আলাপ:চাকুন্দা

সাম্প্রতিক মন্তব্য: 103.166.59.245 কর্তৃক ২ বছর পূর্বে "এক বিষয়ে দুই নিবন্ধ" অনুচ্ছেদে

এক বিষয়ে দুই নিবন্ধ সম্পাদনা

@মামুন ইকবাল: ভাই, আপনি এই চাকুন্দা নিবন্ধটি তৈরি করেছেন। এর বৈজ্ঞানিক নাম লিখেছেন সেন্না তোরা। বাংলা উইকিতে ইতোমধ্যে বন চাকুন্দা নামে আরেকটি নিবন্ধ আছে, যারও বৈজ্ঞানিক নাম হল সেন্না তোরা। বৈজ্ঞানিক নাম বলছে আপনি একই উদ্ভিদ প্রজাতি নিয়ে লিখেছেন অর্থাৎ এক বিষয়ে দুই নিবন্ধ সৃষ্টি হয়েছে। লক্ষ্য করুন যে সেন্না গণের আওতায় একাধিক উদ্ভিদ প্রজাতি আছে।

প্রশ্ন: চাকুন্দা ও বন চাকুন্দা কী আলাদা? আলাদা হলে বৈজ্ঞানিক নাম এক হবার কথা নয়। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:৩২, ২০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

চাকুন্দা চাকুন্দা পাতাটি অপসারণ করা হোক 103.166.59.245 (আলাপ) ১৬:০২, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"চাকুন্দা" পাতায় ফেরত যান।