব হচ্ছে না। নিচের ওই লেখাটা দেখাচ্ছে এর কি সমাধান আমাকে জানাবেন দয়া করে।৫০ বারের মাঝে৫০ বার এক লেখা দেখাচ্ছে নিচে লেখা টি (দুঃখিত! সেশন ডাটা হারিয়ে যাওয়ার কারণে আপনার সম্পাদনাটি সংরক্ষণ করা সম্ভব হয়নি। দয়া করে লেখাটি আবার জমা দেয়ার চেষ্টা করুন। যদি এতেও কাজ না হয়, তবে অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গিয়ে আবার অ্যাকাউন্টে প্রবেশ করে চেষ্টা করুন।) এ সমস্যার সমাধান কিভাবে করতে হবে বা অন্য কোন সমস্যা আছে কিনা যদি থেকে থাকে সমাধানের উপায় জানতে চাইছি। মামুন ইকবাল (আলাপ) ০৪:১৮, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@মামুন ইকবাল ভাই, আপনি নিজের কম্পিউটারে নোটপ্যাড খুলে সেখানে প্রথমে লিখে নিতে পারেন্ম অতঃপর আপনার লিখিত বক্তব্য নোটপ্যাড থেকে কপি করে সংস্লিষ্ট আলাপ পাতায় বসিয়ে দিতে পারেন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ০৬:১১, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
কোনো কিছু প্রকাশিত না হলে আপনি কীভাবে এখানে বার্তা দিলেন? সমস্যাটি আবারও হলে আপনি উইকিপিডিয়া থেকে লগআউট করে ব্রাউজিং হিস্ট্রি পরিষ্কার করে নিন। এরপরে, পুনরায় লগিন করুন। এরপরও, সমস্যা হলে স্ক্রিনশটসহ বাংলা উইকিপিডিয়ার ফেসবুক পেইজের https://www.facebook.com/bnwikipedia/ মেসেজ অপশনে গিয়ে মেসেজ দিন। তাহলে বুঝতে পারবো। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:২২, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আপনি কি আমার মেসেজ দেখতেছেন? কী বলতে চেয়েছি কি বুঝছেন? উত্তর দিন। @কুউ পুলক: ওনার ব্যবহারকারী পাতা থেকে ফেসবুক আইডির লিংক নিয়ে উইকির একটা মেসেঞ্জার গ্রুপেও যুক্ত করে দিয়েছি যাতে বুঝাতে সুবিধা হয়। এখন দেখি আপনার আলাপ পাতার সর্বশেষ অনুচ্ছেদের কিছু অংশ ফেসবুক আইডি থেকে পোস্ট করে দিয়েছে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:৫৯, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@মামুন ইকবাল সাহেব, দেখুন @Al Riaz Uddin Ripon আন্তরিকভাবে চেষ্টা করছেন আপনার সমস্যাটার সমাধান করার জন্য। দয়া করে উনি যেভাবে বলছেন সেভাবে করুন। --  কুউ পুলক    ১২:০৮, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আপনার নির্দেশ মোতাবেক কাজ করেছি এবং সমস্যার সমাধান হয়ে গেছে বিকালে পাসওয়ার্ড এর সমস্যা নতুন করে পাসওয়ার্ড সেট করতে হয়েছে আপনাদের বিরক্ত করার জন্য আমি লজ্জিত কোন সমস্যা হলে আমি অবশ্যই স্মরণ করব। -- মামুন ইকবাল (আলাপ) ১২:৩০, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা, একটু কষ্ট করে আপনার ফেসবুক আইডি থেকে উইকিপিডিয়া সম্পর্কিত যেসব আলোচনা পোস্ট করেছেন তা ডিলিট (মুছে) করে দিন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১২:৩৪, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আপনার নির্দেশ মোতাবেক কাজ করেছি এবং সমস্যার সমাধান হয়ে গেছে বিকালে পাসওয়ার্ড এর সমস্যা নতুন করে পাসওয়ার্ড সেট করতে হয়েছে আপনাদের বিরক্ত করার জন্য আমি লজ্জিত কোন সমস্যা হলে আমি অবশ্যই স্মরণ করব। -- মামুন ইকবাল (আলাপ) ১২:৩৫, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অ্যাকাউন্ট লগইন সমস্যা সম্পাদনা

