চ্যানেল টুয়েন্টিফোর

বাংলাদেশের টেলিভিশন চ্যানেল

চ্যানেল টুয়েন্টিফোর একটি উপগ্রহ-ভিত্তিক বাংলাদেশের বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। ২০১২ সালের ২৪ মে বৃহস্পতিবার, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই চ্যানেলটি।[২]

চ্যানেল টুয়েন্টিফোর
চ্যানেল টুয়েন্টিফোর.png
চ্যানেল টুয়েন্টিফোর লোগো
মালিকানাটাইমস মিডিয়া লিমিটেড, হা-মীম গ্রুপ[১]
চিত্রের বিন্যাসএমপিইজি–২ / ডিভিবি
স্লোগানসব সময়, সব দিকের, সব খবর
দেশবাংলাদেশ
প্রচারের স্থানজাতীয়
প্রধান কার্যালয়২৮৭ (দক্ষিণ), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
দৈনিক সমকাল
ওয়েবসাইটchannel24bd.tv
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
আপস্টার ২আর৪১৩৫ মেগাহার্জ
স্ট্রিমিং মিডিয়া
channel24bd.tv/live

ইতিহাসসম্পাদনা

চ্যানেলটি প্রথম বছর নাটক, ছায়াছবি, সংবাদ এবং তথ্য ও সংবাদভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করে ছিল। ২০১৩ সালে সাভারের রানা প্লাজায় পোশাক কারাখান ধসে সহস্রাধিক মৃত্যুর ঘটনা কাভার করতে গিয়ে চ্যানেলটি দর্শকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। এরপর মিশ্র চ্যানেল (বিনোদন ও খবর) থেকে ২৪ঘণ্টার সংবাদ চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে।

কর্মকর্তাসম্পাদনা

  • প্রধান নির্বাহী কর্মকর্তা :তরুন চক্রবর্তী
  • নির্বাহী পরিচালক : তালাত মামুন
  • ইনপুট সম্পাদক: বিপ্লব শহীদ
  • আউটপুট সম্পাদক: হাসান ইমাম রুবেল

অনুষ্ঠানসম্পাদনা

সকাল ৭টা থেকে রাত দেড়টা পর্যন্ত সরাসরি সংবাদ পরিবেশিত হয়। এছাড়া তাৎক্ষনিক সংবাদ, স্ক্রল সংবাদ ঘটনার সাথে সাথেই প্রদান করা হয়।

এছাড়া রয়েছে আলাদা আলাদা বিশেষ বুলেটিন। যেমন মফস্বল খবরাখবর নিয়ে দেশ টুয়েন্টিফোর (সকাল সাড়ে সাতটা, সাড়ে ১১টা এবং সন্ধ্যা ৬টা), খেলাধুলার খবর নিয়ে স্পোর্টস টুয়েন্টিফোর (সকাল সাড়ে ৮টা, দুপুর ৩টা এবং রাত ৮টা), ব্যবসা বাণিজ্যের খবর (সকাল সাড়ে দশটা, বেলা সাড়ে তিনটা এবং রাত সাড়ে ৯টা)। বিনোদন জগত এবং লাইফস্টাইলের খবর নিয়ে সকাল ৮টা ও রাত ১১টায় হয় কালার্স টুয়েন্টিফোর প্রচারিত হয়।

প্রাইম নিউজ হয় সকাল ৭টা, সকাল ৯টা, সকাল ১০টা, সকাল ১১টা, দুপুর ১২টা, বেলা ২টা, বেলা ৪টা, সন্ধ্যা সাতটা, রাত ১০টা, রাত সাড়ে ১২টায়।

টকশো ভিত্তিক অনুষ্ঠান হল মুক্তবাক, মুক্তকণ্ঠ এবং সারাবাংলা।

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. আলী রীয়াজ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান (জানুয়ারি ২০২১)। বাংলাদেশে মিডিয়ার মালিক কারা? (পিডিএফ)। ৪৫/১ নিউ ইস্কাটন, ২য় তলা, ঢাকা ১০০০, বাংলাদেশ: সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ। পৃষ্ঠা ৭। আইএসবিএন 978-984-95364-1-3 
  2. http://www.banglanews24.com/detailsnews.php?nssl=a187fbb767bafeccc9426fd3d4bc7aaa&nttl=24052012113816[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]