ব্যবহারকারী:Musunny.95/রফিকুল ইসলাম মাদানী

মাওলানা

রফিকুল ইসলাম মাদানী
ব্যক্তিগত তথ্য
জন্ম (1995-01-01) ১ জানুয়ারি ১৯৯৫ (বয়স ২৯)
ধর্মইসলাম
জাতীয়তাবাংলাদেশী
যুগআধুনিক
ব্যবহারশাস্ত্রআহলে সুন্নাত ওয়াল জামায়াত
রাজনৈতিক দলবাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রধান আগ্রহ
উল্লেখযোগ্য কাজদাওয়াতে ইসলামী ওলামা
শিক্ষাজামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা

রফিকুল ইসলাম মাদানী (ইংরেজী: Rafiqul Islam Madani) একজন ইসলামী বক্তা। তবে বর্তমান সময়ে তাকে ইন্টারনেটের শিশু বক্তা হিসেবে সবাই চেনেন।[১][২] তিনি ০১ জানুয়ারি ১৯৯৫ সালের নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি একজন নির্বাচন কমিশনার।[তথ্যসূত্র প্রয়োজন] তখন ইসলামের চার ভাইও  তিন বোন রয়েছে। ইসলামী বক্তা হিসেবে তিনি বাংলাদেশের বিভিন্ন ওয়াজ মাহফিল করেন এবং জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন।[৩]

শিক্ষা সম্পাদনা

তিনি ঢাকার জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস মাস্টার্স সমমানের ডিগ্রি লাভ করেন।[৪]

গ্রেপ্তার সম্পাদনা

রফিকুল ইসলাম মাদানী গত ২০২১ সালের ৭ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে রফিকুলকে নেত্রকোণার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব।[৫][৬] এরপর ৮ এপ্রিল মাদানীর নামে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক। এরপর গাজীপুরের বাসন ও রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে আরও মামলা দায়ের করা হয়।[৭][৮][৯][১০][১১] বিভিন্ন সময় আদালত তাকে রিমান্ডে দিয়েছেন।[১২][১৩]

জামিন সম্পাদনা

শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হলো রফিকুল ইসলাম মাদানীকে।[১][১৪] গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আজ শনিবার রাত ৮টায় মুক্তি পেয়েছেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইন সহ সব কটি মামলায় জামিন পাওয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।[১৫] [১৬]বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আমিনুল ইসলাম।[১৭][১৮][১৯][২০]

বিতর্ক সম্পাদনা

মাওলানা রফিকুল ইসলাম মাদানী। জামিনে মুক্ত হওয়ার ১০ দিনের মাথায় বিয়ে করেছেন এই ধর্মীয় বক্তা। সম্প্রতি এক ওয়াজ মাহফিলে তিনি নিজেই এ কথা জানান।[২১] সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে মাদানীকে বলতে শোনা যায়, আমি জেল থেকে মুক্তি পেয়ে ১০ দিন পরেই বিয়ে করেছি। আমার বিয়েতে খরচ হয়েছে ১০-১২ লাখ টাকা। ওয়ালিমা মোহরানা সব হাদিয়া থেকে। মাহফিলের টাকা থেকে নয়।[২২][২৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'শিশু বক্তা' রফিকুল কারামুক্ত'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  2. "কে এই রফিকুল ইসলাম মাদানী"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  3. "হেফাজতে ইসলাম: 'শিশু বক্তা' রফিকুল ইসলাম মাদানী যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হয়ে উঠলেন"বিবিসি নিউজ। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  4. "কে এই রফিকুল ইসলাম মাদানী"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১২ 
  5. "'শিশুবক্তা' রফিকুল ইসলাম মাদানী আটক"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  6. "'শিশুবক্তা' রফিকুল ইসলাম আটক"ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  7. "ডিজিটাল মামলায় রফিকুল মাদানীর বিচার শুরু"বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  8. "ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রফিকুল মাদানীর বিচার শুরু"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  9. "ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলা: 'শিশুবক্তা' রফিকুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১৫ অক্টোবর"আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  10. "ডিজিটাল নিরাপত্তা আইনে রফিকুল ইসলাম মাদানীর বিচার শুরু"এনটিভি। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  11. "ডিজিটাল নিরাপত্তা আইনের ২ মামলায় 'শিশু বক্তা' মাদানীর বিচার শুরু"দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  12. "শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী ফের ৩ দিনের রিমান্ডে"ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  13. "'শিশুবক্তা' রফিকুল ইসলাম ফের ৩ দিনের রিমান্ডে"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  14. "যে শর্তে মুক্তি দেওয়া হলো রফিকুল ইসলাম মাদানীকে"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  15. "'শিশুবক্তা' রফিকুল চার মামলায় জামিন পেলেন"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  16. "আড়াই বছর পর কারামুক্ত 'শিশুবক্তা' রফিকুল"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  17. "শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী জামিনে কারামুক্ত"বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  18. "জামিনে মুক্তি পেলেন শিশু বক্তা রফিকুল"দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  19. "কারাগার থেকে মুক্তি পেলেন শিশুবক্তা রফিকুল"চ্যানেল টুয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  20. "কারামুক্ত হলেন 'শিশুবক্তা' রফিকুল ইসলাম মাদানী"যমুনা টিভি। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  21. "বিয়ে যেহেতু করেছি, বিয়ে নিয়ে কিছু কথা বলে যাই - YouTube"ইউটিউব। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  22. "বিয়ে করেছেন রফিকুল ইসলাম মাদানী"দেশ টিভি। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ 
  23. "বিয়ের তথ্য গোপন করেছিলেন 'শিশুবক্তা' রফিকুল!"বাংলাভিশন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