সালাম নিবেন আমি আমার অ্যাকাউন্ট থেকে প্রস্থান (log out)করেছিলাম গতকাল । তারপরে অনেক চেষ্টা করে নতুন পাসওয়ার্ড দিয়ে একাউন্টে প্রবেশ করি এখন অনেক সমস্যা দেখা দিচ্ছে শুধু উল্টোপাল্টা করছে কোন কাজ করতে পারছিনা (প্রবেশ করুন) (প্রবেশ করেননি) (অ্যাকাউন্ট তৈরি করুন)এই সমস্ত লেখা দেখাচ্ছে। কোন কোন সময় আবার ব্যবহারকারীর নাম দেখাচ্ছে। আলাপ শেষে আমার আইপি নাম্বার দেখাচ্ছে কিন্তু আমার নাম দেখাচ্ছে না। আমি যদি কোনো নতুন একাউন্ট করি নাম পরিবর্তন করে তাহলে আমার যে সমস্ত অবদান সেগুলো কি থাকবে? আইপি নাম্বার কি একই থাকবে না চেঞ্জ হয়ে যাবে? কি করলে আমার অ্যাকাউন্টের স্থায়ী সমস্যার সমাধান হবে দয়া করে জানাবেন। মামুন ইকবাল মামুন ইকবাল (আলাপ) ০৯:৪৯, ১৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

না, নতুন করে অ্যাকাউন্ট খোলার দরকার নেই। "আলাপ শেষে আমার আইপি নাম্বার দেখাচ্ছে কিন্তু আমার নাম দেখাচ্ছে না" - এটির মূল কারণ আপনি সঠিকভাবে প্রবেশ করতে পারেননি। সঠিক পাসওয়ার্ড দিয়ে পুনরায় প্রবেশ করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৫, ১৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

একাউন্টের বিপদ সংকেত সম্পাদনা

সালাম নিবেন একটু ধৈর্য ধরে পড়বেন দুঃখিত! সেশন ডাটা হারিয়ে যাওয়ার কারণে আপনার সম্পাদনাটি সংরক্ষণ করা সম্ভব হয়নি। দয়া করে লেখাটি আবার জমা দেয়ার চেষ্টা করুন। যদি এতেও কাজ না হয়, তবে অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গিয়ে আবার অ্যাকাউন্টে প্রবেশ করে চেষ্টা করুন

আপনি অ্যাকাউন্টে প্রবেশ করেননি। সম্পাদনা প্রকাশ করলে, এই পাতার সম্পাদনার ইতিহাসে আপনার আইপি ঠিকানা সংরক্ষিত হবে

এই সমস্ত সমস্যা থেকে আমি কবে পরিত্রাণ পাব একটুও মনে স্থির করে স্বচ্ছভাবে কোন কিছু লিখতে পারছিনা সাথে সাথে আমার কিবোর্ড খুব বিরক্ত করছে উইকিপিডিয়াতে লিখতে গেলে কীবোর্ডের সমস্যা অন্য কোথাও এই সমস্যা দেখা দেয় না এর কারণ কি আমি কিছুই বুঝতে পারছিনা সবেমাত্র উইকিপিডিয়াতে যাত্রা শুরু করেছিলাম আরে এখনই আমাকে নিরাশ হতে হচ্ছে

মামুন ইকবাল 

103.166.59.245 (আলাপ) ১৯:০১, ১৬ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনি এসব সমস্যার কথা নিয়ে আপাতত আর কাউকে বার্তা দিবেন না৷ কারণ সবাই আপনাকে বুঝানোর চেষ্টা করলেও কোনোমতেই আপনি বুঝতেছেন না। আপনি তো ভাই ফেসবুক ব্যবহার করেন, কষ্ট করে https://www.facebook.com/bnwikipedia/ এখানের মেসেজ অপশনে গিয়ে স্ক্রিনশটসহ মেসেজ করুন। সেখানে বিস্তারিত সাহায্য করবো। যতক্ষণ আপনার সমস্যা সমাধান হচ্ছে না ততক্ষণ উইকিতে কোনো সম্পাদনা ও করবেন না কারণ বেশিরভাগ সম্পাদনাই উল্টো পাল্টা করতেছেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৯:১৫, ১৬ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সালাম নিবেন আশা করি ভাল আছেন আমিও ভালো আছি আমার জন্য দোয়া করবেন।

"মামুন ইকবাল/সংগ্রহশালা ১"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।