ব্যবহারকারী:Sbb1413/ভারতীয় উপমহাদেশের স্থান-নামসমূহ

প্রচলিত উপসর্গ ও প্রত্যয়

সম্পাদনা

ইন্দো-আর্য

সম্পাদনা
উপসর্গ/প্রত্যয় অর্থ উদাহরণ
-আলয় বাসস্থান, আশ্রয় মেঘালয়, হিমালয়
-গড় দুর্গ[১] চণ্ডীগড়, ছত্তিশগড়, রায়গড়
-দেশ দেশ, ভূমি[২][৩] ওড্রদেশ, বাংলাদেশ
-পুর, -পুরম শহর, গ্রাম, দেশ[৪] কানপুর, জয়পুর, দুর্গাপুর, নাগপুর, কাঞ্চীপুরম, নর্মদাপুরম
-প্রদেশ প্রদেশ, অঞ্চল অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ
-নগর শহর, বসতি, দেশ[৪] গান্ধীনগর, চন্দননগর, জাহাঙ্গীরনগর, বিরাটনগর

দ্রাবিড়

সম্পাদনা
উপসর্গ/প্রত্যয় অর্থ উদাহরণ
-উর, -উরু, -ওর শহর, গ্রাম কোয়েম্বাটুর, বেঙ্গালুরু, নেল্লোর
-ওয়াল, -ওয়ালা, -ওয়ালি, -ওয়াড়া, -ওয়াড়ি, -পাড়া, -পল্লী ছোট গ্রাম,[৫] পাড়া গুজরানওয়ালা, ডোম্বিওয়ালি, বিজয়ওয়াড়া, উত্তরপাড়া, তিরুচিরাপল্লী
-কোট দুর্গ[৪][৫] পাঠানকোট, রাজকোট, শিয়ালকোট
-পট্টন, -পট্টনম, -পত্তন, -পত্তনম শহর[৬] বিশাখাপত্তনম, শ্রীরঙ্গপত্তন

ফার্সি

সম্পাদনা
উপসর্গ/প্রত্যয় অর্থ উদাহরণ
-আবাদ বাসস্থান, জমি, শহর[৪][৭] আহমেদাবাদ, ইসলামাবাদ, হায়দ্রাবাদ
-শহর শহর[৪] বুলন্দশহর

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Siddiqi ও Bastian 1985, পৃ. 74–75।
  2. Sen, Sailendra Nath (১৯৯৯) [First published 1988]। Ancient Indian History and Civilization। New Age International। পৃষ্ঠা 281। আইএসবিএন 978-81-224-1198-0 
  3. Prantik, Maharashtra (১৯৬৩)। Samagra Savarkar Wangmaya। Hindusabha। পৃষ্ঠা 436। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭ – Google Books-এর মাধ্যমে। 
  4. Siddiqi ও Bastian 1985, পৃ. 74।
  5. Southworth 1995, পৃ. 271।
  6. Blackie 1887, পৃ. 153, PATAM।
  7. Blackie 1887, পৃ. 2, ABAD।